কলকাতা, 30 জুলাই: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে বাংলা ভাগ নিয়ে প্রস্তাব আনার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর সেই পরামর্শ অনুযায়ী মঙ্গলবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির সভায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী সোমবার, 5 অগস্ট অধিবেশনের প্রথমার্ধে 185 ধারায় বাংলা ভাগ নিয়ে বিধানসভায় প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
বাংলা ভাগ হবে ?
জানা গিয়েছে, ওইদিন প্রথমার্ধেই দু'ঘণ্টা বাংলা ভাগ করা বিষয়ে আলোচনা হবে । এই আলোচনায় যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও । গতকাল ভুটান পাহাড় থেকে নামা নদীগুলির পর্যবেক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে আনা প্রস্তাব নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলা ভাগের প্রসঙ্গ টেনে আনেন । তিনি বলেন, ‘‘বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে রেজোলিউশন আনা হোক । বাংলা ভাগ নিয়ে বাংলার বাইরে গিয়ে আলোচনা করছেন মন্ত্রী-সাংসদরা । তাঁদের কিছু বলার থাকলে তাঁরা বাংলার বিধানসভায় দাঁড়িয়ে বলুন । ভোটাভুটি হোক ৷ কার ভোট বেশি, কার ভোট কম তা গণতান্ত্রিকভাবে বিচার হয়ে যাক ৷’’
বাংলা ভাগ বিজেপির 'চক্রান্ত'
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরই আজ বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে বসে ৷ সেখানেই ঠিক হয়, আগামী সোমবার বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব এনে তা নিয়ে আলোচনা হবে রাজ্য বিধানসভায় । এদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘বাংলার কিছু সদস্য বাংলা ভাগ করার চক্রান্ত করছেন । একটা সময় উত্তরবঙ্গ থেকে মাত্র একজন সদস্য ছিলেন । এখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে তাঁদের অনেক বিধায়ক ৷ শুধু তাঁরা নন, আবার অন্য রাজ্যের এক বিজেপি সাংসদও বলছেন, বাংলার দু’টি জেলাকে ভাগ করে দেওয়া হোক । এইভাবে তাঁরা বাংলাকে ভাগ করার একটা পরিকল্পনা করছেন । যেহেতু বিজেপি’কে বাংলা বারবার পরাস্ত করছে, তাই ওরা বাংলাকে ভাগ করতে চাইছে । প্রতিহিংসায় এসব করছে । বাংলাকে টুকরো টুকরো করার চক্রান্ত করছে ।’’
জোড়াফুলের বর্ষীয়ান নেতার কথায়, "এই প্রস্তাব আনার উদ্দেশ্য বাংলার মানুষকে একটা বার্তা দেওয়া ৷ এই চক্রান্তের বিরুদ্ধে সবাই এক হোক । আর বিজেপির যারা বলছেন ভাগ চান না, তাঁরা ফ্লোরে এসে বক্তব্য স্পষ্ট করুন । তাহলেই এই চক্রান্তটা রুখে দেওয়া যাবে ।"
প্রসঙ্গত, বাংলা ভাগের বিরুদ্ধে এই ধরনের প্রস্তাব রাজ্য বিধানসভায় এবার প্রথম নয় ৷ গত বছর ফেব্রুয়ারি মাসেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ ধরনের প্রস্তাব আনা হয় । এছাড়া গোর্খাল্যান্ড নিয়ে আন্দোলনের সময়ও একইভাবে বাংলা ভাগের বিরোধিতা করে প্রস্তাব এসেছিল ।