ETV Bharat / state

লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল - Lok Sabha Election 2024

TMC to focus on Lakshmir Bhandar: মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পকে হাতিয়ার করেই ভোটপ্রচারে নেমেছে রাজ্যের শাসকদল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 10:25 PM IST

Updated : Mar 28, 2024, 10:41 PM IST

কলকাতা, 28 মার্চ: উত্তর থেকে দক্ষিণ, লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের দরজায় যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্প । বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী ।

গত বাজেট অধিবেশনে সাধারণ লক্ষীর ভাণ্ডার প্রাপকদের অর্থের পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করেছে রাজ্য সরকার । আর অনগ্রসর শ্রেণির মহিলারা, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে পেতেন, তাঁরা পাবেন বারোশো টাকা করে । আগামী মাসের পয়লা এপ্রিল থেকে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ ।

TMC to focus on Lakshmir Bhandar
ভাতাবৃদ্ধির শুভেচ্ছাপত্র
TMC to focus on Lakshmir Bhandar
লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভান্ডার

এই অস্ত্র নিয়েই এবার মানুষের দরজায় পৌঁছচ্ছে রাজ্যের শাসকদল । এদিন দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির এই বিষয়টি একটি কার্ড আকারে তৈরি করে তা নিয়ে মানুষের দরজায় পৌঁছবে তৃণমূল । যেখানে লেখা থাকবে, ‘‘আপনার জন্য নববর্ষের উপহার । দিদি বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার ।’’

এই নিয়ে এদিন প্রশ্ন করা হলে দলের অন্যতম মুখপাত্র তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘আমাদের একটাই কথা, মানুষের কাছে যেতে হবে । রাজ্যের প্রতিটি পরিবারের কাছে যেতে হবে ৷ কারণ, প্রতিটি পরিবারের কাছেই এই সরকারের সুযোগ-সুবিধা পৌঁছেছে । মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে এক করে নিয়ে আছেন । সকলের জন্যই তিনি কাজ করে চলেছেন । এইগুলি নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে । মানুষ সেটা অবশ্যই গ্রহণ করবে । তৃণমূল কংগ্রেসকে বেশি বেশি করে জেতাবে । সবটাই তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় । এই নিয়ে বলার কি আছে !’’

আরও পড়ুন:

  1. মমতার দেওয়া সুবিধা নিয়ে প্রশ্ন তৃণমূলের, দেবাংশুর বিরুদ্ধে মহিলা কমিশনে রেখা
  2. 'রাজবধূকে ফোন করে ভোটারদের ঘুষ মোদির', বিধিভঙ্গের অভিযোগে কমিশনে তৃণমূল
  3. কপালে প্লাস্টার নিয়েও বজায় পরম্পরা, উত্তর ও দক্ষিণ কলকাতার প্রার্থীকে নিয়ে ইফতারে মুখ্যমন্ত্রী

কলকাতা, 28 মার্চ: উত্তর থেকে দক্ষিণ, লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের দরজায় যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্প । বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী ।

গত বাজেট অধিবেশনে সাধারণ লক্ষীর ভাণ্ডার প্রাপকদের অর্থের পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করেছে রাজ্য সরকার । আর অনগ্রসর শ্রেণির মহিলারা, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে পেতেন, তাঁরা পাবেন বারোশো টাকা করে । আগামী মাসের পয়লা এপ্রিল থেকে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ ।

TMC to focus on Lakshmir Bhandar
ভাতাবৃদ্ধির শুভেচ্ছাপত্র
TMC to focus on Lakshmir Bhandar
লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভান্ডার

এই অস্ত্র নিয়েই এবার মানুষের দরজায় পৌঁছচ্ছে রাজ্যের শাসকদল । এদিন দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির এই বিষয়টি একটি কার্ড আকারে তৈরি করে তা নিয়ে মানুষের দরজায় পৌঁছবে তৃণমূল । যেখানে লেখা থাকবে, ‘‘আপনার জন্য নববর্ষের উপহার । দিদি বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার ।’’

এই নিয়ে এদিন প্রশ্ন করা হলে দলের অন্যতম মুখপাত্র তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘আমাদের একটাই কথা, মানুষের কাছে যেতে হবে । রাজ্যের প্রতিটি পরিবারের কাছে যেতে হবে ৷ কারণ, প্রতিটি পরিবারের কাছেই এই সরকারের সুযোগ-সুবিধা পৌঁছেছে । মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে এক করে নিয়ে আছেন । সকলের জন্যই তিনি কাজ করে চলেছেন । এইগুলি নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে । মানুষ সেটা অবশ্যই গ্রহণ করবে । তৃণমূল কংগ্রেসকে বেশি বেশি করে জেতাবে । সবটাই তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় । এই নিয়ে বলার কি আছে !’’

আরও পড়ুন:

  1. মমতার দেওয়া সুবিধা নিয়ে প্রশ্ন তৃণমূলের, দেবাংশুর বিরুদ্ধে মহিলা কমিশনে রেখা
  2. 'রাজবধূকে ফোন করে ভোটারদের ঘুষ মোদির', বিধিভঙ্গের অভিযোগে কমিশনে তৃণমূল
  3. কপালে প্লাস্টার নিয়েও বজায় পরম্পরা, উত্তর ও দক্ষিণ কলকাতার প্রার্থীকে নিয়ে ইফতারে মুখ্যমন্ত্রী
Last Updated : Mar 28, 2024, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.