ETV Bharat / state

'গরিব মানুষের কাছে হাসপাতাল মন্দির, এবার আন্দোলন শেষ হোক', মন্তব্য দেবের - Dev on RG Kar Issue

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 10:11 AM IST

TMC MP Dev Visits Ghatal: নিজের লোকসভা কেন্দ্রের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘাটাল গিয়েছিলেন অভিনেতা সাংসদ দেব ৷ সেখানে তিনি জানান, জুনিয়র চিকিৎসক ছাড়া হাসপাতাল চলতে পারে না ৷ এবার আন্দোলন শেষ হোক ৷ সাধারণ মানুষ পরিষেবা পাক ৷

TMC MP Dev Visits Ghatal
অভিনেতা নেতা দেব (ইটিভি ভারত)

ঘাটাল, 17 সেপ্টেম্বর: জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার ৷ সেগুলি কার্যকর হলে কাজে ফিরবেন আন্দোলনকারীরা ৷ এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ৷ সোমবার তিনি বলেন, "আন্দোলনটা এবার শেষ হোক ৷ দোষীরা শাস্তি পাক ৷"

ঘাটালে অভিনেতা নেতা দেব (ইটিভি ভারত)

এদিন ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে সেখানে গিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ৷ টানা বৃষ্টিতে ফের জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের অন্যতম ডিভিশন ঘাটাল এলাকা ৷ দুই চন্দ্রকোনাও ডুবতে বসেছে ৷ ডিঙি ও নৌকা নিয়ে যাতায়াত করছে মানুষজন ৷ এদিন তিনি পরিস্থিতি খতিয়ে দেখে বৈঠক করেন ৷

এরপর ঘাটালের সাংসদ দীপক অধিকারী সাংবাদিকদের বলেন, "ঘাটালে এত বন্যা হচ্ছে ৷ এই মুহূর্তে আমার কাছে ঘাটালের মানুষের সুরক্ষা, তাঁদের ভালো থাকাটা গুরুত্বপূর্ণ ৷ ঘাটালের মানুষও অনেক দুঃখে আছে ৷ তারা কীভাবে ভালো থাকবে, সেটা গুরুত্বপূর্ণ ৷ এই যে জল ছাড়া হবে, তাতে কীভাবে সবাইকে ভালো রাখা যায় ৷ কীভাবে তাদের বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকে, তা গুরুত্বপূর্ণ ৷ জলের সমস্যা রয়েছে ৷ এটা নিয়েই আলোচনা হল ৷"

আরজি কর ইস্যু নিয়ে অভিনেতা তথা নেতা দেব বলেন, "আমি সাধুবাদ জানাই ৷ চাই, আন্দোলনটা এবার শেষ হোক ৷ দোষীরা শাস্তি পাক ৷ গরিব-দুঃস্থ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করান, তাঁদের কাছে হাসপাতালটা একটা মন্দির ৷ তাঁরা যেন তাঁদের এই পরিষেবাটা পায় ৷ জুনিয়র ডাক্তারদের ছাড়া তো একটা হাসপাতাল চলতে পারে না, সেটা আমরা সবাই বুঝে গিয়েছি ৷ যাঁরা বুঝতে পারত না, তাঁরাও বুঝছেন, জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা মিলে একটা হাসপাতাল চালায় ৷"

আরজি করের পড়ুয়া-চিকিৎসক খুনের ঘটনা নিয়ে দেব বলেন, "এরপর আর কোনও মেয়ের নাম যেন তিলোত্তমা বা নির্ভয়া না রাখতে হয় ৷ এমন কিছু হওয়া উচিত, যাতে মানুষ ধর্ষণের মানসিকতা থেকে বেরিয়ে আসে ৷ হাত দেওয়া তো দূর, চোখ দিয়ে তাকাতেও ভয় পায় ৷"

কয়েকদিনের টানা বৃষ্টির জেরে ঘাটালের শিলাবতী ও মনসুকার ঝুমি নদী জল বেড়ে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ৷ সেই জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে বিঘের পর বিঘে কৃষি জমি ৷ ফলে নিরুপায় হয়ে নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত ৷ পুজোর মুখে সমস্যায় ঘাটালের বানভাসি এলাকার মানুষজন ৷

এদিন বিকেল নাগাদ ঘাটালের অবস্থা পরিদর্শনে আসেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব ৷ তিনি প্রথমে দাসপুরের হোসেনপুর এলাকায় বন্যা পরিদর্শন করে বানভাসি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ ৷ দাসপুরের বন্যা এলাকা পরিদর্শন করে ঘাটালের মহকুমাশাসকের কার্যালয়ে মহকুমাশাসক-সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ঘাটালের বন্যা নিয়ে বৈঠক করেন ৷

ঘাটাল, 17 সেপ্টেম্বর: জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার ৷ সেগুলি কার্যকর হলে কাজে ফিরবেন আন্দোলনকারীরা ৷ এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ৷ সোমবার তিনি বলেন, "আন্দোলনটা এবার শেষ হোক ৷ দোষীরা শাস্তি পাক ৷"

ঘাটালে অভিনেতা নেতা দেব (ইটিভি ভারত)

এদিন ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে সেখানে গিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ৷ টানা বৃষ্টিতে ফের জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের অন্যতম ডিভিশন ঘাটাল এলাকা ৷ দুই চন্দ্রকোনাও ডুবতে বসেছে ৷ ডিঙি ও নৌকা নিয়ে যাতায়াত করছে মানুষজন ৷ এদিন তিনি পরিস্থিতি খতিয়ে দেখে বৈঠক করেন ৷

এরপর ঘাটালের সাংসদ দীপক অধিকারী সাংবাদিকদের বলেন, "ঘাটালে এত বন্যা হচ্ছে ৷ এই মুহূর্তে আমার কাছে ঘাটালের মানুষের সুরক্ষা, তাঁদের ভালো থাকাটা গুরুত্বপূর্ণ ৷ ঘাটালের মানুষও অনেক দুঃখে আছে ৷ তারা কীভাবে ভালো থাকবে, সেটা গুরুত্বপূর্ণ ৷ এই যে জল ছাড়া হবে, তাতে কীভাবে সবাইকে ভালো রাখা যায় ৷ কীভাবে তাদের বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকে, তা গুরুত্বপূর্ণ ৷ জলের সমস্যা রয়েছে ৷ এটা নিয়েই আলোচনা হল ৷"

আরজি কর ইস্যু নিয়ে অভিনেতা তথা নেতা দেব বলেন, "আমি সাধুবাদ জানাই ৷ চাই, আন্দোলনটা এবার শেষ হোক ৷ দোষীরা শাস্তি পাক ৷ গরিব-দুঃস্থ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করান, তাঁদের কাছে হাসপাতালটা একটা মন্দির ৷ তাঁরা যেন তাঁদের এই পরিষেবাটা পায় ৷ জুনিয়র ডাক্তারদের ছাড়া তো একটা হাসপাতাল চলতে পারে না, সেটা আমরা সবাই বুঝে গিয়েছি ৷ যাঁরা বুঝতে পারত না, তাঁরাও বুঝছেন, জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা মিলে একটা হাসপাতাল চালায় ৷"

আরজি করের পড়ুয়া-চিকিৎসক খুনের ঘটনা নিয়ে দেব বলেন, "এরপর আর কোনও মেয়ের নাম যেন তিলোত্তমা বা নির্ভয়া না রাখতে হয় ৷ এমন কিছু হওয়া উচিত, যাতে মানুষ ধর্ষণের মানসিকতা থেকে বেরিয়ে আসে ৷ হাত দেওয়া তো দূর, চোখ দিয়ে তাকাতেও ভয় পায় ৷"

কয়েকদিনের টানা বৃষ্টির জেরে ঘাটালের শিলাবতী ও মনসুকার ঝুমি নদী জল বেড়ে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ৷ সেই জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে বিঘের পর বিঘে কৃষি জমি ৷ ফলে নিরুপায় হয়ে নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত ৷ পুজোর মুখে সমস্যায় ঘাটালের বানভাসি এলাকার মানুষজন ৷

এদিন বিকেল নাগাদ ঘাটালের অবস্থা পরিদর্শনে আসেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব ৷ তিনি প্রথমে দাসপুরের হোসেনপুর এলাকায় বন্যা পরিদর্শন করে বানভাসি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ ৷ দাসপুরের বন্যা এলাকা পরিদর্শন করে ঘাটালের মহকুমাশাসকের কার্যালয়ে মহকুমাশাসক-সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ঘাটালের বন্যা নিয়ে বৈঠক করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.