সোনারপুর, 18 জুলাই: সোনারপুরের জামাল সর্দার এখনও অধরা ৷ তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন একের পর এক নির্যাতিত মহিলা ৷ এর মধ্যে আরও একজন মহিলাকে এবং তাঁর স্বামীকে সারারাত ধরে মারধর করার অভিযোগও সামনে এল ৷ নির্যাতিত ওই গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামীকে চেন দিয়ে উলটো করে ঝুলিয়ে সারারাত ধরে মারধর করা হয় । স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরলেও মারধর থামায়নি বলে অভিযোগ ৷
এই ঘটনা শোনার পরই এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ৷ মঙ্গলবার রাতে আরও এক নির্যাতিতা মহিলার সঙ্গে তিনি দেখা করেন ৷ নির্যাতিতা ওই মহিলা জানান, তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিলেন কিন্তু বিচার পাননি ৷ সেই কারণেই তিনি বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলের দ্বারস্থ হয়েছিলেন ৷
এই অভিযোগ শোনার পর তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বলেন, "অভিযুক্ত জামালকে গ্রেফতার করা হবে ৷ আইন আইনের পথে চলবে ৷ জামালের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্য কেন তাঁকে সাহায্য করেননি, তা দলীয়ভাবে খতিয়ে দেখা হবে ৷"
জামালের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগে তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ ৷ অভিযুক্ত জামাল সর্দার এখনও পলাতক ৷ তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় মঙ্গলবার মজিদ খাঁ ও অরবিন্দ সর্দার নামে দু’জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করার কথা ৷
প্রসঙ্গত, সদ্য সামনে এসেছে জামাল সর্দারের প্রাসাদোপম বাড়ির খবর ৷ যেখানে বসত শুধু সালিশি সভা ৷ সেখানেই মহিলাদের শিকল দিয়ে বেঁধে মারধর করা হত ৷ এই বাড়িতে ছিল বিভিন্ন প্রজাতির কচ্ছপ থেকে শুরু করে ঘোড়া ৷ এই সমস্ত প্রাণীগুলিকে পুলিশ উদ্ধার করতে গিয়ে তালাবন্ধ থাকায় বাধ্য হয় ফিরে আসতে ৷