ETV Bharat / state

টোলগেটে দুরপাল্লায় গাড়ি আটকে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে - TMC leader son arrest

TMC leader's son arrest extorting money: জাতীয় সড়কে টোলগেটে দুরপাল্লায় গাড়ি আটকে টাকা তোলার অভিযোগ ৷ গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। রেয়াত করা হবে না বলে কড়া বার্তা তৃণমূল শ্রমিক সংগঠনের ৷

TMC leader's son arrest
গ্রেফতার তৃণমূল নেতার ছেলে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 7:14 PM IST

জলপাইগুড়ি, 23 অগস্ট: জাতীয় সড়কে টোলপ্লাজায় দুরপাল্লায় গাড়ি আটকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। ধৃতের নাম রাহুল আলি। ধৃতের বাড়ি জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ ব্লকের বালুর বাড়ি এলাকায়। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন (INTTUC) রাজগঞ্জ ব্লক সভাপতি সোলেমান মহম্মদের ছেলে রাহুল আলিকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তৃণমূল নেতার ছেলে (ইটিভি ভারত)

রাজগঞ্জ থানার পুলিশ শুক্রবার ধৃতকে জেলা আদালতে তোলে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। পুলিশ সুত্রে খবর, গতকাল গভীর রাতে শিলিগুড়ির দিক থেকে অসমের দিক থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরে শূকর বোঝাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। রাজগঞ্জের পানিকৌড়ি জাতীয় সড়কের টোল গেটে ওই ট্রাক আটকে টাকা চায় টোলপ্লাজার কর্মী রাহুল আলি। অভিযোগ, এরপরেই দাদাগিরি শুরু করে রাহুল।

খবর যায় রাজগঞ্জ থানায় পুলিশের কাছে। ঘটনাস্থল থেকে রাহুল আলিকে গ্রেফতার করে পুলিশ ৷ এদিন ধৃত তৃণমূল নেতার ছেলে রাহুল আলিকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে রাজগঞ্জ থানার পুলিশ ৷ তবে রাহুল কোনও মন্তব্য করতে রাজি হয়নি। এই টোলপ্লাজায় দীর্ঘদিন থেকেই তোলাবাজি অভিযোগ উঠেছিল। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অবশেষ প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে গ্রেফতার হওয়ায় জেলাজুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে রাহুল আলির বাবা সোলেমান মহম্মদ জানান, টোলপ্লাজার ম্যানেজমেন্ট শূকরের গাড়িকে আটকাতে বলেছিল তাই সে আটকেছিল। আমার ছেলে তোলাবাজির সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়। এদিকে INTTUC-এর জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে বলেন, "দল কখনওই তোলাবাজি বরদাস্ত করবে না। আমাদের রাজগঞ্জ ব্লকের সভাপতির ছেলেকে তোলাবাজির অপরাধে পুলিশ গ্রেফতার করেছে। ওই টোল অবৈধভাবে INTTUC-এর ইউনিট চলত বলে অভিযোগ করেন তপন দে। তিনি বলেন, "আমাদের অনুমোদিত কোন ইউনিট আমাদের নেই। আইন আইনের পথেই চলবে। কেউ অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। তবে INTTUC-এর ব্লক সভাপতির ছেলে গ্রেফতার হয়েছে আমাকে কেউ জানায়নি। আমি কোর্টে গিয়ে বিষয়টি জানতে পারি।"

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, রাজগঞ্জ টোলপ্লাজার কর্মী ছিলেন রাহুল আলি। সে টোলপ্লাজার কর্মী হয়ে গাড়ি আটকে ছিল। তাই তাঁকে ধরা হয়েছে। কেন গাড়ি আটকে ছিল, আমরা খতিয়ে দেখছি।

জলপাইগুড়ি, 23 অগস্ট: জাতীয় সড়কে টোলপ্লাজায় দুরপাল্লায় গাড়ি আটকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। ধৃতের নাম রাহুল আলি। ধৃতের বাড়ি জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ ব্লকের বালুর বাড়ি এলাকায়। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন (INTTUC) রাজগঞ্জ ব্লক সভাপতি সোলেমান মহম্মদের ছেলে রাহুল আলিকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তৃণমূল নেতার ছেলে (ইটিভি ভারত)

রাজগঞ্জ থানার পুলিশ শুক্রবার ধৃতকে জেলা আদালতে তোলে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। পুলিশ সুত্রে খবর, গতকাল গভীর রাতে শিলিগুড়ির দিক থেকে অসমের দিক থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরে শূকর বোঝাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। রাজগঞ্জের পানিকৌড়ি জাতীয় সড়কের টোল গেটে ওই ট্রাক আটকে টাকা চায় টোলপ্লাজার কর্মী রাহুল আলি। অভিযোগ, এরপরেই দাদাগিরি শুরু করে রাহুল।

খবর যায় রাজগঞ্জ থানায় পুলিশের কাছে। ঘটনাস্থল থেকে রাহুল আলিকে গ্রেফতার করে পুলিশ ৷ এদিন ধৃত তৃণমূল নেতার ছেলে রাহুল আলিকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে রাজগঞ্জ থানার পুলিশ ৷ তবে রাহুল কোনও মন্তব্য করতে রাজি হয়নি। এই টোলপ্লাজায় দীর্ঘদিন থেকেই তোলাবাজি অভিযোগ উঠেছিল। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অবশেষ প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে গ্রেফতার হওয়ায় জেলাজুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে রাহুল আলির বাবা সোলেমান মহম্মদ জানান, টোলপ্লাজার ম্যানেজমেন্ট শূকরের গাড়িকে আটকাতে বলেছিল তাই সে আটকেছিল। আমার ছেলে তোলাবাজির সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়। এদিকে INTTUC-এর জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে বলেন, "দল কখনওই তোলাবাজি বরদাস্ত করবে না। আমাদের রাজগঞ্জ ব্লকের সভাপতির ছেলেকে তোলাবাজির অপরাধে পুলিশ গ্রেফতার করেছে। ওই টোল অবৈধভাবে INTTUC-এর ইউনিট চলত বলে অভিযোগ করেন তপন দে। তিনি বলেন, "আমাদের অনুমোদিত কোন ইউনিট আমাদের নেই। আইন আইনের পথেই চলবে। কেউ অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। তবে INTTUC-এর ব্লক সভাপতির ছেলে গ্রেফতার হয়েছে আমাকে কেউ জানায়নি। আমি কোর্টে গিয়ে বিষয়টি জানতে পারি।"

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, রাজগঞ্জ টোলপ্লাজার কর্মী ছিলেন রাহুল আলি। সে টোলপ্লাজার কর্মী হয়ে গাড়ি আটকে ছিল। তাই তাঁকে ধরা হয়েছে। কেন গাড়ি আটকে ছিল, আমরা খতিয়ে দেখছি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.