ইসলামপুর, 13 জুলাই: তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে। গুলিবিদ্ধ আরও এক তৃণমূল নেতা। নিহত তৃণমূল নেতার নাম বাপি রায়। তিনি ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য।
জানা গিয়েছে, শনিবার রাতে এলাকার একটি হোটেলে বাপি রায়, মহম্মদ সাজ্জাদ-সহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বৈঠক করছিলেন। সে সময় জনা দশেক দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি চালায়। বাপি আর সাজ্জাদ গুলিবিদ্ধ হন। দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাপিকে মৃত বলে ঘোষণা করেন ৷
ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে বৈঠক করছিলেন তৃণমূল নেতারা । সে সময় আচমকাই গুলি চলে । তাতে বাপি রায়ের প্রাণ যায় । গুরুতর আহত হন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী মহম্মদ সাজ্জাদ ৷ কারা গুলি চালাল, তা অবশ্য স্পষ্ট নয় ৷ রাজনৈতিক কারণে হামলা হয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা, তা এখনও স্পষ্ট হয়নি ৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল থেকে শুরু করে দলের নেতারাও এসে পৌঁছন ৷ জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল বলেন, "আমরা বুঝতে পারছি না কেন তাঁদেরকে গুলি করল ৷ যে হোটেলে তাঁদের মিটিং চলছিল, সেখানে সিসিটিভি রয়েছে ৷ আমি পুলিশকে বলব, তারা যেন ওই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করে ৷ তাহলেই জানা যাবে, কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে ৷ রাজনৈতিক কোনও ব্যাপার আছে কি না, সেটাও দেখবে পুলিশ ৷"