ETV Bharat / state

'টাকা, অভিযোগ মারাত্মক; সিবিআই জানে কি ?' প্রশ্ন কুণালের - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 4:36 PM IST

Updated : Sep 5, 2024, 5:20 PM IST

Kunal Ghosh on RG Kar Rape and Murder: পুলিশ আরজি করের নির্যাতিতার বাবা-মাকে টাকা দিতে চেয়েছিল ৷ এই অভিযোগ তুলেছেন আরজি করে নির্যাতিতার বাবা-মা ৷ এদিকে কুণাল ঘোষের পালটা প্রশ্ন, এই অভিযোগ সিবিআই জানে কি ? তাহলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে সিবিআই ডাকল না কেন ?

RG Kar Protest
আরজি করের সামনে রাত দখল (ইটিভি ভারত)

কলকাতা, 5 সেপ্টেম্বর: পুলিশ যদি টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে, সেই অভিযোগ তদন্তকারী এজেন্সি সিবিআইকে কি জানানো হয়নি ? প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ ৷ বুধবার রাত দখলের রাতে আরজি কর হাসপাতালে নিহত পড়ুয়া-চিকিৎসকের বাবা অভিযোগ করেছেন, ডিসি নর্থ তাঁদের টাকা দিতে চেয়েছিলেন ৷ আর ডিসি সেন্ট্রাল মিডিয়ার সামনে আগাগোড়া মিথ্যা বলে চলেছেন ৷

আরজি করে নির্যাতিতা পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে গতকাল সাংবাদিকদের সামনে এই দাবি করেছেন নিহতের বাবা-মা ৷ এই প্রসঙ্গে বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে প্রশ্ন করলেন, "টাকা ? অভিযোগ মারাত্মক ।"

9 অগস্ট সকাল আনুমানিক 10টার সময় আরজি কর হাসপাতালের চার তলায় সেমিনার হল থেকে পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ তিনি কলেজের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ৷ জানা যায়, তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে ৷

রাত দখলে 4 সেপ্টেম্বর আরজি কর হাসপাতালে নির্যাতিতার বাবা-মা বলেছেন, "আমার মেয়ের দেহ সেখানে শোয়ানো, ডিসি নর্থ আমাদের টাকা দিতে চায় ৷" প্রথম দিকে এই ঘটনার তদন্ত করছিল কলকাতা পুলিশ ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে 16 অগস্ট থেকে সিবিআই এর তদন্ত শুরু করে ৷ সেদিন থেকে 5 সেপ্টেম্বরের আগে পর্যন্ত পুলিশের টাকা দেওয়ার প্রস্তাবের বিষয়টি সামনে আসেনি ৷

গতকালের অভিযোগের পর তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে আরেকটি ভিডিয়ো দেখায় ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা ৷

ভিডিয়োতে নির্যাতিতার বাবা-মাকে প্রশ্ন করা হয়, "বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে, পুলিশ নাকি আপনাদের টাকা দিতে চেয়েছে ?" এর উত্তরে বাবা-মা বলেন, "এই অভিযোগ মিথ্যা ৷ পুলিশ আমাদের টাকা দিতে চেয়েছে, এই মিথ্যা প্রচার ৷ আমরা মেয়ের বিচার চাই ৷" এদিকে নির্যাতিতার বাবা-মা এর ঠিক উলটো বয়ান দিলেন 4 সেপ্টেম্বর ৷

এ নিয়েও প্রশ্ন করে কুণাল ঘোষ লেখেন, "টাকা কিংবা টাকা নয়, দু'রকম ভিডিওই প্রকাশ্যে ৷ কৌতূহল, টাকার অভিযোগটা সিবিআইকে দেওয়া বয়ানে ছিল কি না ৷ না থাকলে, কেন এত বড় অংশটা সিবিআইকে বলা হয়নি ? আর যদি বলা হয়ে থাকে, তাহলে সিবিআই এতদিনে সংশ্লিষ্ট অফিসারকে জিজ্ঞাসা করল না কেন ?"

এদিকে নির্যাতিতার বাবা-মা একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই ভিডিয়োটি তাঁদের দিয়ে জোর করে করানো হয়েছিল ৷ পুলিশ তাঁদের প্রবল চাপের মধ্যে রেখেছিল বলেও অভিযোগ তুলেছেন তাঁরা ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর: পুলিশ যদি টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে, সেই অভিযোগ তদন্তকারী এজেন্সি সিবিআইকে কি জানানো হয়নি ? প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ ৷ বুধবার রাত দখলের রাতে আরজি কর হাসপাতালে নিহত পড়ুয়া-চিকিৎসকের বাবা অভিযোগ করেছেন, ডিসি নর্থ তাঁদের টাকা দিতে চেয়েছিলেন ৷ আর ডিসি সেন্ট্রাল মিডিয়ার সামনে আগাগোড়া মিথ্যা বলে চলেছেন ৷

আরজি করে নির্যাতিতা পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে গতকাল সাংবাদিকদের সামনে এই দাবি করেছেন নিহতের বাবা-মা ৷ এই প্রসঙ্গে বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে প্রশ্ন করলেন, "টাকা ? অভিযোগ মারাত্মক ।"

9 অগস্ট সকাল আনুমানিক 10টার সময় আরজি কর হাসপাতালের চার তলায় সেমিনার হল থেকে পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ তিনি কলেজের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ৷ জানা যায়, তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে ৷

রাত দখলে 4 সেপ্টেম্বর আরজি কর হাসপাতালে নির্যাতিতার বাবা-মা বলেছেন, "আমার মেয়ের দেহ সেখানে শোয়ানো, ডিসি নর্থ আমাদের টাকা দিতে চায় ৷" প্রথম দিকে এই ঘটনার তদন্ত করছিল কলকাতা পুলিশ ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে 16 অগস্ট থেকে সিবিআই এর তদন্ত শুরু করে ৷ সেদিন থেকে 5 সেপ্টেম্বরের আগে পর্যন্ত পুলিশের টাকা দেওয়ার প্রস্তাবের বিষয়টি সামনে আসেনি ৷

গতকালের অভিযোগের পর তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে আরেকটি ভিডিয়ো দেখায় ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা ৷

ভিডিয়োতে নির্যাতিতার বাবা-মাকে প্রশ্ন করা হয়, "বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে, পুলিশ নাকি আপনাদের টাকা দিতে চেয়েছে ?" এর উত্তরে বাবা-মা বলেন, "এই অভিযোগ মিথ্যা ৷ পুলিশ আমাদের টাকা দিতে চেয়েছে, এই মিথ্যা প্রচার ৷ আমরা মেয়ের বিচার চাই ৷" এদিকে নির্যাতিতার বাবা-মা এর ঠিক উলটো বয়ান দিলেন 4 সেপ্টেম্বর ৷

এ নিয়েও প্রশ্ন করে কুণাল ঘোষ লেখেন, "টাকা কিংবা টাকা নয়, দু'রকম ভিডিওই প্রকাশ্যে ৷ কৌতূহল, টাকার অভিযোগটা সিবিআইকে দেওয়া বয়ানে ছিল কি না ৷ না থাকলে, কেন এত বড় অংশটা সিবিআইকে বলা হয়নি ? আর যদি বলা হয়ে থাকে, তাহলে সিবিআই এতদিনে সংশ্লিষ্ট অফিসারকে জিজ্ঞাসা করল না কেন ?"

এদিকে নির্যাতিতার বাবা-মা একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই ভিডিয়োটি তাঁদের দিয়ে জোর করে করানো হয়েছিল ৷ পুলিশ তাঁদের প্রবল চাপের মধ্যে রেখেছিল বলেও অভিযোগ তুলেছেন তাঁরা ৷

Last Updated : Sep 5, 2024, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.