ETV Bharat / state

ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রেজিনগর, জখম তিন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC Conflict: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমা ফাটল মুড়ি-মুড়কির মতো ৷ ঘটনায় এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ৷ আতঙ্কিত এলাকাবাসীরা ৷

Etv Bharat
তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত রেজিনগর
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 10:49 PM IST

রেজিনগর, 10 এপ্রিল: নির্বাচনের আগে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্রের চেহারা নিল রেজিনগর। মুড়ি-মুড়কির মতো চলল বোমাবাজি। বিধায়ক ও প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি গোষ্ঠীর সংঘর্ষে জখম হলেন তিনজন । জখম তিনজনের মধ্যে একজন আবার তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। আহত তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ৷

এদিন দুপুরে বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে দেওয়াল লিখনকে কেন্দ্র করে রেজিনগরের আন্দুলবেড়িয়ায় দলীয় গোষ্ঠীসংঘর্ষ শুরু হয়। রেজিনগরে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে দলের ব্লক সভাপতি মাঞ্জু শেখের সঙ্গে মুর্শিদাবাদ তৃণমূলের চেয়ারম্যান রবিউল ইসলামের সমর্থকদের সমস্যা চলছিলই। লোকসভা নির্বাচনের আগে দুই প্রভাবশালী তৃণমূল নেতার দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পরিস্থিতি ৷

রবিউল গোষ্ঠীর অনুগামীদের দাবি, ইউসুফ পাঠানের সমর্থনে তাঁদের দেওয়াল লিখতে বাধা দেওয়া হয়েছে। এই নিয়েই তাঁদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে আতাউর গোষ্ঠীর নির্বাচিত পঞ্চায়েত সদস্য শামিম শেখের অভিযোগ, যারা তাঁর উপর হামলা চালিয়েছে তাঁরা কংগ্রেস সমর্থক। এলাকায় শান্তি ফেরানোর দাবি জানিয়েছিলাম পুলিশের কাছে। আমার ভাইকে মারছে দেখে আমি বাধা দিতে গেলে হামলা চালানো হয়।

বিধায়ক রবিউল আলম চৌধুরী ও ব্লক সভাপতি আতাউর রহমানের মধ্যে কোন্দল নতুন নয় ৷ জানা যায়, আতাউর রহমানকে সরিয়ে ব্লক সভাপতি করা হয়েছে মঞ্জুর শেখকে। নব নির্বাচিত ব্লক সভাপতি আতাউর রহমানের সুরেই সুর মিলিয়ে বিধায়কের বিরুদ্ধে গিয়েছেন সমর্থকরা। দিন কয়েক আগে বিকলনগরে দলীয় কার্যালয়ের দখল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল দুই গোষ্ঠীর মধ্যে। পরে পুলিশ এসে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে চলে যায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷

আরও পড়ুন

1. চেম্বার দখল করে বিজেপির কার্যালয়, থানায় অভিযোগ চিকিৎসকের

2. ভোটের বাজারে সেলফি কনটেস্ট ! অভিনব ভোট প্রচারে সিপিএম

3. 'এই সরকারের আমলে এত পটকা ফাটছে কেন ?', তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের

রেজিনগর, 10 এপ্রিল: নির্বাচনের আগে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্রের চেহারা নিল রেজিনগর। মুড়ি-মুড়কির মতো চলল বোমাবাজি। বিধায়ক ও প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি গোষ্ঠীর সংঘর্ষে জখম হলেন তিনজন । জখম তিনজনের মধ্যে একজন আবার তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। আহত তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ৷

এদিন দুপুরে বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে দেওয়াল লিখনকে কেন্দ্র করে রেজিনগরের আন্দুলবেড়িয়ায় দলীয় গোষ্ঠীসংঘর্ষ শুরু হয়। রেজিনগরে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে দলের ব্লক সভাপতি মাঞ্জু শেখের সঙ্গে মুর্শিদাবাদ তৃণমূলের চেয়ারম্যান রবিউল ইসলামের সমর্থকদের সমস্যা চলছিলই। লোকসভা নির্বাচনের আগে দুই প্রভাবশালী তৃণমূল নেতার দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পরিস্থিতি ৷

রবিউল গোষ্ঠীর অনুগামীদের দাবি, ইউসুফ পাঠানের সমর্থনে তাঁদের দেওয়াল লিখতে বাধা দেওয়া হয়েছে। এই নিয়েই তাঁদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে আতাউর গোষ্ঠীর নির্বাচিত পঞ্চায়েত সদস্য শামিম শেখের অভিযোগ, যারা তাঁর উপর হামলা চালিয়েছে তাঁরা কংগ্রেস সমর্থক। এলাকায় শান্তি ফেরানোর দাবি জানিয়েছিলাম পুলিশের কাছে। আমার ভাইকে মারছে দেখে আমি বাধা দিতে গেলে হামলা চালানো হয়।

বিধায়ক রবিউল আলম চৌধুরী ও ব্লক সভাপতি আতাউর রহমানের মধ্যে কোন্দল নতুন নয় ৷ জানা যায়, আতাউর রহমানকে সরিয়ে ব্লক সভাপতি করা হয়েছে মঞ্জুর শেখকে। নব নির্বাচিত ব্লক সভাপতি আতাউর রহমানের সুরেই সুর মিলিয়ে বিধায়কের বিরুদ্ধে গিয়েছেন সমর্থকরা। দিন কয়েক আগে বিকলনগরে দলীয় কার্যালয়ের দখল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল দুই গোষ্ঠীর মধ্যে। পরে পুলিশ এসে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে চলে যায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷

আরও পড়ুন

1. চেম্বার দখল করে বিজেপির কার্যালয়, থানায় অভিযোগ চিকিৎসকের

2. ভোটের বাজারে সেলফি কনটেস্ট ! অভিনব ভোট প্রচারে সিপিএম

3. 'এই সরকারের আমলে এত পটকা ফাটছে কেন ?', তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.