ETV Bharat / state

পাঠানি ছক্কায় 25 বছরের অধীর গড়ে ঘাসফুল - Lok Sabha Election Results 2024

Lok Sabha Election Results 2024: অধীর রঞ্জন চৌধুরীর 25 বছরের দুর্গ ভেঙে দিলেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান ৷ প্রথমবার এই কেন্দ্রে ঘাসফুল ফুটেছে ৷ এদিনের জয়ের পর, ইউসুফ পাঠানকে অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
অধীর চৌধুরীকে হারিয়ে বহরমপুরে ঘাসফুল ফোটালেন ইউসুফ পাঠান ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 9:21 PM IST

বহরমপুর, 4 জুন: 25 বছরের দুর্গ ধসে পড়ল 'পাঠানি' ইনিংসে ৷ 1999 সাল থেকে জিতে আসা বহরমপুর লোকসভা আসনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে হারালেন 85 হাজারের বেশি ভোটে ৷ অধীরের ঘূর্ণি পিচে লড়াইটা কঠিন জেনেই মাঠে নেমেছিলেন ইউসুফ পাঠান ৷ সমানে-সমানে টক্কর দিয়ে দিদি'র হাত শক্ত করলেন বিশ্বকাপজয়ী এই ভারতীয় ক্রিকেটার ৷ 2007 টি-20 বিশ্বকাপেই ভারতীয় দলের অভিষেকেই বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিলেন ইউসুফ ৷ আর রাজনীতির ময়দানেও প্রথমবার নেমে টি-20র মেজাজে ব্যাটিং করে দলকে জেতালেন ভদোদরার এই ক্রিকেটার ৷

অধীর চৌধুরীকে হারিয়ে বহরমপুরে ঘাসফুল ফোটালেন ইউসুফ পাঠান ৷ (ইটিভি ভারত)

গণনা শেষ হওয়ার আগেই তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বিজয় উৎসবে সামিল হন পাঠান ৷ ইউসুফের প্রাপ্ত ভোটের সংখ্যা 5 লক্ষ 24 হাজার 516 ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী অধীর চৌধুরী 4 লক্ষ 39 হাজার 494 ভোট ৷ বহরমপুরের 'রবিনহুড' পাঠানের কাছে হার মানে 85 হাজার 22 ভোটে ৷ তবে শেষ দু’রাউন্ডের গণনার হওয়ার আগেই এদিন বহরমপুরে তৃণমূলের বিজয়োৎসব শুরু হয়ে যায় ৷ পাঠানকেও দেখা যায় সেই উৎসবে সামিল হতে ৷ তবে, ভদোদরা থেকে বহরমপুরে এসে তৃণমূলের জয়ী প্রার্থী ইউসুফ জানান, বহরমপুর তাঁর আরও একটি ঘর হতে চলেছে ৷

ইউসুফ বলেন, "বহরমপুরের মানুষকে যে কথা দিয়েছিলাম, এবার তা পূরণ করার পালা ৷ বহরমপুরের তরুণ প্রজন্মের জন্য ভালো স্পোর্টস অ্যাকাডেমি তৈরি করব ৷ সেই সঙ্গে শিল্প নিয়ে যে কথা দিয়েছিলাম, এবার তা পূরণ করার পালা ৷" এই জয়ের পিছনে বহরমপুরের তৃণমূলের প্রত্যেক নেতা-কর্মী ও সমর্থকদের কৃতিত্ব দিয়েছেন তিনি ৷

তবে, যে বহরমপুর অধীর চৌধুরীর গড় বলে পরিচিত ছিল ৷ সেখানে 25 বছর পর ঘাসফুল ফুটেছে ইউসুফ পাঠানের হাত ধরে ৷ এমনকি 2019 সালে মোদি-ঝড়ে যখন কংগ্রেস প্রায় ধুয়ে সাফ হয়ে গিয়েছিল, তখনও পশ্চিমবঙ্গে একাকুম্ভ হয়ে গড় রক্ষা করেছিলেন ৷ তাও বিপুল ব্যবধানে জিতে ৷ সেখান 'পরিযায়ী' ইউসুফের কাছে পরাজয় অবশ্যই অধীরের জনপ্রিয়তা এবং তাঁর অতীতে করা কাজের উপর প্রশ্ন তুলে দিল ৷ তবে, পূর্বসূরিকে নিয়ে যথেষ্ঠ নমনীয় ইউসুফ ৷ তিনি বলেন, "অধীরজি অনেক সিনিয়র একজন নেতা ৷ উনি এতদিন বহরমপুরের জন্য কাজ করেছেন ৷ আমি ওনাকে আগেও সম্মান করতাম এবং ভবিষ্যতেও করব ৷" তবে এই হার অধীরের রাজনৈতিক কেরিয়ারের মোড় কোন দিকে ঘোরায় এখন সেটাই দেখার ৷

বহরমপুর, 4 জুন: 25 বছরের দুর্গ ধসে পড়ল 'পাঠানি' ইনিংসে ৷ 1999 সাল থেকে জিতে আসা বহরমপুর লোকসভা আসনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে হারালেন 85 হাজারের বেশি ভোটে ৷ অধীরের ঘূর্ণি পিচে লড়াইটা কঠিন জেনেই মাঠে নেমেছিলেন ইউসুফ পাঠান ৷ সমানে-সমানে টক্কর দিয়ে দিদি'র হাত শক্ত করলেন বিশ্বকাপজয়ী এই ভারতীয় ক্রিকেটার ৷ 2007 টি-20 বিশ্বকাপেই ভারতীয় দলের অভিষেকেই বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিলেন ইউসুফ ৷ আর রাজনীতির ময়দানেও প্রথমবার নেমে টি-20র মেজাজে ব্যাটিং করে দলকে জেতালেন ভদোদরার এই ক্রিকেটার ৷

অধীর চৌধুরীকে হারিয়ে বহরমপুরে ঘাসফুল ফোটালেন ইউসুফ পাঠান ৷ (ইটিভি ভারত)

গণনা শেষ হওয়ার আগেই তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বিজয় উৎসবে সামিল হন পাঠান ৷ ইউসুফের প্রাপ্ত ভোটের সংখ্যা 5 লক্ষ 24 হাজার 516 ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী অধীর চৌধুরী 4 লক্ষ 39 হাজার 494 ভোট ৷ বহরমপুরের 'রবিনহুড' পাঠানের কাছে হার মানে 85 হাজার 22 ভোটে ৷ তবে শেষ দু’রাউন্ডের গণনার হওয়ার আগেই এদিন বহরমপুরে তৃণমূলের বিজয়োৎসব শুরু হয়ে যায় ৷ পাঠানকেও দেখা যায় সেই উৎসবে সামিল হতে ৷ তবে, ভদোদরা থেকে বহরমপুরে এসে তৃণমূলের জয়ী প্রার্থী ইউসুফ জানান, বহরমপুর তাঁর আরও একটি ঘর হতে চলেছে ৷

ইউসুফ বলেন, "বহরমপুরের মানুষকে যে কথা দিয়েছিলাম, এবার তা পূরণ করার পালা ৷ বহরমপুরের তরুণ প্রজন্মের জন্য ভালো স্পোর্টস অ্যাকাডেমি তৈরি করব ৷ সেই সঙ্গে শিল্প নিয়ে যে কথা দিয়েছিলাম, এবার তা পূরণ করার পালা ৷" এই জয়ের পিছনে বহরমপুরের তৃণমূলের প্রত্যেক নেতা-কর্মী ও সমর্থকদের কৃতিত্ব দিয়েছেন তিনি ৷

তবে, যে বহরমপুর অধীর চৌধুরীর গড় বলে পরিচিত ছিল ৷ সেখানে 25 বছর পর ঘাসফুল ফুটেছে ইউসুফ পাঠানের হাত ধরে ৷ এমনকি 2019 সালে মোদি-ঝড়ে যখন কংগ্রেস প্রায় ধুয়ে সাফ হয়ে গিয়েছিল, তখনও পশ্চিমবঙ্গে একাকুম্ভ হয়ে গড় রক্ষা করেছিলেন ৷ তাও বিপুল ব্যবধানে জিতে ৷ সেখান 'পরিযায়ী' ইউসুফের কাছে পরাজয় অবশ্যই অধীরের জনপ্রিয়তা এবং তাঁর অতীতে করা কাজের উপর প্রশ্ন তুলে দিল ৷ তবে, পূর্বসূরিকে নিয়ে যথেষ্ঠ নমনীয় ইউসুফ ৷ তিনি বলেন, "অধীরজি অনেক সিনিয়র একজন নেতা ৷ উনি এতদিন বহরমপুরের জন্য কাজ করেছেন ৷ আমি ওনাকে আগেও সম্মান করতাম এবং ভবিষ্যতেও করব ৷" তবে এই হার অধীরের রাজনৈতিক কেরিয়ারের মোড় কোন দিকে ঘোরায় এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.