ETV Bharat / state

গণনা কেন্দ্রে সৌজন্য বিনিময় মহুয়া-অমৃতার, একসঙ্গে দাঁড়িয়ে তুললেন ছবিও - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election 2024: ভোট গণনা কেন্দ্রে সৌজন্য বিনিময় করলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপির অমৃতা রায় ৷ ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে ছবির জন্য পোজও দিলেন দু'জনে ৷

Lok Sabha Election Results 2024
একসঙ্গে ছবি তুললেন মহুয়া মৈত্র ও অমৃতা রায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 12:08 PM IST

কৃষ্ণনগর, 4 জুন: দেশ এবং রাজ্যের সঙ্গে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও চলছে ভোট গণনা ৷ এরই মাঝে ধরা পড়ল একটি সৌহার্দ্যের ছবি ৷ ভোটের ময়দানে একে ওপরকে বিঁধলেও ফলপ্রকাশের দিন সৌজন্য বিনিময় করতে দেখা গেল দুই প্রার্থী তৃণমূলের মহুয়া মৈত্র ও বিজেপির অমৃতা রায়কে ৷ মঙ্গলবার দুই শিবিরের প্রার্থী কৃষ্ণনগর বিপিসি কলেজে গণনা কেন্দ্র পরিদর্শনে আসেন ৷ তখনই দুজনকে একে ওপরের সঙ্গে বাক্য বিনিময় করতে দেখা যায় ৷ পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন মহুয়া মৈত্র ও অমৃতা রায় ৷

গণনা কেন্দ্রে সৌজন্য বিনিময় মহুয়া ও অমৃতার (ইটিভি ভারত)

মহুয়ার বিরুদ্ধে এবার বিজেপির বাজি কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায় ৷ তিনি প্রথমবার ভোটের ময়দানে লড়াই করলেন ৷ তাঁর সমর্থনে জনসভা করে গিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভোট ঘোষণার আগেও তিনি কৃষ্ণনগরে একটি জনসভা করেন ৷ অমৃতা রায়ের নাম ঘোষণার পর প্রধানমন্ত্রী তাঁকে ফোনও করেন ৷ অমিত শাহও এসেছিলেন তাঁর প্রচারে ৷ তাই জয় নিয়ে নিশ্চিত অমৃতা রায় ৷ বিজেপি প্রার্থী গণনা কেন্দ্রের বাইরে এদিন তিনি বলেন, "আমি জেতার বিষয়ে আশাবাদী ৷ বিজেপি কর্মীদের পাশে রয়েছি ৷ প্রথমবার গণনায় অংশ নিলাম ৷ ভালো অভিজ্ঞতা ৷ তবে প্রথমে একটু দ্বিধায় ছিলাম ৷ কী করব না করব ৷"

কৃষ্ণনগর লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে ৷ যিনি 2019 সালে এই কেন্দ্র থেকে প্রথমবার জিতেছিলেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে মহুয়া মৈত্র 63 হাজার 218 ভোটে জয়লাভ করেছিলেন ৷ তিনি পেয়েছিলেন 6 লক্ষ 14 হাজার 882 ভোট ৷ তাঁর নিকটতম প্রার্থী বিজেপির কল্যাণ চৌবে পেয়েছিলেন 5 লক্ষ 51 হাজার 654 ভোট ৷ সিপিএম প্রার্থী শান্তনু ঝা'র প্রাপ্য ভোট ছিল এক লক্ষ 20 হাজার 222 । কংগ্রেস প্রার্থী ইন্তাজ আলি শাহ পেয়েছিলেন 38 হাজার 305।

ভোটে জেতার পরবর্তী সময়ে মহুয়া মৈত্রকে বারবার সংসদের ভিতরে ও বাইরে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তিনি বহুবার সরাসরি আক্রমণ করেছেন ৷ যদিও তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ লোকসভার এথিক্স কমিটির সুপারিশে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয় কয়েকমাস আগে ৷ এখনও সিবিআই তদন্ত চলছে ওই ঘটনা নিয়ে ৷ তবে তা সত্ত্বেও তিনি এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তৃণমূলের টিকিটে সেই কৃষ্ণনগর থেকেই প্রার্থী হন ৷ জয়ের বিষয়ে তিনিও 100 শতাংশ আশাবাদী ৷ তবে একসঙ্গে হেসে ছবি তুললেও ভোটবাক্সে শেষ হাসি কে হাসে মহুয়া মৈত্র না অমৃতা রায়, তা বলবে সময় ৷

কৃষ্ণনগর, 4 জুন: দেশ এবং রাজ্যের সঙ্গে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও চলছে ভোট গণনা ৷ এরই মাঝে ধরা পড়ল একটি সৌহার্দ্যের ছবি ৷ ভোটের ময়দানে একে ওপরকে বিঁধলেও ফলপ্রকাশের দিন সৌজন্য বিনিময় করতে দেখা গেল দুই প্রার্থী তৃণমূলের মহুয়া মৈত্র ও বিজেপির অমৃতা রায়কে ৷ মঙ্গলবার দুই শিবিরের প্রার্থী কৃষ্ণনগর বিপিসি কলেজে গণনা কেন্দ্র পরিদর্শনে আসেন ৷ তখনই দুজনকে একে ওপরের সঙ্গে বাক্য বিনিময় করতে দেখা যায় ৷ পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন মহুয়া মৈত্র ও অমৃতা রায় ৷

গণনা কেন্দ্রে সৌজন্য বিনিময় মহুয়া ও অমৃতার (ইটিভি ভারত)

মহুয়ার বিরুদ্ধে এবার বিজেপির বাজি কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায় ৷ তিনি প্রথমবার ভোটের ময়দানে লড়াই করলেন ৷ তাঁর সমর্থনে জনসভা করে গিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভোট ঘোষণার আগেও তিনি কৃষ্ণনগরে একটি জনসভা করেন ৷ অমৃতা রায়ের নাম ঘোষণার পর প্রধানমন্ত্রী তাঁকে ফোনও করেন ৷ অমিত শাহও এসেছিলেন তাঁর প্রচারে ৷ তাই জয় নিয়ে নিশ্চিত অমৃতা রায় ৷ বিজেপি প্রার্থী গণনা কেন্দ্রের বাইরে এদিন তিনি বলেন, "আমি জেতার বিষয়ে আশাবাদী ৷ বিজেপি কর্মীদের পাশে রয়েছি ৷ প্রথমবার গণনায় অংশ নিলাম ৷ ভালো অভিজ্ঞতা ৷ তবে প্রথমে একটু দ্বিধায় ছিলাম ৷ কী করব না করব ৷"

কৃষ্ণনগর লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে ৷ যিনি 2019 সালে এই কেন্দ্র থেকে প্রথমবার জিতেছিলেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে মহুয়া মৈত্র 63 হাজার 218 ভোটে জয়লাভ করেছিলেন ৷ তিনি পেয়েছিলেন 6 লক্ষ 14 হাজার 882 ভোট ৷ তাঁর নিকটতম প্রার্থী বিজেপির কল্যাণ চৌবে পেয়েছিলেন 5 লক্ষ 51 হাজার 654 ভোট ৷ সিপিএম প্রার্থী শান্তনু ঝা'র প্রাপ্য ভোট ছিল এক লক্ষ 20 হাজার 222 । কংগ্রেস প্রার্থী ইন্তাজ আলি শাহ পেয়েছিলেন 38 হাজার 305।

ভোটে জেতার পরবর্তী সময়ে মহুয়া মৈত্রকে বারবার সংসদের ভিতরে ও বাইরে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তিনি বহুবার সরাসরি আক্রমণ করেছেন ৷ যদিও তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ লোকসভার এথিক্স কমিটির সুপারিশে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয় কয়েকমাস আগে ৷ এখনও সিবিআই তদন্ত চলছে ওই ঘটনা নিয়ে ৷ তবে তা সত্ত্বেও তিনি এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তৃণমূলের টিকিটে সেই কৃষ্ণনগর থেকেই প্রার্থী হন ৷ জয়ের বিষয়ে তিনিও 100 শতাংশ আশাবাদী ৷ তবে একসঙ্গে হেসে ছবি তুললেও ভোটবাক্সে শেষ হাসি কে হাসে মহুয়া মৈত্র না অমৃতা রায়, তা বলবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.