ঘাটাল, 17 এপ্রিল: দেবের মুখে এবার রাম নাম! তৃণমূল শিবিরে থেকে দেবের মুখে জয় শ্রী রাম শুনে থ অনুরাগীরাও ৷ আসলে রামনবমীতে রামচন্দ্রের পুজো করলেন তৃণমূল সাংসদ দেব। সকল ধর্ম নিয়ে একসঙ্গে চলার বার্তা দেবের ৷ যদিও ধর্ম নিয়ে রাজনীতি করা হিরণের প্রশ্ন প্রসঙ্গে দেবের মুখে মুচকি হাসি আর জয় শ্রীরাম।
আজকে শ্রীরাম নবমী। দিকে দিকে বিজেপির পাশাপাশি তৃণমূলের নেতা-নেত্রীরাও এদিন বেড়িয়েছেন গেরুয়া রঙের পোশাকে ৷ ঘাটালে কুশপাতা রামমন্দিরে দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব পুজো দেন এবং কলেজ মোড় পর্যন্ত মিছিল করেন। প্রথমে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তিতে পুজো দেন ৷ তারপর পুরোহিত মহাশয়ের সঙ্গে সেলফি তোলেন অভিনেতা তথা বিদায়ী সাংসদ দেব। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
তৃণমূল প্রার্থী দেব বলেন, "শ্রী রামচন্দ্রর পুজো দিতে এসেছি আমরা। মূলত বাঙালিদের বারো মাসের তেরো পার্বণের এক অন্যতম উৎসব হল এই উৎসব। যে কোনও ধর্ম শান্তির বার্তা শেখায়, যে কোন ধর্ম একসঙ্গে চলার পথ শেখায়। মানুষকে বাঁচিয়ে রাখা শেখায়। আমার এই ধর্মের উপর বিশ্বাস আছে এবং আমি মানি।" এরপর হিরণের ধর্ম নিয়ে রাজনীতি করা প্রশ্ন প্রসঙ্গে দেবকে জিজ্ঞেস করা হলে তিনি খানিকক্ষণ হেসে ফেলেন। শেষে হিরণের উদ্দেশ্যে 'জয় শ্রীরাম' বলে বেরিয়ে যান।
প্রসঙ্গক্রমে বলা যায় শ্রীরাম নবমী উপলক্ষে এদিন ঘাটাল লোকসভার বিভিন্ন প্রান্তে একদিকে যেমন দেব পুজো সেরেছেন ঠিক অপরদিকে বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও একাধিক পুজো সেরেছেন। করেছেন মিছিলও ৷ উল্লেখ্য, 25 মে ঘাটালে লোকসভা নির্বাচন ৷ সেখানে দেব বনাম হিরণ ভোটের লড়াইয়ে নেমেছেন ৷ কে জিতবে, জানা যাবে 4 জুন ৷
আরও পড়ুন
1. মমতা ও সিপিএমের আদরে লালিত হচ্ছে টুকরে টুকরে গ্যাং, রামনবমীর মিছিল থেকে কটাক্ষ শুভেন্দুর
2. দেশের পর এবার এরাজ্যেও হিংসা বন্ধ করবে বিজেপি, রামনবমীর অনুষ্ঠানে বললেন দিলীপ
3. তিন কেন্দ্র ফিরে পেতে মরিয়া তৃণমূল সুপ্রিমো! উত্তরে মমতা-ম্যাজিকে ফুটবে ঘাসফুল ?