মালদা, 7 মে: সাধারণ মানুষকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ মঙ্গলবার তৃতীয় দফায় ঘটনাটি ঘটেছে মালদা উত্তর কেন্দ্রে রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমনি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় ৷ অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা শেখ ইয়াসিনের অনুগামীদের বিরুদ্ধে ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ইয়াসিন ৷ তবে অভিযোগ মিলতেই গ্রামে চলে পৌঁছে যায় কেন্দ্রীয়বাহিনী ৷ এই মুহূর্তে সেখানে সুস্থভাবেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে ৷
হলদিবাড়ি প্রাথমিক স্কুলের 201 নম্বর বুথের ভোটার জাহানারা বিবির কথায়, "চারদিকে ভোট চলছে ৷ কোথাও কোনও ঝামেলা হচ্ছে না ৷ কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই ভোট করছে ৷ কিন্তু হলদিবাড়িতে যেন ভোট না, যুদ্ধ হচ্ছে ৷ পঞ্চায়েত ভোটের সেই কথা আজ বাগানে গরু বাঁধার সময় আমি বলেছিলাম ৷ আমার সঙ্গে অনেক কিছু হয়ে গিয়েছিল ৷ আজ ভোট দিতে গিয়েছিলাম ৷ কিন্তু ভোট দিতে পারিনি ৷ তৃণমূলের লোকজন আমাকে বুথে যেতে দেয়নি ৷ যত যুদ্ধ, ওরাই লাগাচ্ছে ৷"
উল্লেখ্য, যে কোনও নির্বাচনে চাঁদমনি এলাকায় উত্তেজনা হয়ে থাকে ৷ বোমাবাজি কিংবা গুলির শব্দে প্রতি ভোটেই কেঁপে ওঠে এলাকা ৷ গত পঞ্চায়েত নির্বাচনেও এই গ্রাম রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ৷ ব্যালট বাক্স লুটের অভিযোগও উঠেছিল ৷ তাই এবারের নির্বাচনে এই বুথটিকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে কমিশন ৷ বুথে নিরাপত্তা ব্যবস্থাও জোরালো করা হয়েছে ৷ কিন্তু তৃণমূলের লোকজন রাস্তাতেই মানুষকে ভোটদানে বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ ৷ তাঁদের অভিযোগ, এসব ঘটনা ঘটাচ্ছে এলাকার তৃণমূল নেতা শেখ ইয়াসিনের অনুগামীরা ৷
যদিও ইয়াসিনের দাবি, "আজ সকাল থেকে শান্তিতেই ভোট হচ্ছে ৷ কোথাও কোনও গোলমাল হয়নি ৷ ইচ্ছাকৃতভাবে এসব ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে ৷ এই নিয়ে বক্তব্য দেওয়ার কিছু নেই ৷"
আরও পড়ুন :