ETV Bharat / state

দুর্গাপুরে ব্যবসায়ীর কোটি টাকা ছিনতাই, গ্রেফতার এএসআই-সহ তিন পুলিশকর্মী ! - Police Accused of Snatching Money

Three Police Personnel Arrested in Durgapur: জাতীয় সড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে 1 কোটি টাকা চুরি ৷ তদন্তে নেমে তিন পুলিশকর্মীকে গ্রেফতার করল পুলিশ ৷

Three Police Personnel Arrested
মূল চক্রী এক এএসআই-সহ তিন পুলিশকর্মী ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 7:57 AM IST

দুর্গাপুর, 6 সেপ্টেম্বর: রক্ষকই ভক্ষক ! আরজি করে তিলোত্তমার ধর্ষণ ও খুনে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের মানুষ । সেই ঘটনার পর এবার দুর্গাপুরে আরেক চাঞ্চল্যকর ঘটনায় কাঠগড়ায় পুলিশ । গভীর রাতে দিল্লির এক ব্যবসায়ীর গাড়ি থামিয়ে 1 কোটি 1 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে । এই ঘটনায় মোট তিন জন পুলিশকর্মী-সহ গ্রেফতার হয়েছে মোট 6 জন । ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ৷

গ্রেফতার এএসআই-সহ তিন পুলিশকর্মী (ইটিভি ভারত)

কী হয়েছে ?

জানা গিয়েছে, এই তিন জনের মধ্যে একজন সাসপেন্ডেড পুলিশকর্মী । ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে সাদা পোশাকে গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার উপর ডাকাতি করে তারা । তদন্তে নেমে এক এএসআই, সিআইডির বম্ব স্কোয়াডের কনস্টেবল-সহ পুলিশের চাকরি থেকে বরখাস্ত এক পুলিশকর্মী-সহ মোট 6 জন গ্রেফতার হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা পেশায় রেলের ঠিকাদার (লিজ হোল্ডার) মুকেশ চাওলা ৷ তাঁর সঙ্গে ব্যবসা করবে বলে আলাপ জমায় দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডি-র বম্ব স্কোয়াডের কনস্টেবল চন্দন চৌধুরী ও পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার । আসানসোলের এক ব্যবসায়ীর মাধ্যমে যোগাযোগ হয় ৷

বৃহস্পতিবার সকালে তিনি রেলের কলকাতা অফিসে ব্যবসার জন্যে টাকা জমা করতে 1 কোটি 1 লক্ষ টাকা নগদ নিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন । পুলিশের অনুমান, তাঁরই অফিসের কোনও কর্মীর মাধ্যমে এই খবর চলে যায় নতুন অংশীদারদের কাছে । দুর্গাপুর থানার ডিভিসি মোড়ের পিয়ালা কালীমন্দিরের কাছে প্রস্তুত ছিলেন এএসআই-সহ তিন পুলিশ কর্মী । গাড়ি আসতেই ওই তিন 'গুণধর' পুলিশ সহ- 6 জন নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে গাড়ি আটকায় ৷ মুকেশকে চমকাতেই ভয়ে তিনি টাকা দিয়ে দেন । টাকা নিয়ে এলাকা ছাড়েন 6 জন ।

বৃহস্পতিবারই বিকেলে ওই ব্যবসায়ী দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন । আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, ‘‘এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে । আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের খোঁজে তল্লাশি চলছে ।’’

আরও পড়ুন:

দুর্গাপুর, 6 সেপ্টেম্বর: রক্ষকই ভক্ষক ! আরজি করে তিলোত্তমার ধর্ষণ ও খুনে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের মানুষ । সেই ঘটনার পর এবার দুর্গাপুরে আরেক চাঞ্চল্যকর ঘটনায় কাঠগড়ায় পুলিশ । গভীর রাতে দিল্লির এক ব্যবসায়ীর গাড়ি থামিয়ে 1 কোটি 1 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে । এই ঘটনায় মোট তিন জন পুলিশকর্মী-সহ গ্রেফতার হয়েছে মোট 6 জন । ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ৷

গ্রেফতার এএসআই-সহ তিন পুলিশকর্মী (ইটিভি ভারত)

কী হয়েছে ?

জানা গিয়েছে, এই তিন জনের মধ্যে একজন সাসপেন্ডেড পুলিশকর্মী । ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে সাদা পোশাকে গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার উপর ডাকাতি করে তারা । তদন্তে নেমে এক এএসআই, সিআইডির বম্ব স্কোয়াডের কনস্টেবল-সহ পুলিশের চাকরি থেকে বরখাস্ত এক পুলিশকর্মী-সহ মোট 6 জন গ্রেফতার হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা পেশায় রেলের ঠিকাদার (লিজ হোল্ডার) মুকেশ চাওলা ৷ তাঁর সঙ্গে ব্যবসা করবে বলে আলাপ জমায় দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডি-র বম্ব স্কোয়াডের কনস্টেবল চন্দন চৌধুরী ও পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার । আসানসোলের এক ব্যবসায়ীর মাধ্যমে যোগাযোগ হয় ৷

বৃহস্পতিবার সকালে তিনি রেলের কলকাতা অফিসে ব্যবসার জন্যে টাকা জমা করতে 1 কোটি 1 লক্ষ টাকা নগদ নিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন । পুলিশের অনুমান, তাঁরই অফিসের কোনও কর্মীর মাধ্যমে এই খবর চলে যায় নতুন অংশীদারদের কাছে । দুর্গাপুর থানার ডিভিসি মোড়ের পিয়ালা কালীমন্দিরের কাছে প্রস্তুত ছিলেন এএসআই-সহ তিন পুলিশ কর্মী । গাড়ি আসতেই ওই তিন 'গুণধর' পুলিশ সহ- 6 জন নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে গাড়ি আটকায় ৷ মুকেশকে চমকাতেই ভয়ে তিনি টাকা দিয়ে দেন । টাকা নিয়ে এলাকা ছাড়েন 6 জন ।

বৃহস্পতিবারই বিকেলে ওই ব্যবসায়ী দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন । আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, ‘‘এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে । আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের খোঁজে তল্লাশি চলছে ।’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.