ETV Bharat / state

পুজোর মরশুমে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, মালদা থেকে তিনটি স্পেশাল ট্রেন পূর্ব রেলের - Durga Puja Special Trains - DURGA PUJA SPECIAL TRAINS

Festival Special Trains: ভ্রমণ পিপাসুদের কথা ভেবে উৎসবের মরশুমে মালদা থেকে তিনটি স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের ৷ কবে কখন চলবে ট্রেন ৷ ডেস্টিনেশন স্টেশন কী ৷ এখনই সব তথ্য জেনে নিন উত্তরবঙ্গের মানুষজন ৷

Festival Special Trains
মালদা থেকে তিনটি পুজো স্পেশাল ট্রেন পূর্ব রেলের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 5:56 PM IST

মালদা, 14 সেপ্টেম্বর: পুজোর মরশুমে তিনটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল ৷ মালদা টাউন স্টেশন থেকে নয়াদিল্লি, পুনে এবং সেকেন্দ্রাবাদ পর্যন্ত তিনটি স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে ৷ ইতিমধ্যে একটি ট্রেন চলাচলও শুরু করেছে ৷

আর মাসখানেকের অপেক্ষা ৷ তারপরেই দুর্গাপুজোয় মেতে উঠবে বাংলা ৷ ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সবচেয়ে বড় মরশুম ৷ ইতিমধ্যেই বেশিরভাগ নিজেদের ডেস্টিনেশন ঠিক করে ফেলেছেন ৷ কিন্তু এই সময় সবচেয়ে বড় সমস্যা ট্রেনের টিকিটের, যা চাহিদার সঙ্গে জোগান দিতে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে ৷ তার উপর রয়েছে অবৈধ টিকিট ব্যবসায়ীদের উৎপাত ৷ তাই আগে টিকিট, পরে ডেস্টিনেশন, এমনও চিন্তা করেন অনেকে ৷ এসব চিন্তাভাবনা করেই এবার মালদাবাসীর জন্য আলাদা করে ভেবেছে পূর্ব রেল ৷

রেলের সময়সূচি অনুযায়ী, 03413 নম্বর মালদা-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার ও রবিবার সকাল 7টা 10 মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে ৷ পরদিন সকাল 7টা 30 মিনিটে নয়াদিল্লি স্টেশনে পৌঁছবে ৷ ফিরতি পথে 03414 নম্বর স্পেশাল ট্রেনটি প্রতি শুক্র ও সোমবার সকাল 10টা 30 মিনিটে নয়াদিল্লি থেকে ছেড়ে পরদিন সকাল 7টা 55 মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছবে ৷ 8 সেপ্টেম্বর থেকে এই স্পেশাল ট্রেনটি চলাচল শুরু করেছে ৷ চলবে 28 নভেম্বর পর্যন্ত ৷

আগামী 10 অক্টোবর থেকে 29 নভেম্বর পর্যন্ত মালদা টাউন স্টেশন থেকে পুনে পর্যন্ত 03425 নম্বর স্পেশাল ট্রেনটি চালাবে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ প্রতি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে ৷ পুনে পৌঁছবে রবিবার সকাল 11টা 35 মিনিটে ৷ ফিরতি পথে 03426 নম্বর পুনে-মালদা টাউন স্পেশাল প্রতি রবিবার রাত 10টায় পুনে থেকে ছাড়বে ৷ মালদা পৌঁছবে মঙ্গলবার বিকেল সাড়ে চারটেয় ৷

আগামী 1 অক্টোবর থেকে 26 নভেম্বর পর্যন্ত মালদা-সেকেন্দ্রাবাদ-মালদা স্পেশাল ট্রেনও চালাচ্ছে পূর্ব রেল ৷ 03430 নম্বর মালদা টাউন-সেকেন্দ্রাবাদ স্পেশাল প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 10 মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে বৃহস্পতিবার ভোর 4টেয় সেকেন্দ্রাবাদ পৌঁছবে ৷ 03429 নম্বর সেকেন্দ্রাবাদ-মালদা টাউন স্পেশাল প্রতি বৃহস্পতিবার বিকেল 4টে 35 মিনিটে সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে শনিবার রাত 1টায় মালদা পৌঁছবে ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "পুজোর মরশুমে অনেকেই আগে থেকে টিকিট কাটতে পারেন না ৷ অনেকের ছুটি মঞ্জুর হওয়ার বিষয়ও থাকে ৷ তার উপর উৎসব মরশুমে যাত্রীদের চাপও অনেক বেশি থাকে ৷ এসব কথা মাথায় রেখেই এই তিনটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"

মালদা, 14 সেপ্টেম্বর: পুজোর মরশুমে তিনটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল ৷ মালদা টাউন স্টেশন থেকে নয়াদিল্লি, পুনে এবং সেকেন্দ্রাবাদ পর্যন্ত তিনটি স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে ৷ ইতিমধ্যে একটি ট্রেন চলাচলও শুরু করেছে ৷

আর মাসখানেকের অপেক্ষা ৷ তারপরেই দুর্গাপুজোয় মেতে উঠবে বাংলা ৷ ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সবচেয়ে বড় মরশুম ৷ ইতিমধ্যেই বেশিরভাগ নিজেদের ডেস্টিনেশন ঠিক করে ফেলেছেন ৷ কিন্তু এই সময় সবচেয়ে বড় সমস্যা ট্রেনের টিকিটের, যা চাহিদার সঙ্গে জোগান দিতে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে ৷ তার উপর রয়েছে অবৈধ টিকিট ব্যবসায়ীদের উৎপাত ৷ তাই আগে টিকিট, পরে ডেস্টিনেশন, এমনও চিন্তা করেন অনেকে ৷ এসব চিন্তাভাবনা করেই এবার মালদাবাসীর জন্য আলাদা করে ভেবেছে পূর্ব রেল ৷

রেলের সময়সূচি অনুযায়ী, 03413 নম্বর মালদা-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার ও রবিবার সকাল 7টা 10 মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে ৷ পরদিন সকাল 7টা 30 মিনিটে নয়াদিল্লি স্টেশনে পৌঁছবে ৷ ফিরতি পথে 03414 নম্বর স্পেশাল ট্রেনটি প্রতি শুক্র ও সোমবার সকাল 10টা 30 মিনিটে নয়াদিল্লি থেকে ছেড়ে পরদিন সকাল 7টা 55 মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছবে ৷ 8 সেপ্টেম্বর থেকে এই স্পেশাল ট্রেনটি চলাচল শুরু করেছে ৷ চলবে 28 নভেম্বর পর্যন্ত ৷

আগামী 10 অক্টোবর থেকে 29 নভেম্বর পর্যন্ত মালদা টাউন স্টেশন থেকে পুনে পর্যন্ত 03425 নম্বর স্পেশাল ট্রেনটি চালাবে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ প্রতি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে ৷ পুনে পৌঁছবে রবিবার সকাল 11টা 35 মিনিটে ৷ ফিরতি পথে 03426 নম্বর পুনে-মালদা টাউন স্পেশাল প্রতি রবিবার রাত 10টায় পুনে থেকে ছাড়বে ৷ মালদা পৌঁছবে মঙ্গলবার বিকেল সাড়ে চারটেয় ৷

আগামী 1 অক্টোবর থেকে 26 নভেম্বর পর্যন্ত মালদা-সেকেন্দ্রাবাদ-মালদা স্পেশাল ট্রেনও চালাচ্ছে পূর্ব রেল ৷ 03430 নম্বর মালদা টাউন-সেকেন্দ্রাবাদ স্পেশাল প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 10 মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে বৃহস্পতিবার ভোর 4টেয় সেকেন্দ্রাবাদ পৌঁছবে ৷ 03429 নম্বর সেকেন্দ্রাবাদ-মালদা টাউন স্পেশাল প্রতি বৃহস্পতিবার বিকেল 4টে 35 মিনিটে সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে শনিবার রাত 1টায় মালদা পৌঁছবে ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "পুজোর মরশুমে অনেকেই আগে থেকে টিকিট কাটতে পারেন না ৷ অনেকের ছুটি মঞ্জুর হওয়ার বিষয়ও থাকে ৷ তার উপর উৎসব মরশুমে যাত্রীদের চাপও অনেক বেশি থাকে ৷ এসব কথা মাথায় রেখেই এই তিনটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.