বরানগর, 14 এপ্রিল: সকাল হতেই পাশের বাড়ি থেকে পচা গন্ধ বেরোতে শুরু করে ৷ সন্দেহ হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেন ৷ পুলিশ এসে বরানগরের এক বাড়ি থেকে উদ্ধার করল পরিবারের তিন সদস্যের পচাগলা দেহ ৷ ঘটনায় পয়লা বৈশাখের সকালে হুলস্থুল।
এলাকার নিরঞ্জন সেন সরণির একটি বাড়ি থেকে সকালে পচা গন্ধ বেরোচ্ছিল বলে প্রতিবেশীদের দাবি ৷ ঘটনার কথা থানায় জানানোর পর ওই বাড়ি থেকে তিনজনের পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ঘটনায় ব্যাপক শোরগোল ছড়ায়। পুলিশ সূত্রে খবর, নিরঞ্জন সেন নগর এলাকায় ওই বাড়ি থেকে বাবা, ছেলে ও নাতির দেহ উদ্ধার হয়েছে। যদিও এটা আত্মহত্যা নাকি খুন, সেই বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে চাননি পুলিশ আধিকারিকরা ।
পুলিশের প্রাথমিক অনুমান এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে। ঘটনার সত্যতা জানতে তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ । মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেই মত আধিকারিকদের ৷ পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ করে তাঁদের খবর দেওয়ারও চেষ্টা করছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বরানগর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা । পুলিশ বাড়িতে এসে কোলাপসিবল গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে । দেখা যায়, একটি ঘরে যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে । পাশের ঘরে পড়ে রয়েছে এক বৃদ্ধ এবং তাঁর নাতির দেহ।
মৃতদের নাম শংকর হালদার (70), অভিজিত হালদার ওরফে বাপ্পা (42), দেবপর্ণ হালদার (15)। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, মৃত অভিজিতের স্ত্রী মুনমুন এক বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। অনুমান, অন্য একজনের সঙ্গে সম্পর্কের জেরেই এই সিদ্ধান্ত পরিবারের। পাশাপাশি ছেলে দেবপর্ণর দীর্ঘদিন ধরেই স্নায়ুরোগের সমস্যা আছে ।
যদিও গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনার পরিস্থিতি রয়েছে। স্থানীয় বাসিন্দারা চাইছে ঘটনার তদন্ত হোক ও সত্য সামনে আসুক। যদি কেউ এই ঘটনায় যুক্ত থাকে, তাহলে তার শাস্তি হোক।
আরও পড়ুন :