ETV Bharat / state

মদের আসরে বচসা, খুনের অভিযোগে গ্রেফতার 3 - BARDHAMAN YOUTH MURDER - BARDHAMAN YOUTH MURDER

Bardhaman Murder Case: মামা চেষ্টা করেছিলেন মদের আসর থেকে ভাগ্নাকে বাড়ি ফেরাতে ৷ বাড়ির রাস্তায় ছেড়েও এসেছিলেন ৷ কিন্তু পরদিন সেখানেই ড্রেনের পাশ থেকে উদ্ধার হল ভাগ্নের দেহ ৷ ঠিক কী হয়েছিল রবিবার রাতে ?

Bardhaman News
খুনের অভিযোগে ধৃত তিন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 10:27 PM IST

বর্ধমান, 29 জুলাই: বন্ধুদের সঙ্গে মদের আড্ডা বসেছিল। রবিবার রাতে সেখানে একজনকে মারধর করে খুনের হুমকি দেওয়া হয়। সোমবার ওই যুবকের দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । মৃত যুবকের নাম বামদেব রায় ওরফে বামা (29)। বাড়ি বর্ধমান থানার নলা এলাকায় । ওই যুবককে খুন করা হয়েছে এই অভিযোগ জানিয়ে তাঁর পরিবার বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে । এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বর্ধমান থানার নলা এলাকায় একটা পুকুরপাড়ে চার বন্ধু মিলে মদের আড্ডায় বসেন । বামদেব ছাড়াও ছিলেন তাঁর তিন বন্ধু প্রদীপ মাঝি, রাজেশ রায় ও রাহুল দলুই । সেখানে হঠাৎ বামদেবের সঙ্গে অন্যদের বচসা শুরু হয় । সেই সময় তাঁকে রাজেশ বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

এমনকী বামাকে রাস্তায় ফেলেও মারধর করা হয় । সেই ঝামেলার খবর শুনে বামার মামা সেখানে গিয়ে তাঁকে বুঝিয়ে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় রাজেশ তাঁকে খুনের হুমকি দেন বলে অভিযোগ । এদিকে বামদেবের মামা নিজের বাড়ি নিয়ে যেতে চাইলে বামদেব জানায় তিনি নিজের বাড়ি ফিরে যাবেন । এরপর মামা তাঁকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায় । এদিকে সোমবার সকালের দিকে বামদেবের দেহ দেখতে পান স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে পুলিশ ।

মহেশতলায় ছেলে-বৌমার হাতে খুন বৃদ্ধা ! প্লাস্টিকে মুড়ে দেহ রাখা ঘরেই

মৃতের মামা অমর রায় বলেন, "একটা পুকুরপাড়ে ভাগ্নে বসেছিল । রাজেশ নামে তার বন্ধু আমার সামনেই ওকে মারধর করে । আমি রাজেশকে কারণ জিজ্ঞাসা করলে সে জানায় তাকে গালিগালাজ করা হয়েছে । আমি কোনওরকমে থামিয়ে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি । সেই সময় রাজেশ তাকে খুনের হুমকি দেয় । ভাগ্নেকে বাড়ির দিকে কিছুটা এগিয়ে দিয়ে আসি । আমি চলে গেলে রাজেশ ওকে ফের আটকে তুলে নিয়ে গিয়ে খুন করে ড্রেনের পাশে ফেলে দেয় । আমি সকালের দিকে খবর পাই যে বামদেবকে খুন করা হয়েছে । গিয়ে দেখি ড্রেনের পাশে ওর দেহ পড়ে আছে । গলায় ও গালে কাটা চিহ্ন আছে । ওকে কুপিয়ে খুন করা হয়েছে । রাজেশ ও তার দুই বন্ধু মিলে খুন করেছে । ওদের শাস্তি হওয়া উচিত।"

বর্ধমান, 29 জুলাই: বন্ধুদের সঙ্গে মদের আড্ডা বসেছিল। রবিবার রাতে সেখানে একজনকে মারধর করে খুনের হুমকি দেওয়া হয়। সোমবার ওই যুবকের দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । মৃত যুবকের নাম বামদেব রায় ওরফে বামা (29)। বাড়ি বর্ধমান থানার নলা এলাকায় । ওই যুবককে খুন করা হয়েছে এই অভিযোগ জানিয়ে তাঁর পরিবার বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে । এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বর্ধমান থানার নলা এলাকায় একটা পুকুরপাড়ে চার বন্ধু মিলে মদের আড্ডায় বসেন । বামদেব ছাড়াও ছিলেন তাঁর তিন বন্ধু প্রদীপ মাঝি, রাজেশ রায় ও রাহুল দলুই । সেখানে হঠাৎ বামদেবের সঙ্গে অন্যদের বচসা শুরু হয় । সেই সময় তাঁকে রাজেশ বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

এমনকী বামাকে রাস্তায় ফেলেও মারধর করা হয় । সেই ঝামেলার খবর শুনে বামার মামা সেখানে গিয়ে তাঁকে বুঝিয়ে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় রাজেশ তাঁকে খুনের হুমকি দেন বলে অভিযোগ । এদিকে বামদেবের মামা নিজের বাড়ি নিয়ে যেতে চাইলে বামদেব জানায় তিনি নিজের বাড়ি ফিরে যাবেন । এরপর মামা তাঁকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায় । এদিকে সোমবার সকালের দিকে বামদেবের দেহ দেখতে পান স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে পুলিশ ।

মহেশতলায় ছেলে-বৌমার হাতে খুন বৃদ্ধা ! প্লাস্টিকে মুড়ে দেহ রাখা ঘরেই

মৃতের মামা অমর রায় বলেন, "একটা পুকুরপাড়ে ভাগ্নে বসেছিল । রাজেশ নামে তার বন্ধু আমার সামনেই ওকে মারধর করে । আমি রাজেশকে কারণ জিজ্ঞাসা করলে সে জানায় তাকে গালিগালাজ করা হয়েছে । আমি কোনওরকমে থামিয়ে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি । সেই সময় রাজেশ তাকে খুনের হুমকি দেয় । ভাগ্নেকে বাড়ির দিকে কিছুটা এগিয়ে দিয়ে আসি । আমি চলে গেলে রাজেশ ওকে ফের আটকে তুলে নিয়ে গিয়ে খুন করে ড্রেনের পাশে ফেলে দেয় । আমি সকালের দিকে খবর পাই যে বামদেবকে খুন করা হয়েছে । গিয়ে দেখি ড্রেনের পাশে ওর দেহ পড়ে আছে । গলায় ও গালে কাটা চিহ্ন আছে । ওকে কুপিয়ে খুন করা হয়েছে । রাজেশ ও তার দুই বন্ধু মিলে খুন করেছে । ওদের শাস্তি হওয়া উচিত।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.