শিলিগুড়ি, 25 জানুয়ারি: বাবা কাজে গিয়েছিলেন ৷ বাড়িতে একাই ছিলেন যুবতী ৷ সেই সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে ওই যুবতীকে মদ্যপ অবস্থায় গণধর্ষণের অভিযোগ উঠল আশেপাশের এলাকারই কয়েকজনের বিরুদ্ধে ৷ মর্মান্তিক এই ঘটনায় অভিযোগ পাওয়া মাত্রই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি এলাকায় ৷ যদিও এখনও এক অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা গিয়েছে । তার উদ্দেশে শহরজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ । এই প্রসঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে । মামলাও রুজু হয়েছে । ঘটনার সবদিকটি খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতীর বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করেন । যুবতীর মা দ্বিতীয় বিয়ে করায় অন্যত্র থাকেন । প্রতিদিনের মতো যুবতীর বাবা রাতে কাজে চলে যান । অভিযোগ, 21 জানুয়ারি রাতে আশেপাশের এলাকারই কিছু যুবক মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে ওই যুবতীকে গণধর্ষণ করেন । এরপর যুবতীর চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে । পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে পালাতে সক্ষম হয় অভিযুক্তরা । তারপর পুলিশে অভিযোগ দায়ের হয় ।
অভিযোগ দায়ের হতেই অভিযানে নামে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আশিঘর ফাঁড়ির পুলিশ । অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় । ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে । অন্যদিকে যুবতীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আরও পড়ুন: