ETV Bharat / state

ওই কণ্ঠস্বর আমারই, রবিবার কুণালের পোস্ট করা অডিয়ো ক্লিপ নিয়ে বললেন জুনিয়র চিকিৎসক অনিকেত - Kolkata Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 7:24 AM IST

Junior Doctor's Audio Clip: অডিয়ো ক্লিপ প্রকাশ করে আন্দোলন ভাঙার চেষ্টা করছে রাজ্য় সরকার ৷ তৃণমূল নেতার প্রকাশিত অডিয়ো ক্লিপ প্রসঙ্গে এমনই জানালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ তবে অডিয়ো ক্লিপটি তাঁদের কথোপকথনেরই একটি অংশ বলেও মেনে নিয়েছেন চিকিৎসকরা ৷

Junior Doctor's Audio Clip
কুণালের প্রকাশিত অডিয়ো ক্লিপ ঘিরে জল্পনা (নিজস্ব চিত্র)

কলকাতা, 16 সেপ্টেম্বর: তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রকাশিত অডিয়ো ক্লিপটি সত্য বলে মেনে নিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ এই অডিয়ো ক্লিপে যাঁর কণ্ঠস্বর রয়েছে, তিনি আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো । নিজেই সে কথা স্বীকার করে নিলেন অনিকেত । এমনকী তিনি স্বীকার করে নেন, প্রকাশিত কথোপকথন তাঁদের আলোচনার একটি অংশ । তবে, এই ধরনের অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে আন্দোলন ভাঙা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা । সম্পূর্ণ বিষয়টিকে তাঁরা সরকারের চক্রান্ত হিসাবে দেখছেন ।

অডিয়ো প্রসঙ্গে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "জল্পনার কোনও জায়গা নেই । এটা ঠিক ওটা আমাদের আলোচনার একটা অডিয়ো । আর ওটা আমারই কণ্ঠস্বর । কিন্তু উনি আমাদের মধ্য়ে মতানৈক্যের কথা বলতে চাইছেন ৷ আর সেটা ঠিক নয় ৷ গণতান্ত্রিক পরিসরে যেভাবে আলোচনা হয়, সেভাবেই আমরা আলোচনা করি । সরকার চক্রান্ত করে আন্দোলন ভাঙার চেষ্টা করছে । সেই জায়গায় আমাদের সাবধানতা নিতে হবে । শান্তিপূর্ণ এই আন্দোলন ভাঙার জন্যই সরকারের তরফে বিভিন্ন কৌশল প্রয়োগ করা হচ্ছে । তবে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না ৷"

ঘটনার সূত্রপাত রবিবার ৷ নিজের এক্স হ্যান্ডেলে জুনিয়র চিকিৎসকদের কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন কুণাল ঘোষ ৷ কুণালের দাবি, জুনিয়র ডাক্তারদের মনে জটিলতার মানসিকতা ছিল বলেই মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক ভেস্তে গিয়েছে ৷ এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তাঁর সেই পোস্টকে ঘিরে জল্পনা শুরু হয় ৷

কুণাল ঘোষের দাবি, জুনিয়র ফ্রন্টের একাংশ আলোচনা করতে নারাজ । সমস্যার সমাধান করতে নারাজ । প্রকাশিত অডিয়ো ক্লিপ তারই পরিচয় । অবশ্য তৃণমূল নেতার এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের কথায়, "মতানৈক থাকবে এটা স্বাভাবিক । কিন্তু যেকোনও বৈঠক করার কারণ মতানৈক্যকে বাদ দিয়ে সহমতে আসা । সেই সহমতে এসেই আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সমস্যার সমাধান করতে ।" এই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে ভাঙনের চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁদের ৷

উল্লেখ্য, 'জেনারেল বডি মিটিং' এই কথাটি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম চর্চিত একটি শব্দ । মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও বৃষ্টি মাথায় নিয়ে এই জেনারেল বডি মিটিং করেছিলেন জুনিয়র চিকিৎসকরা । কিন্তু এই আলোচনার অর্থ কী ? কীভাবে হয় এই আলোচনা ? চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "রাজ্যের 26টি মেডিক্যাল কলেজ আগে নিজেদের মধ্যে আলোচনা করে । তারপর সেই আলোচনা নিয়ে জুনিয়র ফ্রন্ট একটি বৈঠক করে । যাকে বলা হয় জেনারেল বডি মিটিং ।"

কলকাতা, 16 সেপ্টেম্বর: তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রকাশিত অডিয়ো ক্লিপটি সত্য বলে মেনে নিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ এই অডিয়ো ক্লিপে যাঁর কণ্ঠস্বর রয়েছে, তিনি আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো । নিজেই সে কথা স্বীকার করে নিলেন অনিকেত । এমনকী তিনি স্বীকার করে নেন, প্রকাশিত কথোপকথন তাঁদের আলোচনার একটি অংশ । তবে, এই ধরনের অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে আন্দোলন ভাঙা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা । সম্পূর্ণ বিষয়টিকে তাঁরা সরকারের চক্রান্ত হিসাবে দেখছেন ।

অডিয়ো প্রসঙ্গে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "জল্পনার কোনও জায়গা নেই । এটা ঠিক ওটা আমাদের আলোচনার একটা অডিয়ো । আর ওটা আমারই কণ্ঠস্বর । কিন্তু উনি আমাদের মধ্য়ে মতানৈক্যের কথা বলতে চাইছেন ৷ আর সেটা ঠিক নয় ৷ গণতান্ত্রিক পরিসরে যেভাবে আলোচনা হয়, সেভাবেই আমরা আলোচনা করি । সরকার চক্রান্ত করে আন্দোলন ভাঙার চেষ্টা করছে । সেই জায়গায় আমাদের সাবধানতা নিতে হবে । শান্তিপূর্ণ এই আন্দোলন ভাঙার জন্যই সরকারের তরফে বিভিন্ন কৌশল প্রয়োগ করা হচ্ছে । তবে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না ৷"

ঘটনার সূত্রপাত রবিবার ৷ নিজের এক্স হ্যান্ডেলে জুনিয়র চিকিৎসকদের কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন কুণাল ঘোষ ৷ কুণালের দাবি, জুনিয়র ডাক্তারদের মনে জটিলতার মানসিকতা ছিল বলেই মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক ভেস্তে গিয়েছে ৷ এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তাঁর সেই পোস্টকে ঘিরে জল্পনা শুরু হয় ৷

কুণাল ঘোষের দাবি, জুনিয়র ফ্রন্টের একাংশ আলোচনা করতে নারাজ । সমস্যার সমাধান করতে নারাজ । প্রকাশিত অডিয়ো ক্লিপ তারই পরিচয় । অবশ্য তৃণমূল নেতার এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের কথায়, "মতানৈক থাকবে এটা স্বাভাবিক । কিন্তু যেকোনও বৈঠক করার কারণ মতানৈক্যকে বাদ দিয়ে সহমতে আসা । সেই সহমতে এসেই আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সমস্যার সমাধান করতে ।" এই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে ভাঙনের চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁদের ৷

উল্লেখ্য, 'জেনারেল বডি মিটিং' এই কথাটি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম চর্চিত একটি শব্দ । মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও বৃষ্টি মাথায় নিয়ে এই জেনারেল বডি মিটিং করেছিলেন জুনিয়র চিকিৎসকরা । কিন্তু এই আলোচনার অর্থ কী ? কীভাবে হয় এই আলোচনা ? চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "রাজ্যের 26টি মেডিক্যাল কলেজ আগে নিজেদের মধ্যে আলোচনা করে । তারপর সেই আলোচনা নিয়ে জুনিয়র ফ্রন্ট একটি বৈঠক করে । যাকে বলা হয় জেনারেল বডি মিটিং ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.