ETV Bharat / state

দুর্গাপুর না দার্জিলিং ! নভেম্বরের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল শিল্পশহর - DURGAPUR WEATHER

শীত কবে আসবে জানা নেই ৷ তার আগে হাজির কুয়াশা ৷ নভেম্বরের প্রথম সপ্তাহতেই কুয়াশাচ্ছন্ন শিল্পশহর দুর্গাপুর ৷

Durgapur News
কুয়াশায় মোড়া দুর্গাপুর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 10:37 AM IST

দুর্গাপুর, 4 নভেম্বর: কালীপুজো মিটতেই কুয়াশার দাপট ৷ বেলা বাড়লে গরম অনুভূত হলেও ভোর থেকে পথঘাট ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায় ৷ সোমবার সকালে এমনই দৃশ্য দেখা গেল শিল্পনগরী দুর্গাপুরে ৷

ঘন কুয়াশায় ঢেকে রয়েছে পথ, ঘাট, মাঠ, ময়দান । এর মাঝেই দেখা গেল কেউ প্রাতঃভ্রমণ করছেন আবার পড়ুয়ারা বেরিয়েছে স্কুলের পথে ৷ যদিও এর বেশি ঘন কুয়াশার জেরে রাস্তাঘাটে লোকজন খুব একটা ছিল না । প্রাতঃভ্রমণকারীদের উপস্থিতিও ছিল অন্যান্য দিনের চেয়ে কম । শীত না থাকলেও ভোর থেকে কুয়াশার জেরে ঠান্ডার একটা আমেজ পাওয়াতেই আনন্দিত অনেকে ৷

কুয়াশা ঘেরা দুর্গাপুর, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারেই কমে যায় সোমবার সকাল থেকে । এই দৃশ্য দেখে অনেকেই উৎফুল্ল হয়ে ওঠেন । মূলত পাহাড়ি এলাকায় এমন ছবি দেখা যায় । শিল্পশহর দুর্গাপুরে ঘন কুয়াশার চাদর ভেদ করে শ্রমিক শ্রেণিকে দেখা গেল কারখানামুখী হতে । প্রবীর পাল নামের এক প্রাতঃ ভ্রমণকারী বলেন, " মনে হচ্ছে যেন শিলং, দার্জিলিং, গ্যাংটকে আছি । এই কুয়াশা দারুণ উপভোগ করছি আমরা । তবে যারা এই ঘন কুয়াশার মাঝে গাড়ি চালাচ্ছেন তাঁদের কাছে অনুরোধ খুব সাবধানে গাড়ি চালাবেন । দৃশ্যমানতা একেবারেই কম । এমন আবহাওয়া উপভোগ করার মতই ।"

নভেম্বরের প্রথম দিকে এমন ছবি দেখে আপ্লুত বহু মানুষ আবার প্রাকৃতিক এই সুন্দরতাকে উপভোগ করার জন্যই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন । যদিও শীত কবে পড়বে তা এখনও স্পষ্টভাবে জানায়নি আবহাওয়া অফিস ৷

দুর্গাপুর, 4 নভেম্বর: কালীপুজো মিটতেই কুয়াশার দাপট ৷ বেলা বাড়লে গরম অনুভূত হলেও ভোর থেকে পথঘাট ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায় ৷ সোমবার সকালে এমনই দৃশ্য দেখা গেল শিল্পনগরী দুর্গাপুরে ৷

ঘন কুয়াশায় ঢেকে রয়েছে পথ, ঘাট, মাঠ, ময়দান । এর মাঝেই দেখা গেল কেউ প্রাতঃভ্রমণ করছেন আবার পড়ুয়ারা বেরিয়েছে স্কুলের পথে ৷ যদিও এর বেশি ঘন কুয়াশার জেরে রাস্তাঘাটে লোকজন খুব একটা ছিল না । প্রাতঃভ্রমণকারীদের উপস্থিতিও ছিল অন্যান্য দিনের চেয়ে কম । শীত না থাকলেও ভোর থেকে কুয়াশার জেরে ঠান্ডার একটা আমেজ পাওয়াতেই আনন্দিত অনেকে ৷

কুয়াশা ঘেরা দুর্গাপুর, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারেই কমে যায় সোমবার সকাল থেকে । এই দৃশ্য দেখে অনেকেই উৎফুল্ল হয়ে ওঠেন । মূলত পাহাড়ি এলাকায় এমন ছবি দেখা যায় । শিল্পশহর দুর্গাপুরে ঘন কুয়াশার চাদর ভেদ করে শ্রমিক শ্রেণিকে দেখা গেল কারখানামুখী হতে । প্রবীর পাল নামের এক প্রাতঃ ভ্রমণকারী বলেন, " মনে হচ্ছে যেন শিলং, দার্জিলিং, গ্যাংটকে আছি । এই কুয়াশা দারুণ উপভোগ করছি আমরা । তবে যারা এই ঘন কুয়াশার মাঝে গাড়ি চালাচ্ছেন তাঁদের কাছে অনুরোধ খুব সাবধানে গাড়ি চালাবেন । দৃশ্যমানতা একেবারেই কম । এমন আবহাওয়া উপভোগ করার মতই ।"

নভেম্বরের প্রথম দিকে এমন ছবি দেখে আপ্লুত বহু মানুষ আবার প্রাকৃতিক এই সুন্দরতাকে উপভোগ করার জন্যই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন । যদিও শীত কবে পড়বে তা এখনও স্পষ্টভাবে জানায়নি আবহাওয়া অফিস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.