ETV Bharat / state

একশো বছরে একবার জন্ম হয় মমতার মতো মানুষের, এডিআরের রিপোর্ট হাতিয়ার করে মন্তব্য় ডেরেকের - MAMATA BANERJEE POOREST CM

দেশে কোন মুখ্যমন্ত্রীর কত সম্পত্তি ? এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে এডিআর ৷ তাতে বাংলার মুখ্যমন্ত্রী সবচেয়ে গরিব বলে দাবি করা হয়েছে ৷

CM Mamata Banerjee Poorest Among other State CMs
রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Dec 31, 2024, 5:20 PM IST

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম ধনসম্পত্তির মালিক মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) তাদের রিপোর্টে তেমনটাই জানিয়েছে ৷ এই প্রসঙ্গে মঙ্গলবার রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানান, মমতা জীবন-সংগ্রাম কোনও নিছক সাধারণের গল্প নয় ৷ কশো বছরে একবার এমন মানুষের সন্ধান পাওয়া যায়।

একটি বিবৃতিতে তিনি জানান, "কলকাতার একটা সরু গলিতে একটা সাধারণ বাড়িতে থেকে তিনি দিনের পর দিন মানুষের সেবা করে গিয়েছেন ৷ এই গ্রহে কোনও জনপ্রতিনিধি এমনটা করেননি ৷ কোনও সাধারণ গল্প নয়- একশো বছরে একবার এমন হয় ৷"

গতকাল এডিআর তাদের রিপোর্টে জানিয়েছে, দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 15 লক্ষের কিছু বেশি ৷ এদিকে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু দেশের সবচেয়ে ধনী মুখ্য়মন্ত্রী ৷ তিনি 931 কোটি টাকারও বেশি সম্পত্তি মালিক ৷ তাঁর পরেই রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ৷ 332 কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যের এই শাসকের ৷ সর্বোচ্চ সম্পত্তির নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ 51 কোটিরও বেশি সম্পত্তির মালিক তিনি ৷

অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে গরিব মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ 55 লক্ষ টাকা মূল্যের সম্পত্তি রয়েছে তাঁর ৷ 1.18 কোটি মূল্যে সম্পত্তির অধিকারী কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রয়েছেন তৃতীয় স্থানে ৷৷

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম ধনসম্পত্তির মালিক মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) তাদের রিপোর্টে তেমনটাই জানিয়েছে ৷ এই প্রসঙ্গে মঙ্গলবার রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানান, মমতা জীবন-সংগ্রাম কোনও নিছক সাধারণের গল্প নয় ৷ কশো বছরে একবার এমন মানুষের সন্ধান পাওয়া যায়।

একটি বিবৃতিতে তিনি জানান, "কলকাতার একটা সরু গলিতে একটা সাধারণ বাড়িতে থেকে তিনি দিনের পর দিন মানুষের সেবা করে গিয়েছেন ৷ এই গ্রহে কোনও জনপ্রতিনিধি এমনটা করেননি ৷ কোনও সাধারণ গল্প নয়- একশো বছরে একবার এমন হয় ৷"

গতকাল এডিআর তাদের রিপোর্টে জানিয়েছে, দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 15 লক্ষের কিছু বেশি ৷ এদিকে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু দেশের সবচেয়ে ধনী মুখ্য়মন্ত্রী ৷ তিনি 931 কোটি টাকারও বেশি সম্পত্তি মালিক ৷ তাঁর পরেই রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ৷ 332 কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যের এই শাসকের ৷ সর্বোচ্চ সম্পত্তির নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ 51 কোটিরও বেশি সম্পত্তির মালিক তিনি ৷

অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে গরিব মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ 55 লক্ষ টাকা মূল্যের সম্পত্তি রয়েছে তাঁর ৷ 1.18 কোটি মূল্যে সম্পত্তির অধিকারী কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রয়েছেন তৃতীয় স্থানে ৷৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.