ETV Bharat / state

দুর্গাপুরে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি! লুঠ প্রায় 20 ভরি সোনা - Theft in Durgapur - THEFT IN DURGAPUR

Theft in Durgapur: পরপর দু'টি বাড়িতে ভয়াবহ চুরি হল দুর্গাপুরে ৷ দু'টি বাড়ি থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা চুরি করল চোরেরা ৷ সঙ্গে নিল প্রায় 20 ভরি সোনা ৷

Robbery in Durgapur
দুর্গাপুরের সিটি সেন্টারে দুঃসাহসিক চুরি (ইটিভি ভারত বাংলা)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 2:58 PM IST

দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় দুঃসাহসিক চুরি (ইটিভি ভারত বাংলা)

দুর্গাপুর, 5 মে: ভোটের আবহে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে পরপর দু'টি বাড়িতে চুরির ঘটনা ঘটল ৷ রবিবার ভোররাতে চুরির ঘটনাটি ঘটে দুর্গাপুরের অম্বুজা উপনগরীর তেইশ নম্বর স্ট্রীটে ৷ এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷ সিসিটিভিতে দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ ৷

মুখে কাপড় বেঁধে জানালা ভেঙে বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরি করল 4 দুষ্কৃতী ৷ লোকসভা নির্বাচনের আবহে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শিল্পাঞ্চল দুর্গাপুরে ৷ অভিজাত এলাকা হিসেবে পরিচিত অম্বুজা উপনগরী ৷ সেখানের 23 নম্বর স্ট্রিটের দু'টি বাড়ির জানালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় 20 ভরি সোনার গয়না এবং প্রায় 1 লাখ 70 হাজার টাকা চুরি গিয়েছে ৷

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রবিবার ভোর তিনটেয় জানালা ভেঙে ভিতরে ঢুকছে ৷ চারজনের মুখে গামছা বাঁধা রয়েছে ৷ বাড়ির মালিক অধীর কুমার ঘোষের অভিযোগ, "সকালে উঠে দেখি ঘরের দরজা ভেতর দিক থেকে বন্ধ ৷ তখনই সন্দেহ হয় । বাইরে বেরোতেই দেখি, জানালা ভাঙা ৷ ওই জানলা ভেঙে ভিতরে ঢুকেছে দুষ্কৃতীরা ৷ আলমারি ভেঙে নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং সঙ্গে প্রায় 15 ভরি সোনা নিয়ে গিয়েছে চোরেরা ৷"

এর পাশের বাড়ির গৃহকর্ত্রী রুনা দাস জানান, তাঁদের বাড়িতেও দুষ্কৃতীরা জানালা ভেঙে ভিতরে ঢুকেছিল ৷ আলমারি ভেঙে নগদ 15 হাজার টাকা নিয়েছে চোরেরা ৷ এর সঙ্গে 6-7 ভরি সোনা, বেশ কিছু রুপোর গয়নাও চুরি গিয়েছে ৷ সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়েছে ৷ দুর্গাপুরের সিটি সেন্টারে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ৷ সিসিটিভি থাকতেও এমন চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ বাসিন্দারা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ৷ যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত চলছে ৷ দ্রুত এই চুরির ঘটনার কিনারা হবে ৷

আরও পড়ুন:

  1. তৃণমূল কাউন্সিলরের স্ত্রী'র হাত-পা বেঁধে ডাকাতি! খড়গপুরে চাঞ্চল্য
  2. স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, খোয়া গেল 4 কেজি সোনা-রুপো
  3. খাবার চুরি করে পালাচ্ছে বাঁদর, উৎপাতে অতিষ্ঠ চা শ্রমিকরা

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.