ETV Bharat / state

মিছিল পালটা মিছিল ঘিরে উত্তেজনা তুফানগঞ্জে, দু'পক্ষের মধ্যে হাতাহাতি - CPM TMC Clashes - CPM TMC CLASHES

CPM-TMC Clashe in Cooch Behar: মিছিল পালটা মিছিল ঘিরে উত্তেজনা তুফানগঞ্জে। দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তিতে কার্যত অঘোষিত বনধের চেহারা নেয় ৷

CPM-TMC Clashes
উত্তেজনা তুফানগঞ্জে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 10:56 PM IST

কোচবিহার, 31 অগস্ট: আরজি কর ইস্যুতে শনিবার তৃণমূল ও সিপিএমের বিক্ষোভ মিছিল ঘিরে চরম উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে। একই সময়ে তুফানগঞ্জ শহরে মুখোমুখি চলে আসে তৃণমূল ও বামেদের মিছিল। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যায় ৷ এলাকায় দোকানপাট বন্ধ হয়ে কার্যত অঘোষিত বনধের চেহারা নেয় ৷

উত্তেজনা তুফানগঞ্জে (ইটিভি ভারত)

শেষ পর্যন্ত তুফানগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মিছিলের আগাম সময়সূচি ও রুট পুলিশকে জানানো সত্বেও কী করে দুই দলের মিছিল একই সঙ্গে চলে আসল তা নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল ও সিপিএম দুই দলই। বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই নেতা মেহেবুব আলম বলেন, "আমরা অনুমতি নিয়ে কর্মসূচি নিয়েছিলাম। তারপরেও একই সময়ে সেখানে তৃণমূলের মিছিল কী করে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ কার্যত তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।"

অপরদিকে তৃণমূলের তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি ইন্দজিত ধর বলেন, "আমাদের রাজ্য নেতৃত্বের ঘোষিত কর্মসূচি ছিল। আমরা মিছিল করছিলাম। আচমকা দেখি সিপিএমের মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হচ্ছে। এই স্লোগানে আমাদের কর্মীরা কিছুটা উত্তেজিত হলেও আমরা তাঁদের নিয়ন্ত্রণ করেছি। কিন্তু দেখা যায় সিপিএম আগেই ভয়ে পালিয়ে গিয়েছেন।"

তাঁর কথায়, "কাউকে মারধর করা হয়নি।" জানা গিয়েছে, আরজি কর ইস্যুতে এদিন দুপুরে সিপিএম কার্যালয় থেকে DYFI এবং SFI মিছিল বের করে। একই ইস্যুতে তৃণমূলের তরফেও তাদের কার্যালয় থেকে মিছিল বের করে। এরপর মেইন রোডে সিপিএম পার্টি অফিসের সামনে দুটি মিছিল মুখোমুখি হলে এই গন্ডগোল বাধে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

কোচবিহার, 31 অগস্ট: আরজি কর ইস্যুতে শনিবার তৃণমূল ও সিপিএমের বিক্ষোভ মিছিল ঘিরে চরম উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে। একই সময়ে তুফানগঞ্জ শহরে মুখোমুখি চলে আসে তৃণমূল ও বামেদের মিছিল। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যায় ৷ এলাকায় দোকানপাট বন্ধ হয়ে কার্যত অঘোষিত বনধের চেহারা নেয় ৷

উত্তেজনা তুফানগঞ্জে (ইটিভি ভারত)

শেষ পর্যন্ত তুফানগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মিছিলের আগাম সময়সূচি ও রুট পুলিশকে জানানো সত্বেও কী করে দুই দলের মিছিল একই সঙ্গে চলে আসল তা নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল ও সিপিএম দুই দলই। বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই নেতা মেহেবুব আলম বলেন, "আমরা অনুমতি নিয়ে কর্মসূচি নিয়েছিলাম। তারপরেও একই সময়ে সেখানে তৃণমূলের মিছিল কী করে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ কার্যত তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।"

অপরদিকে তৃণমূলের তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি ইন্দজিত ধর বলেন, "আমাদের রাজ্য নেতৃত্বের ঘোষিত কর্মসূচি ছিল। আমরা মিছিল করছিলাম। আচমকা দেখি সিপিএমের মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হচ্ছে। এই স্লোগানে আমাদের কর্মীরা কিছুটা উত্তেজিত হলেও আমরা তাঁদের নিয়ন্ত্রণ করেছি। কিন্তু দেখা যায় সিপিএম আগেই ভয়ে পালিয়ে গিয়েছেন।"

তাঁর কথায়, "কাউকে মারধর করা হয়নি।" জানা গিয়েছে, আরজি কর ইস্যুতে এদিন দুপুরে সিপিএম কার্যালয় থেকে DYFI এবং SFI মিছিল বের করে। একই ইস্যুতে তৃণমূলের তরফেও তাদের কার্যালয় থেকে মিছিল বের করে। এরপর মেইন রোডে সিপিএম পার্টি অফিসের সামনে দুটি মিছিল মুখোমুখি হলে এই গন্ডগোল বাধে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.