ETV Bharat / state

স্কুল-কলেজের সামনে হকার বসার প্রতিবাদে চক-ডাস্টার পথ অবরোধে শিক্ষক-শিক্ষিকারা - Teachers Blocked Road in Midnapore

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 4:55 PM IST

Updated : Jul 26, 2024, 5:44 PM IST

Teachers Blocked Road in Midnapore: স্কুল ও কলেজের সামনে হকার বসার প্রতিবাদে পথ অবরোধ শিক্ষক-শিক্ষিকাদের ৷ শুক্রবার মেদিনীপুরে এই অবরোধ করেন মেদিনীপুর কলেজ ও মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ৷

Teachers Blocked Road in Midnapore
পথ অবরোধে শিক্ষক-শিক্ষিকারা৷ শুক্রবার মেদিনীপুরে৷ (নিজস্ব চিত্র)

মেদিনীপুর, 26 জুলাই: চক-ডাস্টার হাতে যাঁরা রোজ ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন, তাঁরাই নামলেন আন্দোলনে ৷ তাঁদের কেউ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, আবার কেউ কলেজের ৷ পথ অবরোধও করলেন তাঁরা ৷ শুক্রবার এমনই ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুর ৷

স্কুল-কলেজের সামনে হকার বসার প্রতিবাদে চক-ডাস্টার পথ অবরোধে শিক্ষক-শিক্ষিকারা (ইটিভি ভারত)

আর তাঁদের এই অবরোধ-প্রতিবাদের কারণ হকার সমস্যা ৷ যে সমস্যার জেরে দীর্ঘ সময় তাঁরা এবং পড়ুয়া ও অভিভাবক ভোগান্তি সহ্য করেছেন ৷ প্রশাসনের তরফে হকারদের সরিয়ে মাসখানেক আগে সেই সমস্যার সমাধান করা হয়েছিল ৷ কিন্তু শুক্রবার তা আবার মাথাচাড়া দিতেই কালবিলম্ব না করে পথে নামেন শিক্ষক-শিক্ষিকারা ৷

মেদিনীপুর শহরে পাশাপাশি রয়েছে মেদিনীপুর কলেজ ও মেদিনীপুর কলেজিয়েট স্কুল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সারা রাজ্যের সঙ্গে মেদিনীপুর শহরে ফুটপাথ জবরদখল মুক্ত করার কাজ হয় ৷ সেই সময় এই শতাব্দীপ্রাচীন স্কুল ও কলেজের সামনে থেকে সরানো হয় হকারদের ৷ মেদিনীপুর পুরসভা ও মেদিনীপুর সদরের মহকুমা প্রশাসনের তরফে ওই হকারদের বসানো হয় পাশের একটি গলিতে ৷ ফলে হকার সমস্যার জেরে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়া ও অভিভাবকদের যে সমস্যা সহ্য করতে হতো, তা মিটে যায় ৷

Teachers Blocked Road in Midnapore
পথ অবরোধে শিক্ষক-শিক্ষিকারা৷ শুক্রবার মেদিনীপুরে৷ (নিজস্ব চিত্র)

এর পর কেটে গিয়েছে মাসখানেক৷ সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল ৷ স্কুল ও কলেজের সামনে সৌন্দর্যায়নের কাজও শুরু হয়েছে ৷ কিন্তু শুক্রবারই আচমকা হকাররা ফের দুই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গুমটি বসাতে শুরু করেন বলে অভিযোগ ৷ স্কুল ও কলেজের কর্তৃপক্ষ এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ ৷ তার পর এই নিয়ে অবিলম্বে রাস্তায় নামার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

সেই মতো স্কুল ও কলেজের সামনের রাস্তা অবরোধ করেন শিক্ষক-শিক্ষিকারা ৷ ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ ও মেদিনীপুর কলেজিয়েট স্কুল (বয়েজ)-এর প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া ৷ 20-25 শিক্ষক-শিক্ষিকার অবরোধে রাস্তায় যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে যায় ৷

অবরোধের সামিল হন মেদিনীপুর পুরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যান । তাঁদেরও বক্তব্য, আর নতুন করে কোনোভাবেই হকার বসানো হবে না এই যানজট পূর্ণ এলাকায় । যদিও হকারদের দাবি, পাশের গলিতে তাঁদের ব্যবসা চলছে না ৷ তাই রাস্তার ধারে দোকান করতে দিতে হবে ৷

Teachers Blocked Road in Midnapore
পথ অবরোধে শিক্ষক-শিক্ষিকারা৷ শুক্রবার মেদিনীপুরে৷ (নিজস্ব চিত্র)

মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ বলেন, "এই কলেজ বিপ্লবীদের কলেজ । স্বাধীনতার আগেকার সময়ের এই কলেজ ঐতিহ্যশালী ৷ অথচ তার সামনে যেভাবে প্রতিদিন দোকান করে হাড় মাংস ফেলে নোংরা করে, তারই প্রতিবাদ আমরা জানিয়েছিলাম প্রশাসনে । আমরা কোনোভাবে উচ্ছেদ চাইনি ৷ বরং তাঁদের সঙ্গে বসে সমঝোতা করে পুনর্বাসনের ব্যবস্থার কথা বলেছিলাম । সেই মতো তাঁরা দোকান ঘরগুলি তুলে নিয়েছিল ৷ কিন্তু আজ সকাল থেকে হঠাৎ তারা আবার নতুন করে দোকান লাগাতে শুরু করে । যার প্রবল আপত্তি রয়েছে আমাদের । আমরা চাই আর কোনোভাবে নতুন করে দোকানগুলো বসতে দেওয়া হবে না এই কলেজ চত্বরে ।’’

অন্যদিকে বিপ্লবীদের স্কুল মেদিনীপুর কলেজিয়েট স্কুল (বয়েজ)-এর প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া বলেন, "আজ যখন শুনলাম নতুন করে দোকান ঘরগুলি বসছে, তখন আমরা দৌড়ে এসেছি কলেজের কাছে ৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাই । আমরা শিক্ষক-শিক্ষিকা হয়ে অবরোধে সামিল হতে পারি না ৷ কিন্তু এর প্রতিবাদ জানাতেও আমরা পিছপা হব না । আমরা চাই নতুন করে এই জবরদখল যাতে না হোক ।’’

Teachers Blocked Road in Midnapore
পথ অবরোধে শিক্ষক-শিক্ষিকারা৷ শুক্রবার মেদিনীপুরে৷ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, কিছুদিন আগে এই হকার সরানো নিয়ে মাঠে নেমেছিল মেদিনীপুর পুরসভা এবং মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় । তিনি হকারদের এই কলেজ কলিজিয়েট স্কুলের সামনে থেকে সরিয়ে শিক্ষা ভবনের অফিসের পাশে ব্যবস্থা করেছিলেন দোকান লাগানোর । এরই সঙ্গে তাঁদের জলের, ইলেকট্রিক লাইন নতুন করে দেওয়া হয় ৷ ক্ষতিপূরণের বেশ কিছু টাকা তুলে দিয়েছিল মেদিনীপুর পুরসভা ।

মেদিনীপুর, 26 জুলাই: চক-ডাস্টার হাতে যাঁরা রোজ ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন, তাঁরাই নামলেন আন্দোলনে ৷ তাঁদের কেউ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, আবার কেউ কলেজের ৷ পথ অবরোধও করলেন তাঁরা ৷ শুক্রবার এমনই ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুর ৷

স্কুল-কলেজের সামনে হকার বসার প্রতিবাদে চক-ডাস্টার পথ অবরোধে শিক্ষক-শিক্ষিকারা (ইটিভি ভারত)

আর তাঁদের এই অবরোধ-প্রতিবাদের কারণ হকার সমস্যা ৷ যে সমস্যার জেরে দীর্ঘ সময় তাঁরা এবং পড়ুয়া ও অভিভাবক ভোগান্তি সহ্য করেছেন ৷ প্রশাসনের তরফে হকারদের সরিয়ে মাসখানেক আগে সেই সমস্যার সমাধান করা হয়েছিল ৷ কিন্তু শুক্রবার তা আবার মাথাচাড়া দিতেই কালবিলম্ব না করে পথে নামেন শিক্ষক-শিক্ষিকারা ৷

মেদিনীপুর শহরে পাশাপাশি রয়েছে মেদিনীপুর কলেজ ও মেদিনীপুর কলেজিয়েট স্কুল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সারা রাজ্যের সঙ্গে মেদিনীপুর শহরে ফুটপাথ জবরদখল মুক্ত করার কাজ হয় ৷ সেই সময় এই শতাব্দীপ্রাচীন স্কুল ও কলেজের সামনে থেকে সরানো হয় হকারদের ৷ মেদিনীপুর পুরসভা ও মেদিনীপুর সদরের মহকুমা প্রশাসনের তরফে ওই হকারদের বসানো হয় পাশের একটি গলিতে ৷ ফলে হকার সমস্যার জেরে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়া ও অভিভাবকদের যে সমস্যা সহ্য করতে হতো, তা মিটে যায় ৷

Teachers Blocked Road in Midnapore
পথ অবরোধে শিক্ষক-শিক্ষিকারা৷ শুক্রবার মেদিনীপুরে৷ (নিজস্ব চিত্র)

এর পর কেটে গিয়েছে মাসখানেক৷ সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল ৷ স্কুল ও কলেজের সামনে সৌন্দর্যায়নের কাজও শুরু হয়েছে ৷ কিন্তু শুক্রবারই আচমকা হকাররা ফের দুই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গুমটি বসাতে শুরু করেন বলে অভিযোগ ৷ স্কুল ও কলেজের কর্তৃপক্ষ এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ ৷ তার পর এই নিয়ে অবিলম্বে রাস্তায় নামার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

সেই মতো স্কুল ও কলেজের সামনের রাস্তা অবরোধ করেন শিক্ষক-শিক্ষিকারা ৷ ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ ও মেদিনীপুর কলেজিয়েট স্কুল (বয়েজ)-এর প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া ৷ 20-25 শিক্ষক-শিক্ষিকার অবরোধে রাস্তায় যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে যায় ৷

অবরোধের সামিল হন মেদিনীপুর পুরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যান । তাঁদেরও বক্তব্য, আর নতুন করে কোনোভাবেই হকার বসানো হবে না এই যানজট পূর্ণ এলাকায় । যদিও হকারদের দাবি, পাশের গলিতে তাঁদের ব্যবসা চলছে না ৷ তাই রাস্তার ধারে দোকান করতে দিতে হবে ৷

Teachers Blocked Road in Midnapore
পথ অবরোধে শিক্ষক-শিক্ষিকারা৷ শুক্রবার মেদিনীপুরে৷ (নিজস্ব চিত্র)

মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ বলেন, "এই কলেজ বিপ্লবীদের কলেজ । স্বাধীনতার আগেকার সময়ের এই কলেজ ঐতিহ্যশালী ৷ অথচ তার সামনে যেভাবে প্রতিদিন দোকান করে হাড় মাংস ফেলে নোংরা করে, তারই প্রতিবাদ আমরা জানিয়েছিলাম প্রশাসনে । আমরা কোনোভাবে উচ্ছেদ চাইনি ৷ বরং তাঁদের সঙ্গে বসে সমঝোতা করে পুনর্বাসনের ব্যবস্থার কথা বলেছিলাম । সেই মতো তাঁরা দোকান ঘরগুলি তুলে নিয়েছিল ৷ কিন্তু আজ সকাল থেকে হঠাৎ তারা আবার নতুন করে দোকান লাগাতে শুরু করে । যার প্রবল আপত্তি রয়েছে আমাদের । আমরা চাই আর কোনোভাবে নতুন করে দোকানগুলো বসতে দেওয়া হবে না এই কলেজ চত্বরে ।’’

অন্যদিকে বিপ্লবীদের স্কুল মেদিনীপুর কলেজিয়েট স্কুল (বয়েজ)-এর প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া বলেন, "আজ যখন শুনলাম নতুন করে দোকান ঘরগুলি বসছে, তখন আমরা দৌড়ে এসেছি কলেজের কাছে ৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাই । আমরা শিক্ষক-শিক্ষিকা হয়ে অবরোধে সামিল হতে পারি না ৷ কিন্তু এর প্রতিবাদ জানাতেও আমরা পিছপা হব না । আমরা চাই নতুন করে এই জবরদখল যাতে না হোক ।’’

Teachers Blocked Road in Midnapore
পথ অবরোধে শিক্ষক-শিক্ষিকারা৷ শুক্রবার মেদিনীপুরে৷ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, কিছুদিন আগে এই হকার সরানো নিয়ে মাঠে নেমেছিল মেদিনীপুর পুরসভা এবং মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় । তিনি হকারদের এই কলেজ কলিজিয়েট স্কুলের সামনে থেকে সরিয়ে শিক্ষা ভবনের অফিসের পাশে ব্যবস্থা করেছিলেন দোকান লাগানোর । এরই সঙ্গে তাঁদের জলের, ইলেকট্রিক লাইন নতুন করে দেওয়া হয় ৷ ক্ষতিপূরণের বেশ কিছু টাকা তুলে দিয়েছিল মেদিনীপুর পুরসভা ।

Last Updated : Jul 26, 2024, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.