ETV Bharat / state

উত্তপ্ত ময়নায় বিক্ষোভের মুখে দেবাংশু, ঘিরে ধরলেন দলীয় কর্মীরাই

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 8:18 PM IST

Debangshu Bhattacharya faces Agitation: লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত ময়না । প্রচারপর্ব চলাকালীন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীদের একাংশ ।

Etv Bharat
Etv Bharat

ময়না, 15 মার্চ: প্রথমবার সংসদীয় রাজনীতির লড়াইয়ের মঞ্চে অভিষেক হয়েছে দেবাংশু ভট্টাচার্যর ৷ যদিও প্রচারপর্বের শুরুটা সুখকর হল না জোড়াফুল শিবিরের যুবনেতার ৷ শুক্রবার ময়নায় নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী । দেবাংশুর প্রচারের আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল ময়না । ভাঙচুর করা হল তৃণমূলের দলীয় কার্যালয়। ছেঁড়া হল পোস্টার । অন্যদিকে, দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরাই ।

আজ সেই কার্যালয়ে উপস্থিত হন দেবাংশু ভট্টাচার্য । ময়নায় পৌঁছনোর আগেই দেবাংশুর নামে তৃণমূল কর্মীরা যে পোস্টার লাগিয়েছিল, সেই পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তার ধারে দেখা যায় । কেউ বা কারা তাতে ক্রস চিহ্নও লাগিয়ে রেখেছিলেন । অন্যদিকে, প্রচার চালানোর সময় দেবাংশুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ময়নার বাকচা গ্রামের তৃণমূল কর্মীরা । তাঁদের অভিযোগ, তাঁরা বিজেপির ভয়ে বাকচা গ্রামে প্রবেশ করতে পারছেন না । দেবাংশু ভট্টাচার্য বলেন, "বিজেপি দখল করা বাকচার কি অবস্থা দেখুন সবাই । বিজেপি গণতন্ত্রের হত্যা করছে।" সবমিলিয়ে লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত ময়নার বাকচা ।

দেবাংশুর কর্মসূচির আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না । গোজিনা গ্রাম পঞ্চায়েতের মধুর কিয়ারানা বুথে প্রথমে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা বাঁধে তৃণমূল এবং বিজেপির মধ্যে । পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসতে হয় । তৃণমূলের অভিযোগ, গভীর রাতে ফের তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিজেপি ৷ দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠে উত্তম সিং এবং চন্দন মণ্ডল নামের দুই বিজেপি নেতার বিরুদ্ধে । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।

আরও পড়ুন:

  1. তমলুকে প্রার্থী দেবাংশু, নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু তৃণমূলের
  2. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা
  3. বিধানসভায় রেকর্ড জয়, লোকসভায় ক্ষমা প্রার্থনা করে ভোট চাইবেন তৃণমূল প্রার্থী

ময়না, 15 মার্চ: প্রথমবার সংসদীয় রাজনীতির লড়াইয়ের মঞ্চে অভিষেক হয়েছে দেবাংশু ভট্টাচার্যর ৷ যদিও প্রচারপর্বের শুরুটা সুখকর হল না জোড়াফুল শিবিরের যুবনেতার ৷ শুক্রবার ময়নায় নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী । দেবাংশুর প্রচারের আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল ময়না । ভাঙচুর করা হল তৃণমূলের দলীয় কার্যালয়। ছেঁড়া হল পোস্টার । অন্যদিকে, দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরাই ।

আজ সেই কার্যালয়ে উপস্থিত হন দেবাংশু ভট্টাচার্য । ময়নায় পৌঁছনোর আগেই দেবাংশুর নামে তৃণমূল কর্মীরা যে পোস্টার লাগিয়েছিল, সেই পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তার ধারে দেখা যায় । কেউ বা কারা তাতে ক্রস চিহ্নও লাগিয়ে রেখেছিলেন । অন্যদিকে, প্রচার চালানোর সময় দেবাংশুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ময়নার বাকচা গ্রামের তৃণমূল কর্মীরা । তাঁদের অভিযোগ, তাঁরা বিজেপির ভয়ে বাকচা গ্রামে প্রবেশ করতে পারছেন না । দেবাংশু ভট্টাচার্য বলেন, "বিজেপি দখল করা বাকচার কি অবস্থা দেখুন সবাই । বিজেপি গণতন্ত্রের হত্যা করছে।" সবমিলিয়ে লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত ময়নার বাকচা ।

দেবাংশুর কর্মসূচির আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না । গোজিনা গ্রাম পঞ্চায়েতের মধুর কিয়ারানা বুথে প্রথমে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা বাঁধে তৃণমূল এবং বিজেপির মধ্যে । পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসতে হয় । তৃণমূলের অভিযোগ, গভীর রাতে ফের তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিজেপি ৷ দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠে উত্তম সিং এবং চন্দন মণ্ডল নামের দুই বিজেপি নেতার বিরুদ্ধে । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।

আরও পড়ুন:

  1. তমলুকে প্রার্থী দেবাংশু, নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু তৃণমূলের
  2. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা
  3. বিধানসভায় রেকর্ড জয়, লোকসভায় ক্ষমা প্রার্থনা করে ভোট চাইবেন তৃণমূল প্রার্থী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.