ETV Bharat / state

আরজি কর আবহেই কেন নয়া নির্দেশিকা স্বাস্থ্যভবনের ? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের - Swasthya Bhawan Notice

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 2:02 PM IST

Swasthya Bhawan Notice: আরজি কর-কাণ্ডের মাঝে চিকিৎসকদের নিয়ে নয়া নির্দেশ দিল স্বাস্থ্যভবন ৷ নাম, ফোন নম্বর, আধার ও প্যান নম্বর, রেজিস্ট্রেশন নম্বর-সহ যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হল রেসিডেন্ট সিনিয়র অফিসার এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের ৷

Swasthya Bhawan Notice
স্বাস্থ্যভবন (ফাইল ছবি)

কলকাতা, 8 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ড জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে উত্তাল রাজ্য ৷ তারই মাঝে নয়া নির্দেশ দিল স্বাস্থ্যভবন । সমস্ত রেসিডেন্ট সিনিয়র অফিসার এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের তথ্য চেয়ে পাঠাল স্বাস্থ্যভবন । তাঁদের সকলের নাম, ফোন নম্বর, আধার ও প্যান নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, উচ্চশিক্ষার ডিগ্রি সমস্ত কিছু চেয়ে পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনের তরফে । আন্দোলনকে দমানোর চেষ্টাতেই এই নির্দেশিকা বলে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা ৷

আরজি কর-কাণ্ডের আবহে কেন হঠাৎ স্বাস্থ্য ভবনের এই তৎপরতা, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে, নিয়মমাফিক এই তথ্য সংগ্রহ করছে তারা । তবে শুধুমাত্র হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে নয়, এই নির্দেশিকা পাঠানো হয়েছে স্বাস্থ্যসাথীর ফিনান্স আধিকারিকদের কাছেও ।

মূলত রেসিডেন্ট সিনিয়র অফিসার এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা নন-প্র্যাক্টিসিং পোস্ট । যার অর্থ হল, এই পোস্টে থাকা চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না । স্বাস্থ্যসাথীর মাধ্যমে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পান রাজ্যের সাধারণ মানুষ । সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অস্ত্রোপচার করার সময় ওই চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে আনা হয় । সেই সব কিছু দেখতেই কী এই নতুন পরিকল্পনা স্বাস্থ্যভবনের ?

যদিও জুনিয়র ডাক্তারদের কথা অনুযায়ী, এই সবের মাধ্যমে তাঁদের আন্দোলনকে দমানোর চেষ্টা চলছে । কিন্তু তাঁদের এই আন্দোলন কোনও ভাবে দমানো যাবে না বলে স্পষ্ট করে দেন তাঁরা । প্রায় 30 দিন ধরে আন্দোলন চলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের । তাদের দাবি, যতদিন না আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের বিচার মিলছে, ততদিন কর্মবিরতি চলবে । যদিও এই কর্মবিরতির মাঝে জুনিয়র ডাক্তাররা টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন । অন্যদিকে প্রত্যেক রবিবার বিভিন্ন জায়গায় মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে তাঁদের তরফে । যার নাম দেওয়া হয়েছে 'অভয়া ক্লিনিক' ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ড জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে উত্তাল রাজ্য ৷ তারই মাঝে নয়া নির্দেশ দিল স্বাস্থ্যভবন । সমস্ত রেসিডেন্ট সিনিয়র অফিসার এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের তথ্য চেয়ে পাঠাল স্বাস্থ্যভবন । তাঁদের সকলের নাম, ফোন নম্বর, আধার ও প্যান নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, উচ্চশিক্ষার ডিগ্রি সমস্ত কিছু চেয়ে পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনের তরফে । আন্দোলনকে দমানোর চেষ্টাতেই এই নির্দেশিকা বলে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা ৷

আরজি কর-কাণ্ডের আবহে কেন হঠাৎ স্বাস্থ্য ভবনের এই তৎপরতা, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে, নিয়মমাফিক এই তথ্য সংগ্রহ করছে তারা । তবে শুধুমাত্র হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে নয়, এই নির্দেশিকা পাঠানো হয়েছে স্বাস্থ্যসাথীর ফিনান্স আধিকারিকদের কাছেও ।

মূলত রেসিডেন্ট সিনিয়র অফিসার এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা নন-প্র্যাক্টিসিং পোস্ট । যার অর্থ হল, এই পোস্টে থাকা চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না । স্বাস্থ্যসাথীর মাধ্যমে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পান রাজ্যের সাধারণ মানুষ । সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অস্ত্রোপচার করার সময় ওই চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে আনা হয় । সেই সব কিছু দেখতেই কী এই নতুন পরিকল্পনা স্বাস্থ্যভবনের ?

যদিও জুনিয়র ডাক্তারদের কথা অনুযায়ী, এই সবের মাধ্যমে তাঁদের আন্দোলনকে দমানোর চেষ্টা চলছে । কিন্তু তাঁদের এই আন্দোলন কোনও ভাবে দমানো যাবে না বলে স্পষ্ট করে দেন তাঁরা । প্রায় 30 দিন ধরে আন্দোলন চলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের । তাদের দাবি, যতদিন না আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের বিচার মিলছে, ততদিন কর্মবিরতি চলবে । যদিও এই কর্মবিরতির মাঝে জুনিয়র ডাক্তাররা টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন । অন্যদিকে প্রত্যেক রবিবার বিভিন্ন জায়গায় মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে তাঁদের তরফে । যার নাম দেওয়া হয়েছে 'অভয়া ক্লিনিক' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.