কলকাতা, 24 ফেব্রুয়ারি: আদালতে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাস । বিরোধী দলনেতার মামলায় যুক্ত থাকার জন্য তাঁকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল । এর বিরুদ্ধে গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী । কিন্তু মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান, যে মামলার প্রেক্ষিতে সূর্যনীল দাসকে ডেকে পাঠানো হয়েছে, তাতে আর হাজিরার প্রয়োজন নেই । রাজ্যের এই বক্তব্যের ভিত্তিতে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, আগামিকাল হাজিরা দিতে হবে না সূর্যনীলকে ।
প্রসঙ্গত, আগামিকাল তাঁকে লালবাজারে হাজির থাকার নির্দেশ দিয়েছিল লালবাজারের ট্রাফিক বিভাগের স্পেশাল রেইড সেকশন ৷ আইনজীবী সূর্যনীল দাস দীর্ঘদিন ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন মামলার সঙ্গে যুক্ত রয়েছেন । সন্দেশখালি যেতে বাধা পাওয়ার পর বিরোধী দলনেতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । সেই মামলাতেও শুভেন্দুর আইনজীবী ছিলেন সূর্যনীল দাস । কিন্তু রহস্যজনকভাবে গতকালই তাঁকে তলব করে নোটিশ পাঠায় লালবাজার । তারপর আইনজীবী বাধ্য হয়ে গতকাল বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানিয়েছিলেন ।
এ বিষয়ে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, "সূর্যনীল দাস কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, ভালো ছেলে । আমাদের ছোট ভাইয়ের মতো । তিনি শুভেন্দুবাবুর বিভিন্ন মামলায় যুক্ত থাকেন । যেদিন শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয়েছিল, সেই সময় সূর্যনীল ওই গাড়িতে ছিলেন আইনজীবী হিসাবে । তিনি পুলিশ আধিকারিকদের আইনের বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলেন । তারপরই 15 ফেব্রুয়ারি তাঁর বাড়িতে পুলিশ চলে যায় এবং তাঁকে চিঠি ধরিয়ে দিয়ে জানানো হয়, আগামী 21 ফেব্রুয়ারি তাঁকে লালবাজারে হাজিরা দিতে হবে । প্রত্যেক মানুষের নিজের সম্মান রক্ষা করার অধিকার আছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী । সূর্যনীলও সেই জন্যই আদালতে এসেছিলেন । কিন্তু রাজ্য জানায়, তিনি হাজির না হলেও অসুবিধা নেই । আসলে আর কিছুই না, এটা তাঁকে হেনস্থা করার চেষ্টা ।"
আরও পড়ুন: