ETV Bharat / state

হিংসা ছড়াতেই সংহতি মিছিল, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর - মমতা বন্দ্যোপাধ্যায়

Suvendu Adhikari: সোমবারের সংহতি মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ হিংসা ছড়াতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এই সংহতি মিছিল করা হয়েছে বলে মঙ্গলবার মন্তব্য করেন তিনি ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 10:30 AM IST

Updated : Jan 23, 2024, 12:23 PM IST

মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 23 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার তিনি বলেন, "সংহতি যাত্রা নয়, সাম্প্রদায়িক মিছিল । হিংসা ছড়ানোর জন্য ওই মিছিল করা হয়েছে ।" কলকাতায় এ দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও পরাক্রম দিবস উদযাপন করলেন বিরোধী দলনেতা । এই উপলক্ষে আজ ধর্মতলা থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা করেন তিনি ।

এই পদযাত্রা শেষে সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংহতি যাত্রা নিয়ে তোপ দাগেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "এটা একটা ভাষা ? আল্লার কসম বিজেপিকে ভোট আমি তো দেব না, তোমরাও দেবে না । এটা কী ভাষা । এটা মুখ্যমন্ত্রী? একদম উন্মাদ হয়ে গিয়েছে । জেলে যাওয়ার ভয় উন্মাদ হয়ে গিয়েছে ।"

শুভেন্দুর কথায়, "সারা দেশ যখন 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন করছিল, তখন এই রাজ্যে পাথরপ্রতিমায় তৃণমূলের নেতারা এক রাম প্রেমীকে আক্রমণ করেছে । গতকাল রাজ্যে এরকম 50-এর বেশি ঘটনা ঘটেছে । পুলিশ তো ক্যাডার পিসি আর ভাইপো ছাড়া কিছুই বোঝে না । বিনীত গোয়েল আর রাজীব কুমারদের সরিয়ে দিলে দেখা যাবে তৃণমূল ভোটে একটা আসনও জিতবে না ।"

অন্যদিকে মহার্ঘ্যভাতার দাবিতে দীর্ঘদিন অনশন করছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ এ দিন পদযাত্রা শেষে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যান বিরোধী দলনেতা ৷ তাঁরা কেমন আছেন তার খোঁজখবর নেন তিনি ৷ পাশাপাশি অনশন মঞ্চে বসেই রাজ্য সরকারের তীব্র কটাক্ষ করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে ৷ তিনি বলেন, "আন্দোলনকারীদের মানসিক বলের কাছে মাথা নত করতে হবে মুখ্যমন্ত্রীকে ৷ আন্দোলনকারী কিছু হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে ৷ আপনারা ঢাকুন নবান্ন অভিযান ৷ আমি আপনাদের সঙ্গে থাকব ৷"

নেতাজিকে নিয়ে বিরোধী দলনেতা বলেন, "সুভাষচন্দ্র বসু যদি আজকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হত না এবং ভারতবর্ষের সকলের মুখে হাসি ফুটতো ৷ দ্রারিদ্রতা এবং বেকারত্ব, দুর্নীতি ভারতবর্ষে থাকত না ৷"

আরও পড়ুন:

  1. মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার
  2. ইন্ডিয়া জোটে মোহভঙ্গ মমতার ! অপমানিত হয়েছি, অভিযোগ মুখ্যমন্ত্রীর গলায়
  3. সংহতি মিছিলেও তৃণমূলে নবীন-প্রবীণের ফারাক, কী বলছে দল!

মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 23 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার তিনি বলেন, "সংহতি যাত্রা নয়, সাম্প্রদায়িক মিছিল । হিংসা ছড়ানোর জন্য ওই মিছিল করা হয়েছে ।" কলকাতায় এ দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও পরাক্রম দিবস উদযাপন করলেন বিরোধী দলনেতা । এই উপলক্ষে আজ ধর্মতলা থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা করেন তিনি ।

এই পদযাত্রা শেষে সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংহতি যাত্রা নিয়ে তোপ দাগেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "এটা একটা ভাষা ? আল্লার কসম বিজেপিকে ভোট আমি তো দেব না, তোমরাও দেবে না । এটা কী ভাষা । এটা মুখ্যমন্ত্রী? একদম উন্মাদ হয়ে গিয়েছে । জেলে যাওয়ার ভয় উন্মাদ হয়ে গিয়েছে ।"

শুভেন্দুর কথায়, "সারা দেশ যখন 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন করছিল, তখন এই রাজ্যে পাথরপ্রতিমায় তৃণমূলের নেতারা এক রাম প্রেমীকে আক্রমণ করেছে । গতকাল রাজ্যে এরকম 50-এর বেশি ঘটনা ঘটেছে । পুলিশ তো ক্যাডার পিসি আর ভাইপো ছাড়া কিছুই বোঝে না । বিনীত গোয়েল আর রাজীব কুমারদের সরিয়ে দিলে দেখা যাবে তৃণমূল ভোটে একটা আসনও জিতবে না ।"

অন্যদিকে মহার্ঘ্যভাতার দাবিতে দীর্ঘদিন অনশন করছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ এ দিন পদযাত্রা শেষে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যান বিরোধী দলনেতা ৷ তাঁরা কেমন আছেন তার খোঁজখবর নেন তিনি ৷ পাশাপাশি অনশন মঞ্চে বসেই রাজ্য সরকারের তীব্র কটাক্ষ করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে ৷ তিনি বলেন, "আন্দোলনকারীদের মানসিক বলের কাছে মাথা নত করতে হবে মুখ্যমন্ত্রীকে ৷ আন্দোলনকারী কিছু হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে ৷ আপনারা ঢাকুন নবান্ন অভিযান ৷ আমি আপনাদের সঙ্গে থাকব ৷"

নেতাজিকে নিয়ে বিরোধী দলনেতা বলেন, "সুভাষচন্দ্র বসু যদি আজকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হত না এবং ভারতবর্ষের সকলের মুখে হাসি ফুটতো ৷ দ্রারিদ্রতা এবং বেকারত্ব, দুর্নীতি ভারতবর্ষে থাকত না ৷"

আরও পড়ুন:

  1. মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার
  2. ইন্ডিয়া জোটে মোহভঙ্গ মমতার ! অপমানিত হয়েছি, অভিযোগ মুখ্যমন্ত্রীর গলায়
  3. সংহতি মিছিলেও তৃণমূলে নবীন-প্রবীণের ফারাক, কী বলছে দল!
Last Updated : Jan 23, 2024, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.