খড়গপুর, 27 এপ্রিল: খড়গপুরে বিজয় সংকল্পযাত্রা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ এর সঙ্গে সন্দেশখালি থেকে বিস্ফোরক উদ্ধার প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন ঘোষণার দাবি জানিয়েছেন ৷
একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নির্বাচনী সভা করছেন, অন্যদিকে তখন প্রার্থীকে নিয়ে বিজয় সংকল্প যাত্রা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পালকে নিয়ে খড়গপুরে বিজয় সংকল্প যাত্রা করেন শুভেন্দু অধিকারী ।
এদিন তিনি সন্দেশখালি প্রসঙ্গে বলেন, "খোদ মমতা বন্দ্যোপাধ্যায় 54 দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিলেন ৷" এর সঙ্গে শুভেন্দু বসিরহাটের পুলিশ আধিকারিকদের গ্রেফতারির দাবিও তোলেন ৷ সন্দেশখালি থেকে বিস্ফোরক উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, "যে বিস্ফোরক দেশবিরোধী জঙ্গি সংগঠনগুলি ব্যবহার করে সেই বিস্ফোরক পাওয়া গিয়ছে সন্দেশখালিতে ৷ অবিলম্বে এক্ষেত্রে তৃণমূলকে নিষিদ্ধ করা উচিত ৷ সঙ্গে জঙ্গি সংগঠন ঘোষণা করার দাবি করছি ৷"
এদিন শুভেন্দু তৃণমূলের সঙ্গে সিমি বা অন্য জঙ্গি সংগঠনগুলির কোনও তফাত নেই বলে অভিযোগ করেন৷ পাশাপাশি তিনি জেলার বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সম্পর্কে বলেন, "এর আগে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ট্রেলার দেখেছে মানুষ ৷ আজ সন্দেশখালিতে বিস্ফোরক উদ্ধারের সিনেমা দেখল রাজ্যের জনগণ ৷"
তিনি তোপ দেগে বলেন, "এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী ৷ আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হোক ৷ আর তৃণমূলকে জঙ্গি সংগঠন ঘোষণা করা হোক ৷" যদিও এত অস্ত্র রাখার উদ্দেশ্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, এর উদ্দেশ্যই হল পঞ্চায়েত, পৌরসভা এবং বিধানসভার সঙ্গে লোকসভা ভোট লুট করা ৷
আরও পড়ুন: