গড়বেতা, 9 মে: দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে বুধবার আরামবাগে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে এসসি, এসটি'দের নিয়ে মন্তব্য করেন তিনি ৷ তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
চন্দ্রকোনা রোডে দাঁড়িয়ে এই বিজেপি নেতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এসসি/এসটি'দের নিম্নবর্ণ বলেছেন । তাঁর এমনটা বলার সাহস হয় কী করে ! মুখ্যমন্ত্রী তাঁর মুখটা ব্লিচিং এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করুক । দেশে রাজা প্রথা উঠে গিয়েছে । বাগদিরা,বাউড়িরা,কুড়মিরা নিম্নবর্ণ? সব এসসি,এসটি,ওবিসি সম্প্রদায়ের মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারাবেন । তাঁদের নিম্নবর্ণ বলার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি । দেশে উচ্চবর্ণ ও নিম্নবর্ণ বলে কিছু নেই ৷ এখানে সকলের একটাই পরিচয়, সেটা হল আমরা সবাই ভারতীয় ।"
ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে বুধবার রাতে চন্দ্রকোনায় রোড শো করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন তিনি কর্মী সমর্থকদের এবং প্রার্থী প্রণত টুডুকে নিয়ে বিশাল একটি রোড-শো করেন । সেই রোড-শো শেষে গাড়িতে ওঠার মুখে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন । তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় কায়দা করে মুসলমানদের ভয় দেখান, বিজেপিকে হিন্দুর পার্টি বলে, তাদের আর হিন্দুদের ভাগ করতে চান । এটা ওনার রাজনীতি । আমরা সবাই জোট বেঁধেছি ৷ রাষ্ট্রবাদী মুসলমান, সনাতন ও জনজাতি আমরা সবাই মিলে এবার একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাই বাই করব ।"
2016 সালের এসএসসি প্যানেল বাতিল নিয়ে হাইকোর্টের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের এই রায় শুনে তাঁর আত্মা শান্তি পেয়েছে বলে বুধবার মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর এই স্বস্তি নিয়ে তাঁকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী ৷
তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা সুনিশ্চিত হয়েছে । এবার তিনি ব্যাগ গোছাক । 2022 সালের 5 মে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সুপ্রিম কোর্টও বলেছে, ওনাকে গ্রেফতার না-করে তদন্ত করতে । সিবিআই যেন মুখ্যমন্ত্রীর স্বাক্ষরটা নিয়ে জমা করে সুপ্রিম কোর্টে ৷ এটাই আমরাও চাই । আগামী 21 শে জুলাই ডিম ভাত দিবস আছে, তার আগে 14 জুলাই সুপ্রিম কোর্টে হীরক রানি বাই বাই ।"
আরও পড়ুন: