ETV Bharat / state

'ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করুন', এসসি-এসটি'দের নিম্নবর্ণ বলায় মমতাকে কটাক্ষ শুভেন্দুর - Suvendu attacks Mamata

author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 3:07 PM IST

Suvendu Adhikari: আরামবাগের সভা থেকে এসসি-এসটি'দের নিম্নবর্ণ বলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ব্লিচিং ও ফিনাইল দিয়ে মমতাকে মুখ পরিষ্কার করার নিদান দিলেন তিনি ৷

Suvendu Adhikari
মমতাকে আক্রমণ শুভেন্দুর (নিজস্ব ছবি)
এসসি-এসটি'দের নিয়ে মন্তব্যে মমতাকে কটাক্ষ শুভেন্দুর (ইটিভি ভারত)

গড়বেতা, 9 মে: দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে বুধবার আরামবাগে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে এসসি, এসটি'দের নিয়ে মন্তব্য করেন তিনি ৷ তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

চন্দ্রকোনা রোডে দাঁড়িয়ে এই বিজেপি নেতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এসসি/এসটি'দের নিম্নবর্ণ বলেছেন । তাঁর এমনটা বলার সাহস হয় কী করে ! মুখ্যমন্ত্রী তাঁর মুখটা ব্লিচিং এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করুক । দেশে রাজা প্রথা উঠে গিয়েছে । বাগদিরা,বাউড়িরা,কুড়মিরা নিম্নবর্ণ? সব এসসি,এসটি,ওবিসি সম্প্রদায়ের মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারাবেন । তাঁদের নিম্নবর্ণ বলার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি । দেশে উচ্চবর্ণ ও নিম্নবর্ণ বলে কিছু নেই ৷ এখানে সকলের একটাই পরিচয়, সেটা হল আমরা সবাই ভারতীয় ।"

ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে বুধবার রাতে চন্দ্রকোনায় রোড শো করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন তিনি কর্মী সমর্থকদের এবং প্রার্থী প্রণত টুডুকে নিয়ে বিশাল একটি রোড-শো করেন । সেই রোড-শো শেষে গাড়িতে ওঠার মুখে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন । তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় কায়দা করে মুসলমানদের ভয় দেখান, বিজেপিকে হিন্দুর পার্টি বলে, তাদের আর হিন্দুদের ভাগ করতে চান । এটা ওনার রাজনীতি । আমরা সবাই জোট বেঁধেছি ৷ রাষ্ট্রবাদী মুসলমান, সনাতন ও জনজাতি আমরা সবাই মিলে এবার একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাই বাই করব ।"

Suvendu Adhikari
প্রার্থী প্রণত টুডুর সঙ্গে রোড শো শুভেন্দু অধিকারীর (নিজস্ব ছবি)

2016 সালের এসএসসি প্যানেল বাতিল নিয়ে হাইকোর্টের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের এই রায় শুনে তাঁর আত্মা শান্তি পেয়েছে বলে বুধবার মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর এই স্বস্তি নিয়ে তাঁকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
প্রণত টুডুর সমর্থনে রোড শো চন্দ্রকোনায় (নিজস্ব ছবি)

তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা সুনিশ্চিত হয়েছে । এবার তিনি ব্যাগ গোছাক । 2022 সালের 5 মে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সুপ্রিম কোর্টও বলেছে, ওনাকে গ্রেফতার না-করে তদন্ত করতে । সিবিআই যেন মুখ্যমন্ত্রীর স্বাক্ষরটা নিয়ে জমা করে সুপ্রিম কোর্টে ৷ এটাই আমরাও চাই । আগামী 21 শে জুলাই ডিম ভাত দিবস আছে, তার আগে 14 জুলাই সুপ্রিম কোর্টে হীরক রানি বাই বাই ।"

আরও পড়ুন:

  1. 'রায় শুনে শান্তি পেয়েছে আত্মা', বিজেপি'কে চাকরিখেকো বাঘ বলে আক্রমণে মমতা
  2. মিতালি বাগের সমর্থনে আরামবাগের জনসভায় মমতা, দেখুন সরাসরি...
  3. 'পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে', মমতা-অভিষেককে হুঁশিয়ারি শুভেন্দুর

এসসি-এসটি'দের নিয়ে মন্তব্যে মমতাকে কটাক্ষ শুভেন্দুর (ইটিভি ভারত)

গড়বেতা, 9 মে: দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে বুধবার আরামবাগে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে এসসি, এসটি'দের নিয়ে মন্তব্য করেন তিনি ৷ তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

চন্দ্রকোনা রোডে দাঁড়িয়ে এই বিজেপি নেতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এসসি/এসটি'দের নিম্নবর্ণ বলেছেন । তাঁর এমনটা বলার সাহস হয় কী করে ! মুখ্যমন্ত্রী তাঁর মুখটা ব্লিচিং এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করুক । দেশে রাজা প্রথা উঠে গিয়েছে । বাগদিরা,বাউড়িরা,কুড়মিরা নিম্নবর্ণ? সব এসসি,এসটি,ওবিসি সম্প্রদায়ের মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারাবেন । তাঁদের নিম্নবর্ণ বলার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি । দেশে উচ্চবর্ণ ও নিম্নবর্ণ বলে কিছু নেই ৷ এখানে সকলের একটাই পরিচয়, সেটা হল আমরা সবাই ভারতীয় ।"

ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে বুধবার রাতে চন্দ্রকোনায় রোড শো করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন তিনি কর্মী সমর্থকদের এবং প্রার্থী প্রণত টুডুকে নিয়ে বিশাল একটি রোড-শো করেন । সেই রোড-শো শেষে গাড়িতে ওঠার মুখে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন । তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় কায়দা করে মুসলমানদের ভয় দেখান, বিজেপিকে হিন্দুর পার্টি বলে, তাদের আর হিন্দুদের ভাগ করতে চান । এটা ওনার রাজনীতি । আমরা সবাই জোট বেঁধেছি ৷ রাষ্ট্রবাদী মুসলমান, সনাতন ও জনজাতি আমরা সবাই মিলে এবার একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাই বাই করব ।"

Suvendu Adhikari
প্রার্থী প্রণত টুডুর সঙ্গে রোড শো শুভেন্দু অধিকারীর (নিজস্ব ছবি)

2016 সালের এসএসসি প্যানেল বাতিল নিয়ে হাইকোর্টের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের এই রায় শুনে তাঁর আত্মা শান্তি পেয়েছে বলে বুধবার মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর এই স্বস্তি নিয়ে তাঁকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
প্রণত টুডুর সমর্থনে রোড শো চন্দ্রকোনায় (নিজস্ব ছবি)

তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা সুনিশ্চিত হয়েছে । এবার তিনি ব্যাগ গোছাক । 2022 সালের 5 মে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সুপ্রিম কোর্টও বলেছে, ওনাকে গ্রেফতার না-করে তদন্ত করতে । সিবিআই যেন মুখ্যমন্ত্রীর স্বাক্ষরটা নিয়ে জমা করে সুপ্রিম কোর্টে ৷ এটাই আমরাও চাই । আগামী 21 শে জুলাই ডিম ভাত দিবস আছে, তার আগে 14 জুলাই সুপ্রিম কোর্টে হীরক রানি বাই বাই ।"

আরও পড়ুন:

  1. 'রায় শুনে শান্তি পেয়েছে আত্মা', বিজেপি'কে চাকরিখেকো বাঘ বলে আক্রমণে মমতা
  2. মিতালি বাগের সমর্থনে আরামবাগের জনসভায় মমতা, দেখুন সরাসরি...
  3. 'পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে', মমতা-অভিষেককে হুঁশিয়ারি শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.