পিড়াকাটা, 18 মে: "প্রায় এক কোটি টাকা করে মুখ্যমন্ত্রীর প্রতিটা সভাতে পুলিশের পিছনে খরচ করেন ৷ অথচ মুখ্যমন্ত্রী নিজেই সেফ্টিপিন লাগাচ্ছেন ছেঁড়া জুতোয় ৷ এটা ভাবা যায়!" শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরইসঙ্গে তিনি বলেন, "2021 সালেই আমি সেফ্টিপিন ফুটিয়ে দিয়েছি, যা আর কোনওদিন বেরোবে না।"
উল্লেখ্য, ভোটের মুখে শাসকদল তৃণমূলের সঙ্গে বিরোধীদের প্রচার চলছে জোরকদমে। তবে পিছিয়ে নেই বামেরা । ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের কিছু অংশ নিয়ে রয়েছে পিড়াকাটার অংশ। তাই মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা এবং ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে নিয়ে প্রচার করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সভামঞ্চে দুই প্রার্থীকে রেখে বক্তব্য রাখা শুরু করেন। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী মঞ্চেই নিজের সেফ্টিপিন লাগাচ্ছে ৷ ভাবা যায় ? একদিন মুখ্যমন্ত্রীর সভাতে প্রায় এক কোটি টাকা করে খরচ হয় পুলিশের পিছনে ।"
নন্দীগ্রামের ভোট নিয়ে মন্তব্য করে শুভেন্দু বলেন, "আমি তো আপনার পায়ে সেফ্টিপিন ফুটিয়ে দিয়েছি। 21 সালের নন্দীগ্রামে। 1957 ভোটে হেরেছিলেন তিনি। যেই সেফ্টিপিনটি আর কোনওদিন বেরোবে না।" পরে হাস্যকৌতুক সুরে বলেন, "যতদিন উনি বাঁচবেন ততদিন ওনার কানে বাজবে, "আমি হেরেছি, আমি হেরেছি।"
প্রসঙ্গত, এদিন মেদিনীপুর প্রার্থী অগ্নিমিত্রা পলকে নিয়ে মোট চারটি সভা করেন বিধানসভার বিরোধী দলনেতা। তার এই সভায় মেদিনীপুরের প্রার্থী ছাড়াও ছিলেন ঝাড়গ্রামের প্রার্থী প্রণত টুডু ।
আরও পড়ুন: