রানাঘাট, 4 জুলাই: উপনির্বাচনের প্রচারে গিয়ে রাজভবনে প্রতিবাদে বসা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,"আদালতের কাছে আমার নীতিগত লড়াই ছিল এটা ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে পাঁচদিন বসে নাটক করলেও 144 ধারা থাকে না। আমার ক্ষেত্রে এক মিনিটের পারমিশন দিলেও সেটা আমার কাছে বড় পাওনা ছিল। সেখানে আদালত আমাকে চার ঘণ্টা বসার নির্দেশ দিয়েছে, এটা বড় পাওনা । 14 জুলাই আমি ভোট পরবর্তী হিংসার ঘটনায় শহিদ পরিবারের 200 জনের বেশি প্রতিনিধিদের নিয়ে আমি ধর্নায় বসব ৷"
এদিন নদিয়ার রানাঘাটে দক্ষিণ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে প্রচারে আসেন শুভেন্দু । সেখান থেকেই জানিয়ে দেন, আগামী 14 জুলাই প্রায় 200 জন শহিদ পরিবার এবং 300 জন অত্যাচারী পরিবারকে নিয়ে রাজভবনের সামনে প্রতিবাদে বসবেন তিনি । বিরোধী দলনেতার এই রাজভবনে বসা নিয়ে রাজনৈতিক মহলে তরজা চলছিল। রাজ্য প্রশাসনের অনুমতি না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী ।
বুধবারই কলকাতা হাইকোর্ট তাঁকে চার ঘণ্টার প্রতিবাদে বসার অনুমতি দেয় । ভোট পরবর্তী হিংসায় প্রতিবাদের জন্য রাজভবনের সামনে ধর্না করতে চেয়ে প্রথমে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু, পুলিশের তরফ থেকে আপত্তি জানানো হয়েছিল। বলা হয়েছিল, ওই জায়গায় 144 ধারা থাকে, তাই রাজ্যপালের নিরাপত্তার কারণে বিজেপির এই কর্মসূচিতে অনুমতি দেওয়া সম্ভব নয়। যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। কিন্তু এদিন হাইকোর্টের অনুমিত মেলার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন শুভেন্দু ৷