ETV Bharat / state

'সবকা সাথ, সবকা বিকাশ' ছেড়ে নতুন স্লোগান শুভেন্দুর, পরে ড্যামেজ কন্ট্রোল বিজেপি নেতার - Suvendu Adhikari - SUVENDU ADHIKARI

Suvendu Adhikari: রাজ্যে বিজেপির শোচনীয় ফলাফলের পর বিজেপি কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী (ছবি সৌজন্য: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 3:34 PM IST

Updated : Jul 17, 2024, 4:48 PM IST

কলকাতা, 17 জুলাই: "'সব কা সাথ, সব কা বিকাশ' বন্ধ করো", বললেন খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার সায়েন্স সিটিতে বিজেপি রাজ্য কমিটির বৈঠকের মঞ্চ থেকে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা সাফ বলেন, "বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই ৷ যাঁরা আমাদের সঙ্গে আছেন, তাঁদের নিয়েই বিকাশের পথে হাঁটবে বিজেপি ৷"

সায়েন্স সিটিতে রাজ্য কমিটির বৈঠকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

'সবকা সাথ, সবকা বিকাশ' মন্তব্যের পরেই ড্যামেজ কন্ট্রোলে নামেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ তিনি বলেন, "আমি যা বলেছি, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ আমি স্পষ্ট বলছি, যাঁরা জাতীয়তাবাদী, যাঁরা বাংলা ও দেশের জন্য রয়েছেন, আমরা তাঁদের সঙ্গে অবশ্যই রয়েছি ৷ যাঁরা আমাদের সঙ্গে নেই, যাঁরা দেশ ও বাংলার স্বার্থের বিরুদ্ধে, আমরা তাঁদের ফাঁস করে দেব ৷"

এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ বিজেপি নেতা শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বলে ভেদাভেদ করি না ৷ আমরা তাদের সবাইকে ভারতীয় হিসেবেই দেখি ৷ প্রধানমন্ত্রীর 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস' বার্তাকে আমি অক্ষরে অক্ষরে মেনে চলি ৷"

সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন সংখ্যা আগের থেকে কমেছে ৷ এমনকী রাজ্যের চারটি আসনে বিধানসভা উপ-নির্বাচনের একটিতেও বিজেপি জয়ী হয়নি ৷ কার্যত লোকসভা ভোটের ক্ষতে নুন ছিটিয়েছে বিধানসভা ভোটের ফলাফল ৷

এই পরিস্থিতিতে এদিন মঞ্চ থেকে শুভেন্দু কর্মীদের মনোবল বাড়াতে বার্তা দেন ৷ এদিন বিজেপি বিধায়ক আরও বলেন, "বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যেও বিজেপি 2 কোটি 33 লক্ষ 60 হাজার ভোট পেয়েছে ৷" ইতিহাস তুলে এনে তিনি এও বলেন যে, 2001 সালে নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের 'জেহাদিরা' 'জঙ্গিরা' পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপির বুথ স্তরের সংগঠনকে একেবারে ভেঙেচুরে তছনছ করে দিয়েছিল ৷

কলকাতা, 17 জুলাই: "'সব কা সাথ, সব কা বিকাশ' বন্ধ করো", বললেন খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার সায়েন্স সিটিতে বিজেপি রাজ্য কমিটির বৈঠকের মঞ্চ থেকে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা সাফ বলেন, "বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই ৷ যাঁরা আমাদের সঙ্গে আছেন, তাঁদের নিয়েই বিকাশের পথে হাঁটবে বিজেপি ৷"

সায়েন্স সিটিতে রাজ্য কমিটির বৈঠকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

'সবকা সাথ, সবকা বিকাশ' মন্তব্যের পরেই ড্যামেজ কন্ট্রোলে নামেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ তিনি বলেন, "আমি যা বলেছি, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ আমি স্পষ্ট বলছি, যাঁরা জাতীয়তাবাদী, যাঁরা বাংলা ও দেশের জন্য রয়েছেন, আমরা তাঁদের সঙ্গে অবশ্যই রয়েছি ৷ যাঁরা আমাদের সঙ্গে নেই, যাঁরা দেশ ও বাংলার স্বার্থের বিরুদ্ধে, আমরা তাঁদের ফাঁস করে দেব ৷"

এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ বিজেপি নেতা শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বলে ভেদাভেদ করি না ৷ আমরা তাদের সবাইকে ভারতীয় হিসেবেই দেখি ৷ প্রধানমন্ত্রীর 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস' বার্তাকে আমি অক্ষরে অক্ষরে মেনে চলি ৷"

সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন সংখ্যা আগের থেকে কমেছে ৷ এমনকী রাজ্যের চারটি আসনে বিধানসভা উপ-নির্বাচনের একটিতেও বিজেপি জয়ী হয়নি ৷ কার্যত লোকসভা ভোটের ক্ষতে নুন ছিটিয়েছে বিধানসভা ভোটের ফলাফল ৷

এই পরিস্থিতিতে এদিন মঞ্চ থেকে শুভেন্দু কর্মীদের মনোবল বাড়াতে বার্তা দেন ৷ এদিন বিজেপি বিধায়ক আরও বলেন, "বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যেও বিজেপি 2 কোটি 33 লক্ষ 60 হাজার ভোট পেয়েছে ৷" ইতিহাস তুলে এনে তিনি এও বলেন যে, 2001 সালে নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের 'জেহাদিরা' 'জঙ্গিরা' পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপির বুথ স্তরের সংগঠনকে একেবারে ভেঙেচুরে তছনছ করে দিয়েছিল ৷

Last Updated : Jul 17, 2024, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.