কলকাতা, 17 জুলাই: "'সব কা সাথ, সব কা বিকাশ' বন্ধ করো", বললেন খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার সায়েন্স সিটিতে বিজেপি রাজ্য কমিটির বৈঠকের মঞ্চ থেকে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা সাফ বলেন, "বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই ৷ যাঁরা আমাদের সঙ্গে আছেন, তাঁদের নিয়েই বিকাশের পথে হাঁটবে বিজেপি ৷"
'সবকা সাথ, সবকা বিকাশ' মন্তব্যের পরেই ড্যামেজ কন্ট্রোলে নামেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ তিনি বলেন, "আমি যা বলেছি, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ আমি স্পষ্ট বলছি, যাঁরা জাতীয়তাবাদী, যাঁরা বাংলা ও দেশের জন্য রয়েছেন, আমরা তাঁদের সঙ্গে অবশ্যই রয়েছি ৷ যাঁরা আমাদের সঙ্গে নেই, যাঁরা দেশ ও বাংলার স্বার্থের বিরুদ্ধে, আমরা তাঁদের ফাঁস করে দেব ৷"
এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ বিজেপি নেতা শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বলে ভেদাভেদ করি না ৷ আমরা তাদের সবাইকে ভারতীয় হিসেবেই দেখি ৷ প্রধানমন্ত্রীর 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস' বার্তাকে আমি অক্ষরে অক্ষরে মেনে চলি ৷"
My statement is being taken out of context. I am clear that those who are Nationalists, stand for this Nation and Bengal, we should be with them. Those who don’t stand with us, work against the interest of Nation and Bengal, we need to expose them. Also, like Mamata Banerjee, we…
— Suvendu Adhikari (@SuvenduWB) July 17, 2024
সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন সংখ্যা আগের থেকে কমেছে ৷ এমনকী রাজ্যের চারটি আসনে বিধানসভা উপ-নির্বাচনের একটিতেও বিজেপি জয়ী হয়নি ৷ কার্যত লোকসভা ভোটের ক্ষতে নুন ছিটিয়েছে বিধানসভা ভোটের ফলাফল ৷
এই পরিস্থিতিতে এদিন মঞ্চ থেকে শুভেন্দু কর্মীদের মনোবল বাড়াতে বার্তা দেন ৷ এদিন বিজেপি বিধায়ক আরও বলেন, "বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যেও বিজেপি 2 কোটি 33 লক্ষ 60 হাজার ভোট পেয়েছে ৷" ইতিহাস তুলে এনে তিনি এও বলেন যে, 2001 সালে নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের 'জেহাদিরা' 'জঙ্গিরা' পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপির বুথ স্তরের সংগঠনকে একেবারে ভেঙেচুরে তছনছ করে দিয়েছিল ৷