ETV Bharat / state

চিরকুটে চাকরি পেয়েছেন তৃণমূল প্রার্থী, দাবি শুভেন্দুর; প্রমাণ করার চ্যালেঞ্জ মিতালির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Suvendu Adhikari Slams Mitali Bag: হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী ৷ তাঁর এই চাকরি নাকি চিরকুটে পাওয়া ৷ এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী ৷ এই মন্তব্যের পালটা বিজেপি নেতা শুভেন্দুকে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল প্রার্থী ৷ বলেছেন প্রমাণ করতে ৷ সেইসঙ্গে বললেন, "শুভেন্দুবাবুর মাথার নাট ঢিলা হয়ে গিয়েছে ৷"

Suvendu Adhikari Slams Mitali Bag
Suvendu Adhikari Slams Mitali Bag
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 2:06 PM IST

Suvendu Adhikari Slams Mitali Bag

তারকেশ্বর, 7 এপ্রিল: আরামবাগের তৃণমূল প্রার্থী চিরকুটে চাকরির বিরুদ্ধে অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের নাম না-করে কটাক্ষ করেন বিজেপি নেতা। শনিবার তারকেশ্বরে বিজেপি প্রার্থী অরূপ দিগরের সমর্থনে প্রচারে যান। সেখানেই তৃণমূল প্রার্থীকে আক্রমণ করেন তিনি । এনিয়ে আরামবাগের তৃণমূলের প্রার্থীর দাবি উনি প্রমাণ করুক আগে। পাগলের প্রলাপ বকছেন শুভেন্দু।

শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে তারকেশ্বরে বিজয় সংকল্প সভায় আসেন শুভেন্দু অধিকারী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, "আরামবাগে কাকে প্রার্থী করেছেন, যিনি সিপিআইএম নেতার কন্যা। অঙ্গনওয়াড়ি চাকরি পেয়েছেন বেআইনিভাবে। সিপিএম তো চিরকুটে চাকরি দিত, আর তৃণমূল 'মাল' নিয়ে চাকরি দেয়‌। এই মহিলা প্রার্থী সিপিএমের সময় চাকরি পেয়েছেন তাঁর বাবার সৌজন্যে।

শুভেন্দু অধিকারীর বক্ত্যব্যের পালটা দিয়েছেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। তিনি বলেন, "শুভেন্দুবাবুর মাথার নাট ঢিলা হয়ে গিয়েছে ৷ রাঁচিতে গিয়ে হবে না ৷ সাইকেলের দোকানে গিয়ে পাত দিয়ে নাট ঠিক করতে হবে। আমি চিরকুটে চাকরি পেয়েছি যে বলছেন তাঁকে কাগজে টাকা নিতে দেখা গিয়েছে। তিনি নিজের মুখে বলেছেন যে আমার নারদা ছাড়া কোনও অভিযোগ নেই। এটা হাস্যকর বিষয়। উনি আদৌ সুস্থ কি না, তা আমার মনে হয় না ৷ ওনার মুখে একটা ভয়ের ছাপ।"

তাঁর আরও সংযোজন, "আমি চ্যালেঞ্জ করছি উনি প্রমাণ করুক ৷ না-হলে বলব ওনার ডিএনএ ঠিক আছে কি না ৷ কারণ সবসময় পাগলের মতো প্রলাপ বকছে। একটা জনজাতির মেয়েকে এভাবে ভয় দেখালে, চমকালে হবে না। আমাদের বংশে ওনাদের মতো কোনও পেট্রল পাম্প নেই। ওনার মতো একাধিক সমবায়ের সদস্য কেউ নয় । ওনার বাড়ির মতো আমার বাড়িতে 8-10টা মন্ত্রী নেই।"

আরও পড়ুন:

  1. ভূপতিনগরকাণ্ডের নিন্দা শুভেন্দু-সুকান্ত-অধীরের, প্রশ্ন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে
  2. সুকান্ত-শুভেন্দু বাংলার কুলাঙ্গার ! বিতর্কিত মন্তব্য মমতার
  3. গরুপাচার ও রেশন দুর্নীতিকাণ্ডে পার্থকে তোপ শুভেন্দুর

Suvendu Adhikari Slams Mitali Bag

তারকেশ্বর, 7 এপ্রিল: আরামবাগের তৃণমূল প্রার্থী চিরকুটে চাকরির বিরুদ্ধে অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের নাম না-করে কটাক্ষ করেন বিজেপি নেতা। শনিবার তারকেশ্বরে বিজেপি প্রার্থী অরূপ দিগরের সমর্থনে প্রচারে যান। সেখানেই তৃণমূল প্রার্থীকে আক্রমণ করেন তিনি । এনিয়ে আরামবাগের তৃণমূলের প্রার্থীর দাবি উনি প্রমাণ করুক আগে। পাগলের প্রলাপ বকছেন শুভেন্দু।

শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে তারকেশ্বরে বিজয় সংকল্প সভায় আসেন শুভেন্দু অধিকারী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, "আরামবাগে কাকে প্রার্থী করেছেন, যিনি সিপিআইএম নেতার কন্যা। অঙ্গনওয়াড়ি চাকরি পেয়েছেন বেআইনিভাবে। সিপিএম তো চিরকুটে চাকরি দিত, আর তৃণমূল 'মাল' নিয়ে চাকরি দেয়‌। এই মহিলা প্রার্থী সিপিএমের সময় চাকরি পেয়েছেন তাঁর বাবার সৌজন্যে।

শুভেন্দু অধিকারীর বক্ত্যব্যের পালটা দিয়েছেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। তিনি বলেন, "শুভেন্দুবাবুর মাথার নাট ঢিলা হয়ে গিয়েছে ৷ রাঁচিতে গিয়ে হবে না ৷ সাইকেলের দোকানে গিয়ে পাত দিয়ে নাট ঠিক করতে হবে। আমি চিরকুটে চাকরি পেয়েছি যে বলছেন তাঁকে কাগজে টাকা নিতে দেখা গিয়েছে। তিনি নিজের মুখে বলেছেন যে আমার নারদা ছাড়া কোনও অভিযোগ নেই। এটা হাস্যকর বিষয়। উনি আদৌ সুস্থ কি না, তা আমার মনে হয় না ৷ ওনার মুখে একটা ভয়ের ছাপ।"

তাঁর আরও সংযোজন, "আমি চ্যালেঞ্জ করছি উনি প্রমাণ করুক ৷ না-হলে বলব ওনার ডিএনএ ঠিক আছে কি না ৷ কারণ সবসময় পাগলের মতো প্রলাপ বকছে। একটা জনজাতির মেয়েকে এভাবে ভয় দেখালে, চমকালে হবে না। আমাদের বংশে ওনাদের মতো কোনও পেট্রল পাম্প নেই। ওনার মতো একাধিক সমবায়ের সদস্য কেউ নয় । ওনার বাড়ির মতো আমার বাড়িতে 8-10টা মন্ত্রী নেই।"

আরও পড়ুন:

  1. ভূপতিনগরকাণ্ডের নিন্দা শুভেন্দু-সুকান্ত-অধীরের, প্রশ্ন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে
  2. সুকান্ত-শুভেন্দু বাংলার কুলাঙ্গার ! বিতর্কিত মন্তব্য মমতার
  3. গরুপাচার ও রেশন দুর্নীতিকাণ্ডে পার্থকে তোপ শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.