ETV Bharat / state

আম্বেদকরকে নিয়ে শাহের মন্তব্যকে বিকৃত করছে কংগ্রেস-তৃণমূল: শুভেন্দু - SUVENDU ADHIKARI

বিধানসভা থেকে আম্বেদকর ইস্যুতে কংগ্রেস ও তৃণমূলকে তোপ দাগেন বিরোধী দলনেতা ৷ সংরক্ষণ নিয়ে তাঁর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Suvendu Adhikari
আম্বেদকর ইস্যুতে কংগ্রেস ও তৃণমূলকে একযোগে আক্রমণ শুভেন্দু অধিকারীর (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2024, 6:58 PM IST

কলকাতা/হাওড়া, 24 ডিসেম্বর: বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে কংগ্রেস ও তৃণমূল । মঙ্গলবার বিধানসভা থেকে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এ দিন তিনি বলেন, "সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং এখানে কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল বাবাসাহেব আম্বেদকরকে অপমান করার কাজ করেছে । কারণ কংগ্রেস সংরক্ষণ বিরোধী, বাবাসাহেব আম্বেদকর বিরোধী ও সংবিধান বিরোধী দল । জরুরি অবস্থা প্রয়োগ করে সংবিধানকে ভুলুণ্ঠিত করার কাজ করেছিল কংগ্রেস । জওহরলাল নেহরু আর ইন্দিরা গান্ধি আগেই ভারতরত্ন পান ৷ তবে বিআর আম্বেদকরকে 1990 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় ভারতরত্ন পাওয়ার জন্য । ওই সময় বিজেপি সমর্থিত কেন্দ্র সরকার বিআর আম্বেদকরকে ভারতরত্নে ভূষিত করেন ।"

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

তাঁর কথায়, "বিআর আম্বেদকরকে নিয়ে এই অপপ্রচার পশ্চিমবঙ্গের নিপীড়িত অবহেলিত জনজাতি সমাজ গ্রহণ করবে না । কারণ পশ্চিমবাংলায় বিশেষ সম্প্রদায়ের 77টি গোষ্ঠীকে ওবিসি তালিকায় ঢুকিয়ে প্রকৃত ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং স্থায়ী নিয়োগ বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্যাজুয়াল ও কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে, যেখানে এসটি এসসি সংরক্ষণ তুলে দিয়েছে । বাবাসাহেব আম্বেদকর যে সংরক্ষণ ভারতবাসীকে দিয়েছিলেন, সেই সংরক্ষণের অধিকার থেকে তফশিলি জাতি এবং উপজাতিদের পশ্চিমবাংলায় বঞ্চিত করা হচ্ছে ।"

বিরোধী দলনেতার আরও সংযোজন, "দলিত পরিবারের কন্যা সন্তানরা শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছে এবং তাঁদের খুন করা হচ্ছে । তাই এই নাটক সাধারণ মানুষ গ্রহণ করবে না এবং বিজেপিও লাগাতার প্রতিবাদের মধ্যে দিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মিথ্যা প্রচার বন্ধ করবে ।"

Suvendu Adhikari
সংগ্রামী যৌথ মঞ্চের ধরনায় বিরোধী দলনেতা (নিজস্ব ছবি)

কী মন্তব্য করেছিলেন অমিত শাহ ?

উল্লেখ্য, সংসদের উচ্চকক্ষে সংবিধানের 75 বছর পূর্তি বিতর্কে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, "এখন এক ফ্যাশন হয়েছে - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর ৷ এত বার যদি ভগবানের নাম নিত, তবে সাত জন্ম স্বর্গবাস হত ৷ একশো বার আম্বেদকরের নাম নেওয়া হয়, কিন্তু আমি বলতে চাই তাঁর প্রতি আপনাদের (কংগ্রেস) অনুভূতি কী ? জওহরলাল নেহরুর সঙ্গে আম্বেদকরের অনেক মতপার্থক্য ছিল ৷ সেই কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি ৷"

শুধু তাই নয়, অমিত শাহ মনে করিয়ে দেন বাবাসাহেবের বিরুদ্ধে নির্বাচনে প্রচার পর্যন্ত করেছিলেন জওহরলাল নেহরু । আর তাঁর এমন মন্তব্যের পরই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে ৷ গর্জে ওঠে কংগ্রেস ও তৃণমূল ৷ সংসদ চত্বরে আম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা ৷

এমনকি এই ইস্যুতে অমিত শাহের কড়া সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, "লক্ষ লক্ষ মানুষ আম্বেদকরকে অনুসরণ করেন ৷ তিনি অনেকের অনুপ্রেরণা ৷ সেইসব মানুষদের কাছে এমন মন্তব্য অপমানজনক ৷ কিন্তু যে দলের কাছে ঘৃণা ও ধর্মান্ধতাই অস্ত্র, তাদের থেকে আর কীই বা আশা করা যায় ?"

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য বিরোধী দলনেতার

বিধানসভা থেকে এ দিন বাংলাদেশ নিয়েও মন্তব্য করেন বিরোধী দলনেতা ৷ বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথাসময়ে সঠিক পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি এও বলেন, আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ ৷ তাই ডোনাল্ড ট্রাম্প আবার রাষ্ট্রপতি হয়ে তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চয়ই বাংলাদেশের ব্যবস্থা করবেন ।"

জঙ্গিদের গ্রেফতারি নিয়ে শুভেন্দুর তোপ মমতাকে

রাজ্যে জঙ্গিদের গ্রেফতারি প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট রাজনীতির জন্য বাসন্তী হাইওয়ে এবং কামালগাজি মোড় থেকে ক্যানিং হয়ে গোসাবার ঘাট পর্যন্ত এই রাস্তা দুটোই জঙ্গিদের হাতে চলে গিয়েছে । গোসবাতে 13টা দ্বীপ আছে । একটি দ্বীপে বিএসএফের একটা ক্যাম্প আছে ৷ আর বাকি কোথাও নেই ৷ আর সেখানেই জঙ্গিরা মৎস্যজীবীদের সঙ্গে মিশে গোসাবা, ক্যানিং, তারপর কামালগাজি হয়ে ভারতে ঢুকে পড়ছে ৷ অথচ এইসব জায়গার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতেই ব্যস্ত ।"

তাঁর বক্তব্য, "সারা দেশটাকে নষ্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর তার মুখ হল জাভেদ খান, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আরাবুল ইসলাম, শওকত মোল্লা এদের মত লোকজন ।"

ডিএ আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী

অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে ডিএ-সহ দশ দফা দাবিতে তিন দিনব্যাপী ধরনা কর্মসূচির শেষ দিনে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার তিনি ওই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে মুখ্যমন্ত্রীকে অত্যাচারী, অহংকারী, দুর্নীতির চূড়ামণি বলে আখ্যা দেন ।

শুভেন্দু অধিকারী বলেন, "সংগ্রামী যৌথ মঞ্চ একটি প্ল্যাটফর্ম । তারা রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত, পীড়িত এবং শোষিত, আক্রান্ত । রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে, ভোটের পাটিগণিতের বাইরে, আমি সব সময় এদের পাশে থাকার চেষ্টা করেছি দলনেতা হিসেবে । আমি আমার দলের মতাদর্শ আন্দোলনকারীদের উপর কখনও চাপিয়ে দিতে চাই না । প্রত্যেক আন্দোলনকারীর এই আন্দোলনের পাশে থেকে তাঁদের স্যালুট জানাই । সংগ্রামী যৌথ মঞ্চের আপোসহীন লড়াইয়ের ফল আপনারা পাচ্ছেন ।"

বিরোধী দলনেতা আরও বলেন, "সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই হোক, আমরা পাশে আছি ৷ সবাই মিলে একসঙ্গে লড়ব । আমরা জিতবই ।"

কলকাতা/হাওড়া, 24 ডিসেম্বর: বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে কংগ্রেস ও তৃণমূল । মঙ্গলবার বিধানসভা থেকে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এ দিন তিনি বলেন, "সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং এখানে কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল বাবাসাহেব আম্বেদকরকে অপমান করার কাজ করেছে । কারণ কংগ্রেস সংরক্ষণ বিরোধী, বাবাসাহেব আম্বেদকর বিরোধী ও সংবিধান বিরোধী দল । জরুরি অবস্থা প্রয়োগ করে সংবিধানকে ভুলুণ্ঠিত করার কাজ করেছিল কংগ্রেস । জওহরলাল নেহরু আর ইন্দিরা গান্ধি আগেই ভারতরত্ন পান ৷ তবে বিআর আম্বেদকরকে 1990 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় ভারতরত্ন পাওয়ার জন্য । ওই সময় বিজেপি সমর্থিত কেন্দ্র সরকার বিআর আম্বেদকরকে ভারতরত্নে ভূষিত করেন ।"

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

তাঁর কথায়, "বিআর আম্বেদকরকে নিয়ে এই অপপ্রচার পশ্চিমবঙ্গের নিপীড়িত অবহেলিত জনজাতি সমাজ গ্রহণ করবে না । কারণ পশ্চিমবাংলায় বিশেষ সম্প্রদায়ের 77টি গোষ্ঠীকে ওবিসি তালিকায় ঢুকিয়ে প্রকৃত ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং স্থায়ী নিয়োগ বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্যাজুয়াল ও কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে, যেখানে এসটি এসসি সংরক্ষণ তুলে দিয়েছে । বাবাসাহেব আম্বেদকর যে সংরক্ষণ ভারতবাসীকে দিয়েছিলেন, সেই সংরক্ষণের অধিকার থেকে তফশিলি জাতি এবং উপজাতিদের পশ্চিমবাংলায় বঞ্চিত করা হচ্ছে ।"

বিরোধী দলনেতার আরও সংযোজন, "দলিত পরিবারের কন্যা সন্তানরা শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছে এবং তাঁদের খুন করা হচ্ছে । তাই এই নাটক সাধারণ মানুষ গ্রহণ করবে না এবং বিজেপিও লাগাতার প্রতিবাদের মধ্যে দিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মিথ্যা প্রচার বন্ধ করবে ।"

Suvendu Adhikari
সংগ্রামী যৌথ মঞ্চের ধরনায় বিরোধী দলনেতা (নিজস্ব ছবি)

কী মন্তব্য করেছিলেন অমিত শাহ ?

উল্লেখ্য, সংসদের উচ্চকক্ষে সংবিধানের 75 বছর পূর্তি বিতর্কে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, "এখন এক ফ্যাশন হয়েছে - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর ৷ এত বার যদি ভগবানের নাম নিত, তবে সাত জন্ম স্বর্গবাস হত ৷ একশো বার আম্বেদকরের নাম নেওয়া হয়, কিন্তু আমি বলতে চাই তাঁর প্রতি আপনাদের (কংগ্রেস) অনুভূতি কী ? জওহরলাল নেহরুর সঙ্গে আম্বেদকরের অনেক মতপার্থক্য ছিল ৷ সেই কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি ৷"

শুধু তাই নয়, অমিত শাহ মনে করিয়ে দেন বাবাসাহেবের বিরুদ্ধে নির্বাচনে প্রচার পর্যন্ত করেছিলেন জওহরলাল নেহরু । আর তাঁর এমন মন্তব্যের পরই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে ৷ গর্জে ওঠে কংগ্রেস ও তৃণমূল ৷ সংসদ চত্বরে আম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা ৷

এমনকি এই ইস্যুতে অমিত শাহের কড়া সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, "লক্ষ লক্ষ মানুষ আম্বেদকরকে অনুসরণ করেন ৷ তিনি অনেকের অনুপ্রেরণা ৷ সেইসব মানুষদের কাছে এমন মন্তব্য অপমানজনক ৷ কিন্তু যে দলের কাছে ঘৃণা ও ধর্মান্ধতাই অস্ত্র, তাদের থেকে আর কীই বা আশা করা যায় ?"

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য বিরোধী দলনেতার

বিধানসভা থেকে এ দিন বাংলাদেশ নিয়েও মন্তব্য করেন বিরোধী দলনেতা ৷ বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথাসময়ে সঠিক পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি এও বলেন, আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ ৷ তাই ডোনাল্ড ট্রাম্প আবার রাষ্ট্রপতি হয়ে তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চয়ই বাংলাদেশের ব্যবস্থা করবেন ।"

জঙ্গিদের গ্রেফতারি নিয়ে শুভেন্দুর তোপ মমতাকে

রাজ্যে জঙ্গিদের গ্রেফতারি প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট রাজনীতির জন্য বাসন্তী হাইওয়ে এবং কামালগাজি মোড় থেকে ক্যানিং হয়ে গোসাবার ঘাট পর্যন্ত এই রাস্তা দুটোই জঙ্গিদের হাতে চলে গিয়েছে । গোসবাতে 13টা দ্বীপ আছে । একটি দ্বীপে বিএসএফের একটা ক্যাম্প আছে ৷ আর বাকি কোথাও নেই ৷ আর সেখানেই জঙ্গিরা মৎস্যজীবীদের সঙ্গে মিশে গোসাবা, ক্যানিং, তারপর কামালগাজি হয়ে ভারতে ঢুকে পড়ছে ৷ অথচ এইসব জায়গার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতেই ব্যস্ত ।"

তাঁর বক্তব্য, "সারা দেশটাকে নষ্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর তার মুখ হল জাভেদ খান, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আরাবুল ইসলাম, শওকত মোল্লা এদের মত লোকজন ।"

ডিএ আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী

অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে ডিএ-সহ দশ দফা দাবিতে তিন দিনব্যাপী ধরনা কর্মসূচির শেষ দিনে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার তিনি ওই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে মুখ্যমন্ত্রীকে অত্যাচারী, অহংকারী, দুর্নীতির চূড়ামণি বলে আখ্যা দেন ।

শুভেন্দু অধিকারী বলেন, "সংগ্রামী যৌথ মঞ্চ একটি প্ল্যাটফর্ম । তারা রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত, পীড়িত এবং শোষিত, আক্রান্ত । রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে, ভোটের পাটিগণিতের বাইরে, আমি সব সময় এদের পাশে থাকার চেষ্টা করেছি দলনেতা হিসেবে । আমি আমার দলের মতাদর্শ আন্দোলনকারীদের উপর কখনও চাপিয়ে দিতে চাই না । প্রত্যেক আন্দোলনকারীর এই আন্দোলনের পাশে থেকে তাঁদের স্যালুট জানাই । সংগ্রামী যৌথ মঞ্চের আপোসহীন লড়াইয়ের ফল আপনারা পাচ্ছেন ।"

বিরোধী দলনেতা আরও বলেন, "সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই হোক, আমরা পাশে আছি ৷ সবাই মিলে একসঙ্গে লড়ব । আমরা জিতবই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.