ETV Bharat / state

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির বয়স 104, অন্তর্বর্তী জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে - 104 YEAR OLD CONVICT INTERIM BAIL

যাবজ্জীবন কারাবাসের সাজা খাটতে খাটতেই দোষীর বয়স একশো পেরিয়ে গিয়েছে ৷ অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)
author img

By Sumit Saxena

Published : Nov 30, 2024, 5:45 PM IST

নয়াদিল্লি, 30 নভেম্বর: দোষীর বয়স 104 বছর ৷ সে আজীবন কারাদণ্ডের সাজা খাটছিল ৷ শুক্রবার প্রবীণ নাগরিকের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷

জানা গিয়েছে, 1920 সালে ব্রিটিশ শাসনাধীন বাংলার মালদা জেলায় জন্মগ্রহণ করে রসিক চন্দ্র মণ্ডল ৷ 1994 সালে তাকে 1988 সালের একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত করে আদালত ৷ সেই সময় তার বয়স ছিল 68 ৷ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার আদেশ দেয় ৷ সেই সাজা এখনও খাটছিল শতায়ু পার করা রসিক ৷ বয়সের ভারে নানারকম শারীরিক সমস্যায় ভুগছে রসিক ৷ আর কয়েকদিনের মধ্যেই সে 104 বছরের জন্মদিন পালন করবে ৷

এই অবস্থায় তার মুক্তির আবেদন জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতে ৷ শুক্রবার সেই মামলাটির শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ৷ পশ্চিমবঙ্গ সরকারের তরফে হাজির ছিলেন কৌঁসুলি আস্থা শর্মা ৷

দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের কৌঁসুলির কাছে রসিকচন্দ্র মণ্ডলের শারীরিক অবস্থার কথা জানতে চায় ৷ আইনজীবী জানান, শতায়ু রসিক খুব শীঘ্রই 104 বছরের জন্মদিন পালন করবে ৷ এই বয়সে পৌঁছে স্বভাবত তার নানারকম শারীরিক সমস্যা রয়েছে ৷ তাই প্রধান বিচারপতির বেঞ্চের কাছে আবেদন, বেঞ্চ যেন তাকে এবার মুক্তি দেয় ৷ রসিক মণ্ডলের অবস্থা বিবেচনা করে বেঞ্চ তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে ৷ জামিন অবশ্য শর্তসাপেক্ষ এবং সেই শর্ত ঠিক করবে ট্রায়াল কোর্ট, রায়ে জানিয়েছে শীর্ষ আদালত ৷

এর আগে 2018 সালে সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল রসিক মণ্ডল ৷ সেবার তার আবেদন খারিজ করে দেয় আদালত ৷ এরপর সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ কিন্তু তাতেও সফল হয়নি ৷ 2020 সালে 99 বছরের রসিক মণ্ডল মুক্তির আবেদন জানায় শীর্ষ আদালতে ৷ 2021 সালের মে মাসে শীর্ষ আদালত এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে নোটিশ পাঠায় ৷

নয়াদিল্লি, 30 নভেম্বর: দোষীর বয়স 104 বছর ৷ সে আজীবন কারাদণ্ডের সাজা খাটছিল ৷ শুক্রবার প্রবীণ নাগরিকের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷

জানা গিয়েছে, 1920 সালে ব্রিটিশ শাসনাধীন বাংলার মালদা জেলায় জন্মগ্রহণ করে রসিক চন্দ্র মণ্ডল ৷ 1994 সালে তাকে 1988 সালের একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত করে আদালত ৷ সেই সময় তার বয়স ছিল 68 ৷ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার আদেশ দেয় ৷ সেই সাজা এখনও খাটছিল শতায়ু পার করা রসিক ৷ বয়সের ভারে নানারকম শারীরিক সমস্যায় ভুগছে রসিক ৷ আর কয়েকদিনের মধ্যেই সে 104 বছরের জন্মদিন পালন করবে ৷

এই অবস্থায় তার মুক্তির আবেদন জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতে ৷ শুক্রবার সেই মামলাটির শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ৷ পশ্চিমবঙ্গ সরকারের তরফে হাজির ছিলেন কৌঁসুলি আস্থা শর্মা ৷

দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের কৌঁসুলির কাছে রসিকচন্দ্র মণ্ডলের শারীরিক অবস্থার কথা জানতে চায় ৷ আইনজীবী জানান, শতায়ু রসিক খুব শীঘ্রই 104 বছরের জন্মদিন পালন করবে ৷ এই বয়সে পৌঁছে স্বভাবত তার নানারকম শারীরিক সমস্যা রয়েছে ৷ তাই প্রধান বিচারপতির বেঞ্চের কাছে আবেদন, বেঞ্চ যেন তাকে এবার মুক্তি দেয় ৷ রসিক মণ্ডলের অবস্থা বিবেচনা করে বেঞ্চ তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে ৷ জামিন অবশ্য শর্তসাপেক্ষ এবং সেই শর্ত ঠিক করবে ট্রায়াল কোর্ট, রায়ে জানিয়েছে শীর্ষ আদালত ৷

এর আগে 2018 সালে সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল রসিক মণ্ডল ৷ সেবার তার আবেদন খারিজ করে দেয় আদালত ৷ এরপর সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ কিন্তু তাতেও সফল হয়নি ৷ 2020 সালে 99 বছরের রসিক মণ্ডল মুক্তির আবেদন জানায় শীর্ষ আদালতে ৷ 2021 সালের মে মাসে শীর্ষ আদালত এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে নোটিশ পাঠায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.