ETV Bharat / state

অনুব্রতর ছবিতে সেজে উঠল কার্যালয়, 'কেষ্ট'র পদে ফেরার অপেক্ষায় অনুগামীরা - Anubrata Mondal Political Future

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 2 hours ago

Anubrata Mondal Political Future: একদিন হয়ে গেল বাড়ি ফিরেছেন তিনি ৷ তবে এখনও পদে ফেরেনি অনুব্রত মণ্ডল ৷ তাঁকে নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ বীরভূম জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ 'কেষ্ট'র রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ৷

Anubrata Mondal Political Future
এখনও জেলা সভাপতির পদে ফেরেননি অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)

বোলপুর, 25 সেপ্টেম্বর: 24 ঘণ্টা পার হয়ে গেল বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল ৷ তবে এখনও পদে ফেরানো হয়নি 'কেষ্ট'কে । কবে পদে ফিরবেন বীরভূমের 'বাঘ'! তারই অপেক্ষায় অনুগামীরা ৷ বোলপুরের নিচুপট্টির বাড়িতেই রয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ৷ তবে তিনি বাড়ি ফেরার পরই বোলপুরের কার্যালয় সেজে উঠেছে তাঁর ছবিতে ৷

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কালীপুজো পর্যন্ত কোর কমিটির হাতেই দলের সাংগঠনিক রাশ থাকবে ৷ অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কী ? অনুব্রত কি স্বমহিমায় ফিরবেন ? সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে ৷ সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, মঙ্গলবার বীরভূম সফরে এলেও অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করলেন না মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

অপেক্ষায় অনুব্রত মণ্ডলের অনুগামীরা (ইটিভি ভারত)

গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়ে মঙ্গলবার বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল । 2 বছর 1 মাস 13 দিন পর এ দিন বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন তিনি ৷ তৃণমূলের এই দাপুটে নেতার অবর্তমানে এতদিন বীরভূমের সাংগঠনিক রাশ ছিল দলের কোর কমিটির হাতে ৷ অনুব্রতর জেলায় ফেরার পর 24 ঘণ্টা অতিবাহিত হলেও এখনও পদে ফেরেননি তিনি, বা পদে ফেরানো হয়নি তাঁকে ৷ অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷

Anubrata Mondal
বোলপুরের নীচুপট্টিতে বাড়িতেই রয়েছেন অনুব্রত মণ্ডল (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, কয়েকজন নেতা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন অনুব্রতর সঙ্গে দেখা করতে ৷ কিন্তু দেখা করছেন না তিনি ৷ তবে ইতিমধ্যেই বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়, যা অনুব্রতর কার্যালয় হিসাবেই পরিচিত, সেটি সেজে উঠেছে ৷ কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া বোর্ড সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বসল ব্যানার ৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, আপাতত কালীপুজো পর্যন্ত পদে ফিরছেন না অনুব্রত মণ্ডল ৷

Anubrata Mondal
অনুব্রতর বাড়ির পাশেই তৃণমূলের দলীয় কার্যালয় (নিজস্ব ছবি)

উল্লেখ্য, মঙ্গলবার বীরভূম জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জোর জল্পনা ছিল, কেষ্টর সঙ্গে দেখা করবেন দলনেত্রী ৷ কিন্তু প্রশাসনিক বৈঠক সেরে অনুব্রত প্রসঙ্গে একটি বাক্যও না ব্যয় করে ফিরে যান তৃণমূল সুপ্রিমো । এই বিষয়টি যে তাৎপর্যপূর্ণ তা বলাই যায় ৷ রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ কী ? অনুব্রত কি স্বমহিমায় ফিরবেন ? যদিও অনুব্রত মণ্ডল নিয়ে মুখে কুলুপ ৷ তাঁর সম্পর্কে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না বীরভূম জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ।

Anubrata Mondal
অনুব্রত বাড়ি ফেরায় সেজে উঠেছে কার্যালয়টি (নিজস্ব ছবি)

বোলপুর, 25 সেপ্টেম্বর: 24 ঘণ্টা পার হয়ে গেল বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল ৷ তবে এখনও পদে ফেরানো হয়নি 'কেষ্ট'কে । কবে পদে ফিরবেন বীরভূমের 'বাঘ'! তারই অপেক্ষায় অনুগামীরা ৷ বোলপুরের নিচুপট্টির বাড়িতেই রয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ৷ তবে তিনি বাড়ি ফেরার পরই বোলপুরের কার্যালয় সেজে উঠেছে তাঁর ছবিতে ৷

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কালীপুজো পর্যন্ত কোর কমিটির হাতেই দলের সাংগঠনিক রাশ থাকবে ৷ অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কী ? অনুব্রত কি স্বমহিমায় ফিরবেন ? সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে ৷ সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, মঙ্গলবার বীরভূম সফরে এলেও অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করলেন না মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

অপেক্ষায় অনুব্রত মণ্ডলের অনুগামীরা (ইটিভি ভারত)

গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়ে মঙ্গলবার বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল । 2 বছর 1 মাস 13 দিন পর এ দিন বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন তিনি ৷ তৃণমূলের এই দাপুটে নেতার অবর্তমানে এতদিন বীরভূমের সাংগঠনিক রাশ ছিল দলের কোর কমিটির হাতে ৷ অনুব্রতর জেলায় ফেরার পর 24 ঘণ্টা অতিবাহিত হলেও এখনও পদে ফেরেননি তিনি, বা পদে ফেরানো হয়নি তাঁকে ৷ অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷

Anubrata Mondal
বোলপুরের নীচুপট্টিতে বাড়িতেই রয়েছেন অনুব্রত মণ্ডল (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, কয়েকজন নেতা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন অনুব্রতর সঙ্গে দেখা করতে ৷ কিন্তু দেখা করছেন না তিনি ৷ তবে ইতিমধ্যেই বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়, যা অনুব্রতর কার্যালয় হিসাবেই পরিচিত, সেটি সেজে উঠেছে ৷ কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া বোর্ড সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বসল ব্যানার ৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, আপাতত কালীপুজো পর্যন্ত পদে ফিরছেন না অনুব্রত মণ্ডল ৷

Anubrata Mondal
অনুব্রতর বাড়ির পাশেই তৃণমূলের দলীয় কার্যালয় (নিজস্ব ছবি)

উল্লেখ্য, মঙ্গলবার বীরভূম জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জোর জল্পনা ছিল, কেষ্টর সঙ্গে দেখা করবেন দলনেত্রী ৷ কিন্তু প্রশাসনিক বৈঠক সেরে অনুব্রত প্রসঙ্গে একটি বাক্যও না ব্যয় করে ফিরে যান তৃণমূল সুপ্রিমো । এই বিষয়টি যে তাৎপর্যপূর্ণ তা বলাই যায় ৷ রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ কী ? অনুব্রত কি স্বমহিমায় ফিরবেন ? যদিও অনুব্রত মণ্ডল নিয়ে মুখে কুলুপ ৷ তাঁর সম্পর্কে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না বীরভূম জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ।

Anubrata Mondal
অনুব্রত বাড়ি ফেরায় সেজে উঠেছে কার্যালয়টি (নিজস্ব ছবি)
Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.