গঙ্গারামপুর, 17 মার্চ: নির্বাচনের দিন ঘোষিত হতেই অশান্তি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। বিজেপি এক কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে দলীয় কর্মীর খোঁজ নিতে হাসপাতালে গেলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার। কথা বললেন আক্রান্তের পরিবারের সঙ্গে ৷ দিলেন পাশে থাকার আশ্বাস।
এ বিষয়ে বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "জয়দেব দাস আমাদের এক বিজেপি কর্মী ৷ তাঁকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করেছে। ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে। সেই সময় কর্মীর বাবা প্রতিবাদ করলে তাঁকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে। কর্মীর স্ত্রী'র শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে।"
তিনি আরও বলেন, "এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ-প্রশাসন নির্বিকার ৷ কোনও ব্যবস্থা নেয়নি ৷ ঘটনায় দোষী কাউকে গ্রেফতারও করা হয়নি। আমাদের বিজেপি কর্মীর মাথায় সাতটা সেলাই পড়েছে এবং সেই সঙ্গে পরিবার আতঙ্কিত। আমরা গঙ্গারামপুর থানার আইসি'র বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব। আমাদের কর্মীদের পরিবারের লোকজনকে ভয় দেখানো হচ্ছে। 2024-এর নির্বাচন যেতে দিন, তারপরে দেখবেন তৃণমূল বলে কোনও দল নেই।"
জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম জয়দেব দাস (40) ৷ বাড়ি গঙ্গারামপুর ব্লকের 3/2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায়। পেশায় গাড়িচালক। স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনে পাটন 185 নম্বর বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আক্রান্ত জয়দেব দাসের ভাইয়ের বউ মিতালি দাস। সেই থেকেই এলাকার তৃণমূল কর্মী তরুণ পাল-সহ অন্যান্যদের সঙ্গে বচসা লেগে থাকত বলে অভিযোগ।
শনিবার সকাল থেকেই আবার নতুন করে অশান্তি শুরু হয় ৷ অভিযোগ তৃণমূল কর্মী তরুণ পাল-সহ দলের কর্মীরা গালিগালাজ শুরু করেন। এ নিয়ে বিজেপি কর্মী জয়দেব দাস প্রতিবাদ করতে গেলে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। ঘটনায় মাথায় চোট পেয়ে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সমর্থক। ঘটনার খবর পেয়ে দলীয় কর্মীর খোঁজ নিতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার প্রার্থী সুকান্ত মজুমদার।
আরও পড়ুন
1. অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ জয়ন্ত রায়
2. মীনাক্ষীকে প্রার্থী করছে না সিপিএম! জোট নিয়ে বিকাশকে দায়িত্ব বামেদের
3. ভোট দিতে অবশ্যই যাবেন, লোকসভা নির্বাচনে সাধারণের কাছে বার্তা টলিউড শিল্পীদের