ETV Bharat / state

তৃণমূল নোংরা রাজনীতি করছে, দুর্নীতিকাণ্ডে শিক্ষকদের নথি চাওয়ায় আক্রমণ সুকান্তর - SSC RECRUITMENT SCAM - SSC RECRUITMENT SCAM

Sukanta Majumdar Slams Mamata Banerjee: শংসাপত্র, নিয়োগ পত্র, তার সঙ্গে বর্তমান চাকরির প্রমাণ পত্র-সহ রাজ্যের সমস্ত শিক্ষকের নথি জমা দিতে বলেছে শিক্ষা দফতর ৷ এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডকে টেনে নথি চাওয়া নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 9:02 PM IST

কলকাতা, 22 মে: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি চেয়েছে শিক্ষা দফতর ৷ এই নিয়ে শিক্ষকদের পাশে দাঁড়ালেন পেশায় অধ্যাপক ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার শিক্ষকদের হয়ে সওয়াল করে তিনি বলেন, "বারবার যোগ্য ও অযোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্যে সরকারের তরফে ৷ যোগ্যদের ঘারে বন্দুক রেখে অযোগ্যদের পার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ শিক্ষা দফতরের কাছে কেন শিক্ষকদের তথ্য নেই ৷ এসএসসি কাছে তো সুপারিশের চিঠি থাকা দরকার ৷"

তাঁর কথায়, "কারা অযোগ্য বের করতে তদন্ত হোক ৷ তবে বারবার কেন সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাঠগড়ায় তোলা হচ্ছে ৷ জনমানসে ছোট করা হচ্ছে তাঁদের ৷ দেড় লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে অযোগ্যদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৷ তৃণমূল নোংরা রাজনীতি করছে ৷" সুকান্ত দাবি করেন, "সিপিএম আমলে যদি রাজ্যে চাকরিতে দুর্নীতি হয়েছে, তাহলে অভিযুক্তদের ধরুন ৷ সিপিএম ধোয়া তুলসি পাতা নয় ৷ যেমন, তাপস চট্টোপাধ্যায় ও উদয়ন গুহ ৷ তাঁরা জনসমক্ষে স্বীকার করেছেন যে, সিপিএম আমলে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে ৷ দেড় লক্ষ শিক্ষকদের ছোট না করে তাপস চট্টোপাধ্যায় ও উদয়ন গুহকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন ৷ তবেই জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে ৷"

কংগ্রেস নেতা রাহুল গান্ধি দাবি করেছেন বিজেপি লোকসভা নির্বাচনে হারবে ৷ এই নিয়ে রাহুল গান্ধিকে তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন, "রাহুল গান্ধিও জানে উনি জিততে পারবেন না ৷ সকল ইন্ডিয়া জোটের সদস্যরা তাঁদের কর্মীদের অনুপ্রাণিত করার জন্য মিথ্যা কথা বলছেন ৷ সরকার গঠনের জন্য 272 বেশি আসনের প্রয়োজন ছিল তা বিজেপি ইতিমধ্যে পেয়ে গিয়েছে ৷" তাঁর সংযোজন, "কংগ্রেসের সময় দেশে কোনও গণতন্ত্র ছিল না ৷ কংগ্রসের মুখে গণতন্ত্র কথাটা মানায় না ৷"

শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল ও সন্ন্যাসীদের অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই নিয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে সাধু-সন্তদের আক্রমণ করেছিলেন ৷ এই কাজ করে তিনি তৃণমূলের কর্মীদের আরও উৎসাহিত করেছেন এবং তারাও গিয়ে হামলা চালিয়েছে ৷"

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে 'রাবণে'র সঙ্গে তুলনা করেছে কংগ্রেস ৷ এই প্রসঙ্গে সুকান্ত বলেন, "বিরোধীরা বারবার এই অপশব্দের ব্যবহার করছে ৷ তারা প্রধানমন্ত্রীকেও বারবার 'হিটলার' ও 'মত কা সওদাগর' বলে আক্রমণ করেছে ৷ যতবার তারা এরকম করেছে ততবার আসন বৃদ্ধি পেয়েছে ৷ এবারও যোগীকে আক্রমণ করায় লোকসভা নির্বাচনে আসন আরও বাড়বে ৷" পাশাপাশি আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের হেনস্তাকাণ্ডে বিরোধীদের 'ভণ্ড' বলে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি ৷ সুকান্ত বলেন, "বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা ঘটলে বিরোধীরা সরব হতো ৷ আপের নিজেদের দলের সদস্য করায় পদক্ষেপ নেয়নি ৷"

কলকাতায় বাংলাদেশের সাংসদের মৃত্যুতে তৃণমূল সরকারের পুলিশ-প্রশাসনের কাজ নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার ৷ তিনিবলেন, "কলকাতায় দেহ উদ্ধার হল অথচ পুলিশ কিছু জানে না ৷ কী রকম প্রশাসন চলেছে ভাবুন ৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতর খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ৷ এ দিকে বাংলাদেশে সাংসদের দেহ উদ্ধারের ঘটনায় তিনি কিছুই জানেন না ৷"

আরও পড়ুন:

  1. এসএসসির নিয়োগ পত্র-সহ শিক্ষকদের সমস্ত নথি চাইল শিক্ষা দফতর
  2. শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল, সন্ন্যাসীদের অপহরণে অভিযুক্ত তৃণমূল !
  3. নিউটাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

কলকাতা, 22 মে: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি চেয়েছে শিক্ষা দফতর ৷ এই নিয়ে শিক্ষকদের পাশে দাঁড়ালেন পেশায় অধ্যাপক ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার শিক্ষকদের হয়ে সওয়াল করে তিনি বলেন, "বারবার যোগ্য ও অযোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্যে সরকারের তরফে ৷ যোগ্যদের ঘারে বন্দুক রেখে অযোগ্যদের পার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ শিক্ষা দফতরের কাছে কেন শিক্ষকদের তথ্য নেই ৷ এসএসসি কাছে তো সুপারিশের চিঠি থাকা দরকার ৷"

তাঁর কথায়, "কারা অযোগ্য বের করতে তদন্ত হোক ৷ তবে বারবার কেন সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাঠগড়ায় তোলা হচ্ছে ৷ জনমানসে ছোট করা হচ্ছে তাঁদের ৷ দেড় লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে অযোগ্যদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৷ তৃণমূল নোংরা রাজনীতি করছে ৷" সুকান্ত দাবি করেন, "সিপিএম আমলে যদি রাজ্যে চাকরিতে দুর্নীতি হয়েছে, তাহলে অভিযুক্তদের ধরুন ৷ সিপিএম ধোয়া তুলসি পাতা নয় ৷ যেমন, তাপস চট্টোপাধ্যায় ও উদয়ন গুহ ৷ তাঁরা জনসমক্ষে স্বীকার করেছেন যে, সিপিএম আমলে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে ৷ দেড় লক্ষ শিক্ষকদের ছোট না করে তাপস চট্টোপাধ্যায় ও উদয়ন গুহকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন ৷ তবেই জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে ৷"

কংগ্রেস নেতা রাহুল গান্ধি দাবি করেছেন বিজেপি লোকসভা নির্বাচনে হারবে ৷ এই নিয়ে রাহুল গান্ধিকে তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন, "রাহুল গান্ধিও জানে উনি জিততে পারবেন না ৷ সকল ইন্ডিয়া জোটের সদস্যরা তাঁদের কর্মীদের অনুপ্রাণিত করার জন্য মিথ্যা কথা বলছেন ৷ সরকার গঠনের জন্য 272 বেশি আসনের প্রয়োজন ছিল তা বিজেপি ইতিমধ্যে পেয়ে গিয়েছে ৷" তাঁর সংযোজন, "কংগ্রেসের সময় দেশে কোনও গণতন্ত্র ছিল না ৷ কংগ্রসের মুখে গণতন্ত্র কথাটা মানায় না ৷"

শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল ও সন্ন্যাসীদের অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই নিয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে সাধু-সন্তদের আক্রমণ করেছিলেন ৷ এই কাজ করে তিনি তৃণমূলের কর্মীদের আরও উৎসাহিত করেছেন এবং তারাও গিয়ে হামলা চালিয়েছে ৷"

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে 'রাবণে'র সঙ্গে তুলনা করেছে কংগ্রেস ৷ এই প্রসঙ্গে সুকান্ত বলেন, "বিরোধীরা বারবার এই অপশব্দের ব্যবহার করছে ৷ তারা প্রধানমন্ত্রীকেও বারবার 'হিটলার' ও 'মত কা সওদাগর' বলে আক্রমণ করেছে ৷ যতবার তারা এরকম করেছে ততবার আসন বৃদ্ধি পেয়েছে ৷ এবারও যোগীকে আক্রমণ করায় লোকসভা নির্বাচনে আসন আরও বাড়বে ৷" পাশাপাশি আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের হেনস্তাকাণ্ডে বিরোধীদের 'ভণ্ড' বলে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি ৷ সুকান্ত বলেন, "বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা ঘটলে বিরোধীরা সরব হতো ৷ আপের নিজেদের দলের সদস্য করায় পদক্ষেপ নেয়নি ৷"

কলকাতায় বাংলাদেশের সাংসদের মৃত্যুতে তৃণমূল সরকারের পুলিশ-প্রশাসনের কাজ নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার ৷ তিনিবলেন, "কলকাতায় দেহ উদ্ধার হল অথচ পুলিশ কিছু জানে না ৷ কী রকম প্রশাসন চলেছে ভাবুন ৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতর খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ৷ এ দিকে বাংলাদেশে সাংসদের দেহ উদ্ধারের ঘটনায় তিনি কিছুই জানেন না ৷"

আরও পড়ুন:

  1. এসএসসির নিয়োগ পত্র-সহ শিক্ষকদের সমস্ত নথি চাইল শিক্ষা দফতর
  2. শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল, সন্ন্যাসীদের অপহরণে অভিযুক্ত তৃণমূল !
  3. নিউটাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.