ETV Bharat / state

রাম মন্দির উদ্বোধনে হাজার কিলো গোবিন্দ ভোগ চাল পাঠালেন সুকান্ত - অযোধ্যা

Sukanta Majumdar: অযোধ্যা রাম মন্দিরের এক মেট্রিক টন গোবিন্দভোগ চাল পাঠালেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । রবিবার এই চাল নিয়ে একটি গাড়ি রওনা হয়েছে রাম মন্দিরের উদ্দশ্যে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 8:29 AM IST

Updated : Jan 22, 2024, 11:56 AM IST

রাম মন্দিরের এক মেট্রিক টন গোবিন্দভোগ চাল পাঠালেন সুকান্ত মজুমদার

বালুরঘাট, 22 জানুয়ারি: রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে বিপুল পরিমাণ গোবিন্দভোগ চাল পাঠালেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ রবিবার 1 হাজার 1 কেজি চাল পাঠালেন তিনি ৷ এর আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ 101 কেজি মধু পাঠিয়েছেন অযোধ্যায় ৷ এবার সেই তালিকায় যুক্ত হল গোবিন্দ ভোগ চাল ৷

এই প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, " রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে দান সামগ্রী পাঠানো হচ্ছে । আমাদের জেলার এই চাল বিখ্যাত। এই চাল বিশেষ ভোগ রান্নার অন্যতম উপকরণ। এখান থেকে এই চাল পাঠানোর সুযোগ পেয়ে আপ্লুত আমি ৷" তিনি আরও জানান, এদিন পবিত্র আত্রেয়ী নদীর তীরে 1 লক্ষ প্রদীপ জ্বালিয়ে অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উদাযাপন হবে বালুরঘাটে ৷ এদিনই 1 হাজার 1 কেজি চাল নিয়ে একটি গাড়ি ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে ৷

অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়োন তৈরি হয়েছে ৷ বিভিন্ন রাজ্য থেকে পুজোর সামগ্রী পাঠানো হচ্ছে ৷ আজ রাজ্যে ছুটি ঘোষণার দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মর্মে একটি চিঠিও লিখেছিলেন ৷ বাংলার নতুন প্রজন্মকে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে ওঠার সুযোগ করে দিতেই তিনি এই ছুটির দাবি করেছেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷ অনুষ্ঠান উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ৷ উত্তরপ্রদেশ সরকার সেখানকার স্কুল-কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে ৷ একাধিক বিজেপি শাসিত রাজ্যও সেই পথে হেঁটেছে ৷ মন্দির চত্ত্বর কড়া নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলায় ছুটির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর
  2. রামলালার কালো রংয়ের মূর্তিই থাকবে মন্দিরে, আগেই জানিয়েছিল ইটিভি ভারত
  3. রামভক্ত পড়ুয়াদের ভজনের সঙ্গে নৃত্য পরিবেশন, দেখুন ভিডিও

রাম মন্দিরের এক মেট্রিক টন গোবিন্দভোগ চাল পাঠালেন সুকান্ত মজুমদার

বালুরঘাট, 22 জানুয়ারি: রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে বিপুল পরিমাণ গোবিন্দভোগ চাল পাঠালেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ রবিবার 1 হাজার 1 কেজি চাল পাঠালেন তিনি ৷ এর আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ 101 কেজি মধু পাঠিয়েছেন অযোধ্যায় ৷ এবার সেই তালিকায় যুক্ত হল গোবিন্দ ভোগ চাল ৷

এই প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, " রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে দান সামগ্রী পাঠানো হচ্ছে । আমাদের জেলার এই চাল বিখ্যাত। এই চাল বিশেষ ভোগ রান্নার অন্যতম উপকরণ। এখান থেকে এই চাল পাঠানোর সুযোগ পেয়ে আপ্লুত আমি ৷" তিনি আরও জানান, এদিন পবিত্র আত্রেয়ী নদীর তীরে 1 লক্ষ প্রদীপ জ্বালিয়ে অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উদাযাপন হবে বালুরঘাটে ৷ এদিনই 1 হাজার 1 কেজি চাল নিয়ে একটি গাড়ি ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে ৷

অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়োন তৈরি হয়েছে ৷ বিভিন্ন রাজ্য থেকে পুজোর সামগ্রী পাঠানো হচ্ছে ৷ আজ রাজ্যে ছুটি ঘোষণার দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মর্মে একটি চিঠিও লিখেছিলেন ৷ বাংলার নতুন প্রজন্মকে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে ওঠার সুযোগ করে দিতেই তিনি এই ছুটির দাবি করেছেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷ অনুষ্ঠান উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ৷ উত্তরপ্রদেশ সরকার সেখানকার স্কুল-কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে ৷ একাধিক বিজেপি শাসিত রাজ্যও সেই পথে হেঁটেছে ৷ মন্দির চত্ত্বর কড়া নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলায় ছুটির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর
  2. রামলালার কালো রংয়ের মূর্তিই থাকবে মন্দিরে, আগেই জানিয়েছিল ইটিভি ভারত
  3. রামভক্ত পড়ুয়াদের ভজনের সঙ্গে নৃত্য পরিবেশন, দেখুন ভিডিও
Last Updated : Jan 22, 2024, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.