ETV Bharat / state

ভোট পরবর্তী অশান্তি, তৃণমূলের বাধার মুখে সুকান্ত, উঠল 'গো-ব‍্যাক' স্লোগান - Post Poll Violence in Basirhat - POST POLL VIOLENCE IN BASIRHAT

Sukanta Majumdar on Post Poll Violence: নির্বাচনের ফল ঘোষণার পরেই একাধিক জায়গা থেকে শোনা যাচ্ছে ভোট পরবর্তী হিংসার ঘটনা ৷ বেশ কিছু জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে ৷ তাঁদের পাশে দাঁড়াতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
তৃণমূলের বাধার মুখে সুকান্ত (নিজস্ব প্রতিনিধি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 10:49 PM IST

বসিরহাট, 6 জুন: আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে মিনাখাঁয় তৃণমূলের বাধার মুখে পড়েন বিজেপির রাজ‍্য সভাপতি তথা বালুরঘাটের জয়ী প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে শাসকদলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বিক্ষোভের জেরে সুকান্তর কনভয় আটকে যায় মিনাখাঁর বাসন্তী হাইওয়েতে। ঘটনার জেরে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায় মিনাখাঁর বামন পুকুর অঞ্চলে। এদিন বিজেপির এই জয়ী প্রার্থীকে লক্ষ্য করে শাসক শিবিরের কর্মীরা 'জয় বাংলা' স্লোগানও দেন। ওঠে 'গো ব্যাক' স্লোগানও। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে মিনাখাঁর উদ্দেশে রওনা হন সুকান্ত।

মিনাখাঁ গ্রামে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করে এদিন তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, তৃণমূলের এই সন্ত্রাসের নিন্দাও করেছেন তিনি ৷ সুকান্ত বলেন, "গণতন্ত্রে হার-জিত আছে ৷ তাই বলে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা হবে, বাড়ি-দোকানে তালা মেরে দেওয়া হবে, তা মেনে নেওয়া যায় না ৷ ভেড়িতে তৃণমূলের পতাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ এটা কোন ধরনের গণতন্ত্র ? বিজেপিও অন্য রাজ‍্যে ভালো ফলাফল করেছে। সেখানে তো কোথাও এই ধরনের ঘটনা ঘটছে না।"

মিনাখাঁয় সুকান্ত মজুমদারের তৃণমূলের বাধার মুখে সুকান্ত (নিজস্ব প্রতিনিধি)

ভোট পরবর্তী হিংসা রুখতে প্রচার সন্দেশখালিতে, মাইকে শান্তির বার্তা তৃণমূল বিধায়কের

তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা ঠিক রাখা রাজ‍্যের দায়িত্ব! যা চলছে তাতে মনে হচ্ছে না মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা ঠিক রাখতে কোনও ভূমিকা নিচ্ছেন ! আমরা এই ধরনের ঘটনা বরদাস্ত করব না ৷ আক্রান্ত কর্মীদের পাশে আমরা রয়েছি ৷" পাশাপাশি গাড়িতে হামলা চালানো প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পুরো বিষয়টি পরিকল্পনামাফিক হয়েছে ৷ এদিন সন্ধ্যার দিকে বসিরহাটে পুলিশ সুপারের দফতরে গিয়ে এসপি মেহেদী হাসান রহমানের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার ৷ হিংসা সংক্রান্ত একটি তালিকাও তুলে দেওয়া হয় পুলিশ সুপারের হাতে ৷

ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী অশান্তির খবর সামনে আসছে। ফলাফল প্রকাশের পরের দিনই মিনাখাঁর বামুন পুকুর গ্রামপঞ্চায়েতের আটপুকুর এলাকায় বেশ কয়েকজন বিজেপি সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷ বিজেপি করার অপরাধে অনেকের দোকানে তালা মেরে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসে আতঙ্কে বাড়িঘর ছেড়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার বিকেলে মিনাখাঁর যাচ্ছিলেন বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে মাঝপথেই তাঁর কনভয় আটকে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷

'আগামী পাঁচ বছর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দিতে হয়', ভোট পরবর্তী হিংসায় ক্ষুব্ধ আদালত

বসিরহাট, 6 জুন: আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে মিনাখাঁয় তৃণমূলের বাধার মুখে পড়েন বিজেপির রাজ‍্য সভাপতি তথা বালুরঘাটের জয়ী প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে শাসকদলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বিক্ষোভের জেরে সুকান্তর কনভয় আটকে যায় মিনাখাঁর বাসন্তী হাইওয়েতে। ঘটনার জেরে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায় মিনাখাঁর বামন পুকুর অঞ্চলে। এদিন বিজেপির এই জয়ী প্রার্থীকে লক্ষ্য করে শাসক শিবিরের কর্মীরা 'জয় বাংলা' স্লোগানও দেন। ওঠে 'গো ব্যাক' স্লোগানও। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে মিনাখাঁর উদ্দেশে রওনা হন সুকান্ত।

মিনাখাঁ গ্রামে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করে এদিন তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, তৃণমূলের এই সন্ত্রাসের নিন্দাও করেছেন তিনি ৷ সুকান্ত বলেন, "গণতন্ত্রে হার-জিত আছে ৷ তাই বলে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা হবে, বাড়ি-দোকানে তালা মেরে দেওয়া হবে, তা মেনে নেওয়া যায় না ৷ ভেড়িতে তৃণমূলের পতাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ এটা কোন ধরনের গণতন্ত্র ? বিজেপিও অন্য রাজ‍্যে ভালো ফলাফল করেছে। সেখানে তো কোথাও এই ধরনের ঘটনা ঘটছে না।"

মিনাখাঁয় সুকান্ত মজুমদারের তৃণমূলের বাধার মুখে সুকান্ত (নিজস্ব প্রতিনিধি)

ভোট পরবর্তী হিংসা রুখতে প্রচার সন্দেশখালিতে, মাইকে শান্তির বার্তা তৃণমূল বিধায়কের

তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা ঠিক রাখা রাজ‍্যের দায়িত্ব! যা চলছে তাতে মনে হচ্ছে না মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা ঠিক রাখতে কোনও ভূমিকা নিচ্ছেন ! আমরা এই ধরনের ঘটনা বরদাস্ত করব না ৷ আক্রান্ত কর্মীদের পাশে আমরা রয়েছি ৷" পাশাপাশি গাড়িতে হামলা চালানো প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পুরো বিষয়টি পরিকল্পনামাফিক হয়েছে ৷ এদিন সন্ধ্যার দিকে বসিরহাটে পুলিশ সুপারের দফতরে গিয়ে এসপি মেহেদী হাসান রহমানের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার ৷ হিংসা সংক্রান্ত একটি তালিকাও তুলে দেওয়া হয় পুলিশ সুপারের হাতে ৷

ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী অশান্তির খবর সামনে আসছে। ফলাফল প্রকাশের পরের দিনই মিনাখাঁর বামুন পুকুর গ্রামপঞ্চায়েতের আটপুকুর এলাকায় বেশ কয়েকজন বিজেপি সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷ বিজেপি করার অপরাধে অনেকের দোকানে তালা মেরে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসে আতঙ্কে বাড়িঘর ছেড়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার বিকেলে মিনাখাঁর যাচ্ছিলেন বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে মাঝপথেই তাঁর কনভয় আটকে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷

'আগামী পাঁচ বছর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দিতে হয়', ভোট পরবর্তী হিংসায় ক্ষুব্ধ আদালত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.