ETV Bharat / state

কেএলও জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে গ্রেফতার এক - এসটিএফ

STF Arrested KLO Militant: বড় সাফল্য এসটিএফে'র ৷ উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে এক কেএলও জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যকে ৷ ধৃতের নাম তাপস রায়। এর আগে নাগাল্যান্ড পুলিশের জালেও ধরা পড়েছিল এই তাপস ৷

কেএলও জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার
STF Arrested KLO Militant
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 6:59 AM IST

Updated : Feb 10, 2024, 7:24 AM IST

জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে গ্রেফতার এক

শিলিগুড়ি, 10 ফেব্রুয়ারি: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার এক কেএলও জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তাপস রায়। শুক্রবার রাতে এসটিএফের তরফে তাকে গ্রেফতার করা হয়। গতকালই রাতে তাকে আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন খারিজ তদন্তের স্বার্থে ধৃতকে 10 দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক।

জানা গিয়েছ, একদা জীবন সিংহ ঘনিষ্ঠ তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল। পরবর্তীতে ধৃতকে অসম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে জেল হেফাজত কাটিয়ে ফের একবার জঙ্গী সংগঠনের সদস্য হিসেবে কাজ শুরু করে তাপস। প্রথমে অল ইন্ডিয়া কামতাপুর স্টুডেন্ট ইউনিয়নের সক্রিয় সদস্য ছিল তাপস। পরে জীবন সিংহের হাত ধরে কেএলও'তে যোগ দেয়। সেসময় থেকেই এসটিএফের নজর ছিল তার ওপর। সম্প্রতি তাকে নোটিশ পাঠানো হয়।

সেই নোটিশে সাড়া দিয়েই এদিন এসটিএফ অফিসে পৌঁছয় তাপস। জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়তেই তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এসটিএফ। মূলত উত্তরবঙ্গ থেকে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠনে সদস্য নিয়োগের কাজ ছিল তাপসের। ধৃত তাপসকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করতে চায় এসটিএফের আধিকারিকরা। ঠিক কী করতে বাংলায় তাপস এসেছে সে বিষয়েও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি কেএলও নেতৃত্বের বিষয়েও তথ্য তাপসকে জেরা করে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

এই বিষয়ে এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "চার মাস তাপস অসমে জেল হেফাজতে ছিল। কুমারগ্রামে তার বাড়ি, বয়স 27 বছর। সদস্য নিয়োগের পাশাপাশি সংগঠন পরিচালনার জন্য বিভিন্ন ব্যবসায়ীদের ফোন করে টাকা তোলার অভিযোগ রয়েছে। আর কেউ তার সঙ্গে জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"

আরও পড়ুন:

  1. ফের জীবন সিংকে সমাজের মূলস্রোতে ফেরানোর দাবি কেএলও লিংকম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটির
  2. ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত ভুল, কেন্দ্রকে নিশানা কেএলও প্রধানের
  3. গোপন ডেরা থেকে ভিডিয়োবার্তা, 28 অগস্ট শোকদিবস পালনের ডাক কেএলও প্রধানের

জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে গ্রেফতার এক

শিলিগুড়ি, 10 ফেব্রুয়ারি: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার এক কেএলও জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তাপস রায়। শুক্রবার রাতে এসটিএফের তরফে তাকে গ্রেফতার করা হয়। গতকালই রাতে তাকে আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন খারিজ তদন্তের স্বার্থে ধৃতকে 10 দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক।

জানা গিয়েছ, একদা জীবন সিংহ ঘনিষ্ঠ তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল। পরবর্তীতে ধৃতকে অসম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে জেল হেফাজত কাটিয়ে ফের একবার জঙ্গী সংগঠনের সদস্য হিসেবে কাজ শুরু করে তাপস। প্রথমে অল ইন্ডিয়া কামতাপুর স্টুডেন্ট ইউনিয়নের সক্রিয় সদস্য ছিল তাপস। পরে জীবন সিংহের হাত ধরে কেএলও'তে যোগ দেয়। সেসময় থেকেই এসটিএফের নজর ছিল তার ওপর। সম্প্রতি তাকে নোটিশ পাঠানো হয়।

সেই নোটিশে সাড়া দিয়েই এদিন এসটিএফ অফিসে পৌঁছয় তাপস। জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়তেই তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এসটিএফ। মূলত উত্তরবঙ্গ থেকে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠনে সদস্য নিয়োগের কাজ ছিল তাপসের। ধৃত তাপসকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করতে চায় এসটিএফের আধিকারিকরা। ঠিক কী করতে বাংলায় তাপস এসেছে সে বিষয়েও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি কেএলও নেতৃত্বের বিষয়েও তথ্য তাপসকে জেরা করে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

এই বিষয়ে এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "চার মাস তাপস অসমে জেল হেফাজতে ছিল। কুমারগ্রামে তার বাড়ি, বয়স 27 বছর। সদস্য নিয়োগের পাশাপাশি সংগঠন পরিচালনার জন্য বিভিন্ন ব্যবসায়ীদের ফোন করে টাকা তোলার অভিযোগ রয়েছে। আর কেউ তার সঙ্গে জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"

আরও পড়ুন:

  1. ফের জীবন সিংকে সমাজের মূলস্রোতে ফেরানোর দাবি কেএলও লিংকম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটির
  2. ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত ভুল, কেন্দ্রকে নিশানা কেএলও প্রধানের
  3. গোপন ডেরা থেকে ভিডিয়োবার্তা, 28 অগস্ট শোকদিবস পালনের ডাক কেএলও প্রধানের
Last Updated : Feb 10, 2024, 7:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.