কলকাতা, 25 জানুয়ারি: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বৈঠক ভালোভাবে হয়েছে এবং সৌজন্যমূলক হয়েছে বলে আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই বৈঠকের বিষয়ে রাজ্যপালকে জিজ্ঞাসা করা হলে তাঁর স্পষ্ট বক্তব্য, "উপাচার্য নিয়োগে সরকার কোনওভাবে হস্তক্ষেপ করতে পারে না।"
রাজ্যপাল আরও বলেন, "উপাচার্য নিয়ে কিছু আইনি পরামর্শ দরকার আছে। সেই বিষয়টি এখন সুপ্রিম কোর্টে রয়েছে। সরকার ঠিক রয়েছে এবং রাজ্যপালও সঠিক রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উপাচার্যদের আচার্য নিয়োগ করেন। মুখ্যমন্ত্রীর নিজের দফতর রয়েছে। সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও ভূমিকা নেই। আইনি কাঠামো কী রয়েছে সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আমি আইনি পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করছি। সরকার কোনওভাবে হস্তক্ষেপ করতে পারে না উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আলোচনা করতে নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার আমার সরকার এখনে কোনও রকমের মতভেদের জায়গায় নেই।"
সন্দেশখালির ঘটনায় এখন পর্যন্ত শেখ শাহাজান গ্রেফতার হয়নি। এ বিষয়ে রাজ্যপালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সন্দেশখালি ঘটনায় যা হয়েছে সেটা মুখ্যসচিবের দেখার বিষয়ে আমি রিপোর্ট চেয়েছি। যখনই মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করেন তখন সমস্ত বিষয় নিয়ে কথা হয়। সন্দেশখালির ঘটনার আপডেট খুব শীঘ্রই জানতে পারবেন।"
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে রাজ্যপাল বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করেছি, সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি। সেটা গোপনীয় বিষয় ৷ সেটা বলা সম্ভব নয়। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, বিশেষ করে বিধানসভা অধিবেশন নিয়ে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে তাঁর বিষয় নিয়ে চিন্তিত। আমার উপরে মহান গুরুদের আশীর্বাদ রয়েছে। আমি একবছর পূর্ণ করেছি।" আগামিকাল রাজ্যপালের বাংলায় হাতে খড়ির বর্ষপূর্তি। বাংলা বই নতুন বছরের অবসরে আসবে বলে জানান রাজ্যপাল। বিল সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হলে রাজ্যপাল বলেন, "আমাকে বুঝতে হবে সমস্যা কী রয়েছে। তার পরেই সমাধান করা সম্ভব। আমার এখানে কোনও বিল আটকে নেই। অনেক বিল যেটা কেন্দ্রের কাছে আছে। কিছু বিল আলোচনা করার দরকার রয়েছে। সেটা মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা করা হবে। কিছু বিল সাংবিধানিক অনুসারে আটকে রয়েছে।"
আগামী পাঁচ তারিখ বিধানসভায় বাজেট অধিবেশন রয়েছে। সে বিষয়ে রাজ্যপালের বক্তব্য, "বাজেট অধিবেশন নিয়ে রাজ্যের সরকার সিদ্ধান্ত নেয়।" দীর্ঘদিন ধরে পিএসসি চেয়ারম্যান না থাকা নিয়ে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিলেন তিনি। সে বিষয়ে আজ সিভি আনন্দ বোস বলেন, "পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আমি অনেক বার জানতে চেয়েছি। কেন এখনও পিএসসি চেয়ারম্যান নিয়োগ কেন হয়নি। আমি রাজ্য সরকারকে বলব আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করার জন্য।"
আরও পড়ুন:
সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরীর সওয়ালে শর্তসাপেক্ষে আগাম জামিন নিশীথ প্রামাণিকের
'আদালতের রায় অনুযায়ী ভালোভাবে আলোচনা হয়েছে', রাজভবন থেকে বেরিয়ে বললেন মমতা
'রামরাজ্যে গরিবদের সম্পূর্ণ রক্ষা করা হবে', উত্তরপ্রদেশ প্রতিষ্ঠা দিবসে দাবি রাজ্যপাল বোসের