কলকাতা, 2 অক্টোবর: হবু আইনজীবীদের নাম নথিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা অবশেষে কাটল ৷ কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এক মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্য বার কাউন্সিল জানিয়েছে, তারা নিয়ম অনুয়ায়ীই নাম নথিভুক্তকরণের ফর্ম গ্রহণ করছে ৷
আদালতে রাজ্য বার কাউন্সিল জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশমতো রাজ্য বার কাউন্সিল গাইডলাইন মেনে হবু আইনজীবীদের নাম নথিভুক্তির ফর্ম গ্রহণ করছে ৷ 21 সেপ্টেম্বরের বৈঠকে তারা এ-ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে ৷ এখনও পর্যন্ত 1100 নাম নথিভুক্তিকরণের ফর্ম জমা নেওয়া হয়েছে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জানিয়েছেন রাজ্য বার কাউন্সিলের আইনজীবী ৷
একই সঙ্গে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যাঁরা তিন বছর বা পাঁচ বছর এলএলবি কোর্সের পড়ুয়া, তাঁদের কোনও কোর্স ফি বাকি না-থাকে এবং ফাইনাল সিমেস্টারের পড়ুয়া হন, সেক্ষেত্রে তাঁরা বার কাউন্সিলের সর্বভারতীয় পরীক্ষায় বসতে পারবেন ৷ এক্ষেত্রে তাঁদের একটি ফর্মে এই সংক্রান্ত একটি ঘোষণা দিতে হবে ৷ ফলে আইন নিয়ে পড়াশোনা করছেন যাঁরা এবং যাঁদের নাম নথিভুক্তির বিষয়টি আটকে ছিল, তাঁদের কাছে এটা অত্যন্ত সুখবর ৷
মামলাকারীর তরফে আইনজীবী কল্যাণ চক্রবর্তী বলেন, "কলকাতা হাইকোর্টের এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য বার কাউন্সিল যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে বহু ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হবে ৷ সামনে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পরীক্ষা রয়েছে ৷ তাঁরা পরীক্ষায় না-বসতে পারলে বছরটা নষ্ট হতো ৷"
উল্লেখ্য, সদ্য আইন পাশ করা শহরের বেশ কয়েকটি কলেজের স্নাতকরা কয়েকদিন আগে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান-সহ অন্যান্য সদস্যদের ঘেরাও করেছিলেন ৷ অভিযোগ ছিল, তাঁরা আইন পাশ করে গেলেও, গত কয়েকমাস ধরে বার কাউন্সিল তাঁদের রেজিস্ট্রেশন দিচ্ছে না ৷ ফলে তাঁরা যেমন পেশায় নামতে পারছেন না ৷ তেমনই তাঁদের সিনিয়রিটি পিছিয়ে যাচ্ছে ৷ বার কাউন্সিল রেজিস্ট্রেশন বন্ধ করে রাখার সঙ্গে আরও বেশি টাকার দাবি করছে বলেও অভিযোগ ওঠে ৷
যদিও, রাজ্য বার কাউন্সিলের বক্তব্য ছিল, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি মামলা চলছে ৷ সেখানে বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে কিছু তথ্য জানাতে হবে আদালতে ৷ তাই আপাতত সব রাজ্যে বার কাউন্সিলকে নতুন নাম নথিভুক্তিকরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও, সদ্য আইন পাশ করা পড়ুয়ারা নথি দিয়ে দেখান, দিল্লি ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে বার কাউন্সিল রেজিস্ট্রেশন চালু রেখেছে ৷ কলকাতা হাইকোর্টে এই মামলার পরিপ্রেক্ষিতে আপাতত জটিলতা কাটল বলেই মনে করছেন আইনজীবীরা ৷