কলকাতা, 3 মে: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, অপরদিকে, কয়েক হাজার যোগ্য চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান - দুইয়ের সাঁড়াশি চাপে এ বার যোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিল স্কুল সার্ভিস কমিশন ৷ বিক্ষোভকারী যোগ্য চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব ৷ কমিশন যোগ্য চাকরিহারাদের পাশে আছে বলে আশ্বাসও দেন তিনি ৷
সিদ্ধার্থ মজুমদারের কথায়, "সুপ্রিম কোর্টের যে আদেশ থাকবে সেই মতো আমরা কাজ করব । যোগ্য যাঁরা তাঁদের পাশে কমিশন থাকবে । এখন এই বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন । তাই এই নিয়ে বেশি কিছু বলব না বা কোনও প্রশ্নের উত্তর দেব না ৷ শুধু এটুকু বলছি যে, বিতর্কিত যাঁরা তাঁদের একটি তালিকা আমরা যেমন আদালতের স্পেশাল বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম, তেমনই যাঁরা যোগ্য, যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই সেই তালিকাও আমরা আদালতে জমা দেব ।"
এসএসসি চেয়ারম্যানের এই কথায় কিছুটা হলেও সন্তুষ্ট যোগ্য চাকরিহারারা ৷ তাঁদের একজন চিণ্ময় মণ্ডল বললেন, "এটা কোনও সংগঠিত আন্দোলন নয় ৷ আমরা যাঁরা এখানে এসেছি, তাঁরা প্রত্যেকেই চাকরি হারিয়েছি ৷ আর তার জন্য সম্পূর্ণ দায়ী কমিশন ৷ কমিশন আজ আমাদের সঙ্গে বৈঠকে বলেছে যে, যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব ৷ এটাই আমাদের দাবি ছিল ৷"
উল্লেখ্য, 22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়ে যায় ৷ তার ফলে রাজ্যের প্রায় 15 শতাংশ শিক্ষক কমেছে। যা নিয়ে বেশ চিন্তিত মধ্যশিক্ষা পর্ষদ । অপরদিকে, চাকরি বাতিল হয়েছে বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরও । চাকরি বাতিলের পরের দিনই শহীদ মিনারে আন্দোলনে নামেন যোগ্য চাকরিহারারা ৷ পরবর্তীতে এসএসসির কাছে স্পষ্ট করে তাঁরা জানিয়ে দেন, যোগ্যদের তালিকা আদালতে পেশ করতে হবে কমিশনকে । তাঁরা প্রশ্ন তোলেন কেন এই কাজ কমিশন করছে না । স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হয়েছিল, অযোগ্যদের তালিকা তারা একাধিকবার আদালতে জমা দিয়েছেন । কিন্তু যোগ্য কারা সে তালিকা জমা দেওয়া হয়নি। এর কারণ হিসেবে কমিশনের চেয়ারম্যান জানিয়েছিলেন, এই কাজ করা অনেক সময় সাপেক্ষ । তবে এ দিন সেই মন্তব্য থেকে পিছু হঠে যোগ্যদের পাশে দাঁড়িয়েছে কমিশন ৷
আজ আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান যোগ্য চাকরিপ্রার্থীরা। এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে ৷ পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তি ৷ এরপর বিক্ষোভকারীদের প্রায় 10 জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন এসএসসির চেয়ারম্যান । সেই বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করে এসএসসি ।
আরও পড়ুন: