ETV Bharat / state

নেপাল থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার 2 মার্কিনি-সহ 4 - US Nationals Arrested

4 Trespasser Arrested: মধুচন্দ্রিমা সেরে বাড়ি ফেরার সময় হল বিপত্তি ৷ নেপাল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে গ্রেফতার বিদেশি পাত্র-সহ তিন ৷

US Nationals Arrest
ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার 2 মার্কিনী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 10:52 PM IST

দার্জিলিং, 8 মে: মধুচন্দ্রিমা সেরে বাড়ি ফিরছিলেন ৷ পথেই ঘটল বিপত্তি ৷ নেপাল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে গ্রেফতার বিদেশি পাত্র-সহ তিন ৷ বুধবার ইন্দো-নেপাল সীমান্তে 4 জনকে গ্রেফতার করেছেন এসএসবি জওয়ানরা ৷

জানা গিয়েছে, জলপাইগুড়ির কালচিনির বাসিন্দা নিমা পৌড়েলকে বিয়ে করে নেপালে মধুচন্দ্রীমা করতে যান আমেরিকার প্রবাশী চল্লিশ বছরের নাইনা কালা পৌড়েল ৷ সেখান থেকে জাল কার্ড বানিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তাঁরা ৷ মঙ্গলবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্ত পেরানোর সময় গ্রেফতার করা হয় তাঁদের ৷ সেইসঙ্গে গ্রেফতার করা হয় পাত্রের এক নাবালিকা আত্মীয়কে ৷ ইউনুস বিশ্বাস নামে ওই নাবালিকা আত্মীয় নিউ ইয়র্কের বাসিন্দা ।

খড়িবাড়ি থানার ওসি মনোতোষ সরকার বলেন, "ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । প্রয়োজনে পুলিশ হেপাজতে ঘটনার তদন্ত করা হবে ৷" এসএসবি সূত্রে খবর, সীমান্তে জওয়ানরা তিনজনের পরিচয়পত্র দেখতে চান । তাঁরা আধার কার্ড দেখালে জওয়ানদের তা দেখে সন্দেহ হয় ৷ তাঁদের আটক করে এসএসবি ক্যাম্পে নিয়ে গিয়ে জেরা করলে নাইনা ও ইউনুসের পাসপোর্টের ছবি মোবাইলে উদ্ধার হয় । জেরায় তাঁরা জানান, দুই আমেরিকান নাগরিক হ্যামিল্টনগঞ্জের এক দোকান থেকে ১০ হাজার টাকায় অবৈধ আধার কার্ডগুলি তৈরি করে দিয়েছিলেন ৷

গত 19 মার্চ নাইনা ও ইউনুস ভারতে আসেন । 21 মার্চ বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে কালচিনি যায় । 13 ও 14 এপ্রিল নাইনার সঙ্গে কালচিনির তরুণীর বিয়ে হয় । তারা 21 এপ্রিল মধুচন্দ্রিমা সারতে নেপালে গিয়েছিলেন । তবে দুই মার্কিনী নাগরিকের ভারতে আসার ভিসা ছিল । এসএসবি জানিয়েছে, দু'জনের পাসপোর্ট ও ভিসা কালচিনিতে রাখা হয়েছিল । সেগুলি উদ্ধার করা হয়েছে ।

আরও পড়ুন:

দার্জিলিং, 8 মে: মধুচন্দ্রিমা সেরে বাড়ি ফিরছিলেন ৷ পথেই ঘটল বিপত্তি ৷ নেপাল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে গ্রেফতার বিদেশি পাত্র-সহ তিন ৷ বুধবার ইন্দো-নেপাল সীমান্তে 4 জনকে গ্রেফতার করেছেন এসএসবি জওয়ানরা ৷

জানা গিয়েছে, জলপাইগুড়ির কালচিনির বাসিন্দা নিমা পৌড়েলকে বিয়ে করে নেপালে মধুচন্দ্রীমা করতে যান আমেরিকার প্রবাশী চল্লিশ বছরের নাইনা কালা পৌড়েল ৷ সেখান থেকে জাল কার্ড বানিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তাঁরা ৷ মঙ্গলবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্ত পেরানোর সময় গ্রেফতার করা হয় তাঁদের ৷ সেইসঙ্গে গ্রেফতার করা হয় পাত্রের এক নাবালিকা আত্মীয়কে ৷ ইউনুস বিশ্বাস নামে ওই নাবালিকা আত্মীয় নিউ ইয়র্কের বাসিন্দা ।

খড়িবাড়ি থানার ওসি মনোতোষ সরকার বলেন, "ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । প্রয়োজনে পুলিশ হেপাজতে ঘটনার তদন্ত করা হবে ৷" এসএসবি সূত্রে খবর, সীমান্তে জওয়ানরা তিনজনের পরিচয়পত্র দেখতে চান । তাঁরা আধার কার্ড দেখালে জওয়ানদের তা দেখে সন্দেহ হয় ৷ তাঁদের আটক করে এসএসবি ক্যাম্পে নিয়ে গিয়ে জেরা করলে নাইনা ও ইউনুসের পাসপোর্টের ছবি মোবাইলে উদ্ধার হয় । জেরায় তাঁরা জানান, দুই আমেরিকান নাগরিক হ্যামিল্টনগঞ্জের এক দোকান থেকে ১০ হাজার টাকায় অবৈধ আধার কার্ডগুলি তৈরি করে দিয়েছিলেন ৷

গত 19 মার্চ নাইনা ও ইউনুস ভারতে আসেন । 21 মার্চ বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে কালচিনি যায় । 13 ও 14 এপ্রিল নাইনার সঙ্গে কালচিনির তরুণীর বিয়ে হয় । তারা 21 এপ্রিল মধুচন্দ্রিমা সারতে নেপালে গিয়েছিলেন । তবে দুই মার্কিনী নাগরিকের ভারতে আসার ভিসা ছিল । এসএসবি জানিয়েছে, দু'জনের পাসপোর্ট ও ভিসা কালচিনিতে রাখা হয়েছিল । সেগুলি উদ্ধার করা হয়েছে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.