ETV Bharat / state

তিরুপতি মন্দিরের আদলে সাজছে শ্রীভূমি, কবে খুলছে পুজো মণ্ডপ ? - Durga Puja 2024

Sree Bhumi Sporting Club Durga Puja Mandap: রথযাত্রা মানেই পুজোর ঢাকে কাঠি । এ দিনের পুণ্য লগ্নেই খুঁটি পুজো সেরে নিল শহরের বারোয়ারি পুজোগুলির অন্যতম লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব । এ বছর তাদের থিম তিরুপতি মন্দির । এবারও আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 8:22 PM IST

Durga Puja theme
শ্রীভূমি পুজোর থিম তিরুপতি মন্দির (নিজস্ব ছবি)

কলকাতা, 8 জুলাই: ডিজনিল্যান্ডের পর নয়া চমক নিয়ে হাজির শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ৷ এবার লেকটাউনেই হবে তিরুপতি মন্দির দর্শন ৷ কারণ অন্ধপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরের আদলে সেজে উঠছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পুজো মণ্ডপ ৷

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজোয় মন্ত্রী সুজিত বসু (ইটিভি ভারত)

দক্ষিণ ভারতের অন্যতম মন্দির হল এই তিরুপতি বালাজি, যা বেঙ্কটেশ্বর মন্দির নামেও পরিচিত ৷ অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শৈলশহরে অবস্থিত এই মন্দির ৷ তিরুপতি মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন বিষ্ণুর অবতার বেঙ্কটেশ্বর । হিন্দুদের বিশ্বাস অনুসারে, কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে তিরুমালায় বেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছেন বিষ্ণু ।

ভারতের সবচেয়ে সুন্দর মন্দির বলা হয় তিরুপতিকে ৷ নকশা ও ভাস্কর্যে সুসজ্জিত মন্দিরটি ৷ দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটি নিদর্শন এটি । 300 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দির নির্মিত হয়েছিল বলে শোনা যায় । এই মন্দিরের গর্ভগৃহটির নাম 'আনন্দ-নিলয়ম' । এখানেই মন্দিরের প্রধান দেবতা বেঙ্কটেশ্বরের বিগ্রহ পূর্বমুখী করে স্থাপিত । এই মন্দিরের পূজাপাঠে বৈখাসন আগম শাস্ত্র অনুসরণ করা হয় ।

Sree Bhumi Sporting Club Durga Puja
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজো (নিজস্ব ছবি)

এই দক্ষিণ ভারতের তিরুপতির মন্দির এবারের থিম শ্রীভূমির । আলোকসজ্জায় থাকছে বিশেষ আকর্ষণ । এমনটাই রবিবার রথযাত্রার দিন জানালেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু ৷ তাঁর কথায়, "এবার আপনারা শ্রীভূমিতে তিরুপতি মন্দির দেখতে পাবেন ৷ অনেক ভেবেই এই থিম করা হয়েছে ৷ আপনাদের ভালো লাগবে এই থিম ৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর মণ্ডপ সজ্জা করছেন রোমিও হাজরা ৷ আলোকসজ্জায় রয়েছেন বাবু পাল ৷ প্রতিমা তৈরি করছেন প্রদীপ রুদ্র পাল ৷"

রবিবার ছিল শ্রীভূমির খুঁজিপুজো ৷ সেই উপলক্ষে এখানে বসেছিল চাঁদের হাট । এ দিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ আরও অনেকে । খুঁজিপুজোয় সঙ্গীত পরিবেশন করেন পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং পৌষালি বন্দ্যোপাধ্যায় । এছাড়াও হাজির ছিলেন বাচিক শিল্পী তথা অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়, অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন-সহ আরও অনেক বিশিষ্টজনেরা । এ দিন সকলের হাতে গজা এবং মিষ্টি তুলে দেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু । স্বাভাবিকভাবেই এ দিন শ্রীভূমির এবারের পুজোর বাজেট কত, তা নিয়েও প্রশ্ন ওঠে । কিন্তু এই নিয়ে এখনই ক্লাব কর্তৃপক্ষ কিছু বলতে নারাজ ।

Sree Bhumi Sporting Club Durga Puja
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজো (নিজস্ব ছবি)

প্রতিবছরই থিমের চমকে সাধারণ মানুষের মন জয় করে আসছে শ্রীভূমি । এবারের থিম নিয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন বলেন, "শ্রীভূমি আমাদের নিজেদেরই ক্লাব । কলকাতায় থাকলে খুঁটি পুজোয় আসব না এমনটা হবে না । অন্য কোনও মুখ আপনারা না দেখলেও আমাকে আর অঙ্কুশকে ঠিক দেখতে পাবেন । আমি তিরুপতি মন্দিরে যাইনি কখনও । এবার শ্রীভূমির হাত ধরে দেখব ।"

গতবার ডিজনিল্যান্ডের থিমে সেজে উঠেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ । এরপরে এ বছর কী থিমে সে উঠছে এই পুজো মণ্ডপ সেদিকে মুখিয়ে ছিলেন সকলে ৷ কারণ লক্ষ লক্ষ দর্শনার্থীর কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো । বুর্জ খলিফা থেকে শুরু করে ভ্যাটিকান সিটি, প্রতিবারই নিত্য নতুন চমক দিয়ে আসে এই পুজো কমিটি । অষ্টমী, নবমীর দিনগুলিতে ভিড় সামাল দিতে প্রায় হিমশিম খেতে হয় পুজো কর্তাদের । এ বছরও ভিড় মোকাবিলার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলেই জানিয়েছেন পুজোর কর্তারা ।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরেই প্রত্যেকবার মহালয়ার দিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে যায় শ্রীভূমির পুজো মণ্ডপ ৷ দেবীপক্ষের সূচনাতেই উমার গায়ে চড়ে গয়না ৷ সূত্রের খবর, এবারেও মহালয়ার দিন থেকে মণ্ডপ দর্শন করা যাবে ৷ যদিও এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি ৷ তার জন্য আর হাতোগোনা কয়েকমাস অপেক্ষা করতে হবে ৷

কলকাতা, 8 জুলাই: ডিজনিল্যান্ডের পর নয়া চমক নিয়ে হাজির শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ৷ এবার লেকটাউনেই হবে তিরুপতি মন্দির দর্শন ৷ কারণ অন্ধপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরের আদলে সেজে উঠছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পুজো মণ্ডপ ৷

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজোয় মন্ত্রী সুজিত বসু (ইটিভি ভারত)

দক্ষিণ ভারতের অন্যতম মন্দির হল এই তিরুপতি বালাজি, যা বেঙ্কটেশ্বর মন্দির নামেও পরিচিত ৷ অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শৈলশহরে অবস্থিত এই মন্দির ৷ তিরুপতি মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন বিষ্ণুর অবতার বেঙ্কটেশ্বর । হিন্দুদের বিশ্বাস অনুসারে, কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে তিরুমালায় বেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছেন বিষ্ণু ।

ভারতের সবচেয়ে সুন্দর মন্দির বলা হয় তিরুপতিকে ৷ নকশা ও ভাস্কর্যে সুসজ্জিত মন্দিরটি ৷ দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটি নিদর্শন এটি । 300 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দির নির্মিত হয়েছিল বলে শোনা যায় । এই মন্দিরের গর্ভগৃহটির নাম 'আনন্দ-নিলয়ম' । এখানেই মন্দিরের প্রধান দেবতা বেঙ্কটেশ্বরের বিগ্রহ পূর্বমুখী করে স্থাপিত । এই মন্দিরের পূজাপাঠে বৈখাসন আগম শাস্ত্র অনুসরণ করা হয় ।

Sree Bhumi Sporting Club Durga Puja
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজো (নিজস্ব ছবি)

এই দক্ষিণ ভারতের তিরুপতির মন্দির এবারের থিম শ্রীভূমির । আলোকসজ্জায় থাকছে বিশেষ আকর্ষণ । এমনটাই রবিবার রথযাত্রার দিন জানালেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু ৷ তাঁর কথায়, "এবার আপনারা শ্রীভূমিতে তিরুপতি মন্দির দেখতে পাবেন ৷ অনেক ভেবেই এই থিম করা হয়েছে ৷ আপনাদের ভালো লাগবে এই থিম ৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর মণ্ডপ সজ্জা করছেন রোমিও হাজরা ৷ আলোকসজ্জায় রয়েছেন বাবু পাল ৷ প্রতিমা তৈরি করছেন প্রদীপ রুদ্র পাল ৷"

রবিবার ছিল শ্রীভূমির খুঁজিপুজো ৷ সেই উপলক্ষে এখানে বসেছিল চাঁদের হাট । এ দিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ আরও অনেকে । খুঁজিপুজোয় সঙ্গীত পরিবেশন করেন পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং পৌষালি বন্দ্যোপাধ্যায় । এছাড়াও হাজির ছিলেন বাচিক শিল্পী তথা অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়, অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন-সহ আরও অনেক বিশিষ্টজনেরা । এ দিন সকলের হাতে গজা এবং মিষ্টি তুলে দেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু । স্বাভাবিকভাবেই এ দিন শ্রীভূমির এবারের পুজোর বাজেট কত, তা নিয়েও প্রশ্ন ওঠে । কিন্তু এই নিয়ে এখনই ক্লাব কর্তৃপক্ষ কিছু বলতে নারাজ ।

Sree Bhumi Sporting Club Durga Puja
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজো (নিজস্ব ছবি)

প্রতিবছরই থিমের চমকে সাধারণ মানুষের মন জয় করে আসছে শ্রীভূমি । এবারের থিম নিয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন বলেন, "শ্রীভূমি আমাদের নিজেদেরই ক্লাব । কলকাতায় থাকলে খুঁটি পুজোয় আসব না এমনটা হবে না । অন্য কোনও মুখ আপনারা না দেখলেও আমাকে আর অঙ্কুশকে ঠিক দেখতে পাবেন । আমি তিরুপতি মন্দিরে যাইনি কখনও । এবার শ্রীভূমির হাত ধরে দেখব ।"

গতবার ডিজনিল্যান্ডের থিমে সেজে উঠেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ । এরপরে এ বছর কী থিমে সে উঠছে এই পুজো মণ্ডপ সেদিকে মুখিয়ে ছিলেন সকলে ৷ কারণ লক্ষ লক্ষ দর্শনার্থীর কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো । বুর্জ খলিফা থেকে শুরু করে ভ্যাটিকান সিটি, প্রতিবারই নিত্য নতুন চমক দিয়ে আসে এই পুজো কমিটি । অষ্টমী, নবমীর দিনগুলিতে ভিড় সামাল দিতে প্রায় হিমশিম খেতে হয় পুজো কর্তাদের । এ বছরও ভিড় মোকাবিলার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলেই জানিয়েছেন পুজোর কর্তারা ।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরেই প্রত্যেকবার মহালয়ার দিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে যায় শ্রীভূমির পুজো মণ্ডপ ৷ দেবীপক্ষের সূচনাতেই উমার গায়ে চড়ে গয়না ৷ সূত্রের খবর, এবারেও মহালয়ার দিন থেকে মণ্ডপ দর্শন করা যাবে ৷ যদিও এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি ৷ তার জন্য আর হাতোগোনা কয়েকমাস অপেক্ষা করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.