ETV Bharat / state

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে পিষে দিল গাড়ি, এগরায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ - Egra Road Accident - EGRA ROAD ACCIDENT

Road Accident in Egra: রাখির দিনে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী এগরা ৷ মামার বাড়ি যাওয়ার পথে শিশুকে পিষে দিল গাড়ি ৷ জনতার বিক্ষোভ রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ ৷

Purba Medinipur News
গাড়ি দুর্ঘটনায় শিশুমৃত্যুকে ঘিরে জনতা-পুলিশ সংঘর্ষ এগরায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 10:58 PM IST

এগরা, 19 অগস্ট: রাখি পূর্ণিমার দিন বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাচ্ছিল রাজদীপ ৷ মিষ্টি কেনার জন্য সে দোকানের সামনে দাঁড়়িয়েছিল ৷ সেই সময় একটি ছাগলবোঝাই গাড়ি দ্রুত গতিতে এসে শিশুটিকে পিষে দিয়ে চলে যায় ৷ এমনই মর্মান্তিক ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার আলমগিরি বাসস্ট্যান্ডের কাছে ৷ মৃত শিশুটির পুরো নাম রাজদীপ ঘোড়াই (7) ৷

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে পিষে দিল গাড়ি (ইটিভি ভারত)

এদিন দুপুরের দিকে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে পিষে দেয় ঘাতক গাড়িটি ৷ ঘটনার পরপরই ছাগল বোঝাই গাড়িটির পিছু ধাওয়া করে সেটিকে ধরে ফেলে স্থানীয়রা ৷ তারপর চালককে গাড়ি থেকে নামিয়ে চলে উত্তম-মধ্যম ৷ রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । যার জেরে বহু গাড়ি আটকে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এগরা থানার পুলিশ । তারপর পুলিশ অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বাকবিতণ্ডা শুরু হয় । তারপর পুলিশ অবরোধ সরাতে লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ ।

পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয় । তারপর গ্রামবাসীরা একত্রিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল বোতল ছুড়তে শুরু করে । যার জেরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকজন আহত হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার বিধায়ক তরুণ মাইতি । ঘটনাস্থলে এসে তিনি গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলেন ।

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "আইন আইনের পথে চলবে । তবে গাড়ির ড্রাইভারকে পুলিশ গ্রেফতার করেছে । যারা দোষ করেছে তাদের শাস্তি পেতে হবে ।" তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছুদূর আগে পুলিশ রাস্তার পাশে দাঁড়িয়ে প্রত্যেকটি গাড়ি থেকে টাকা তুলছিল । এই ছাগল বোঝাই গাড়িটি টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছিল । গাড়িটি পালাতে গিয়ে বাচ্চা শিশুর উপর দিয়ে চলে যায় । যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । এলাকা নিয়ন্ত্রণে আসার পর মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ মৃত শিশুর দিদার অভিযোগ, পুলিশ উদ্ধার করার পরিবর্তে তাদেরই মারধর করেছে ৷ মেরে হাত ভেঙে দিয়েছে ৷

এগরা, 19 অগস্ট: রাখি পূর্ণিমার দিন বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাচ্ছিল রাজদীপ ৷ মিষ্টি কেনার জন্য সে দোকানের সামনে দাঁড়়িয়েছিল ৷ সেই সময় একটি ছাগলবোঝাই গাড়ি দ্রুত গতিতে এসে শিশুটিকে পিষে দিয়ে চলে যায় ৷ এমনই মর্মান্তিক ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার আলমগিরি বাসস্ট্যান্ডের কাছে ৷ মৃত শিশুটির পুরো নাম রাজদীপ ঘোড়াই (7) ৷

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে পিষে দিল গাড়ি (ইটিভি ভারত)

এদিন দুপুরের দিকে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে পিষে দেয় ঘাতক গাড়িটি ৷ ঘটনার পরপরই ছাগল বোঝাই গাড়িটির পিছু ধাওয়া করে সেটিকে ধরে ফেলে স্থানীয়রা ৷ তারপর চালককে গাড়ি থেকে নামিয়ে চলে উত্তম-মধ্যম ৷ রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । যার জেরে বহু গাড়ি আটকে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এগরা থানার পুলিশ । তারপর পুলিশ অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বাকবিতণ্ডা শুরু হয় । তারপর পুলিশ অবরোধ সরাতে লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ ।

পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয় । তারপর গ্রামবাসীরা একত্রিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল বোতল ছুড়তে শুরু করে । যার জেরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকজন আহত হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার বিধায়ক তরুণ মাইতি । ঘটনাস্থলে এসে তিনি গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলেন ।

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "আইন আইনের পথে চলবে । তবে গাড়ির ড্রাইভারকে পুলিশ গ্রেফতার করেছে । যারা দোষ করেছে তাদের শাস্তি পেতে হবে ।" তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছুদূর আগে পুলিশ রাস্তার পাশে দাঁড়িয়ে প্রত্যেকটি গাড়ি থেকে টাকা তুলছিল । এই ছাগল বোঝাই গাড়িটি টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছিল । গাড়িটি পালাতে গিয়ে বাচ্চা শিশুর উপর দিয়ে চলে যায় । যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । এলাকা নিয়ন্ত্রণে আসার পর মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ মৃত শিশুর দিদার অভিযোগ, পুলিশ উদ্ধার করার পরিবর্তে তাদেরই মারধর করেছে ৷ মেরে হাত ভেঙে দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.