শিলিগুড়ি, 20 জুন: সহকারী চালক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল উত্তর-পূর্ব সীমান্ত রেল ৷ 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর একদিকে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ অন্যদিকে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে ৷
ট্রেন দুর্ঘটনায় পণ্যবাহী ট্রেনের চালক ও সহকারী চালককেই দায়ী করা হয়েছে ৷ এদিকে এরপরই রেলের সহকারী চালক-সহ অন্যান্য শাখায় বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যা কর্মীর অপ্রতুলতার জল্পনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে ৷
দুর্ঘটনার সময় অভিযোগ ওঠে, যাত্রী নিরাপত্তার সঙ্গে জড়িত কর্মীদের সংখ্যায় ঘাটতি রয়েছে ভারতীয় রেলের ৷ এতে রেলে কর্মরত কর্মীদের উপর প্রতিনিয়ত চাপ বাড়ছিল ৷ যে কারণে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের নির্মলজোত এলাকায় ওই দুর্ঘটনার পরই টনক নড়ে রেল কর্তৃপক্ষের ৷
সাধারণত টানা দু’দিন নাইট ডিউটি করার পর একদিন ছুটি দিতে হবে যাত্রী নিরাপত্তার সঙ্গে জড়িত কর্মীদের ৷ রেলের একটি সূত্রের দাবি, দুর্ঘটনার সময় টানা তিন রাত ডিউটি করছিলেন মালগাড়ির চালক অনিল কুমার ও সহকারী চালক মনু কুমার। চতুর্থরাত ছুটি পেলেও পঞ্চমদিন সকালে তাঁকে ফের কাজে যোগ দিতে জোর করা হয়। আর ওই দুর্ঘটনার পিছনে সেটাও একটা কারণ বলে অভিযোগ উঠেছে । যদিও রেলের আরেকটি সূত্রে জানানো হয়েছে, 30 ঘণ্টা মালবাহী ট্রেনের চালক ও সহকারী চালক বিশ্রামে ছিলেন।
তবে এই ঘটনাকে হালকাভাবে নেয়নি রেল মন্ত্রক। 2024 সালে ক্ষমতায় আসতেই নতুন করে নিয়োগের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মোট 18 হাজার 799টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেল কর্তৃপক্ষ ৷ যার মধ্যে 5 হাজার 696 জনের নিয়োগের অনুমোদন মিলেছে ৷ বাকি পদেও দ্রুত নিয়োগ করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের 428টি পদের মধ্যে সহকারী চালক পদে 129টি, উত্তর-মধ্য রেলের 802টি পদের মধ্যে 241টি পদ, উত্তর-পশ্চিম সীমান্ত রেলের 761টি শূন্য পদের মধ্যে 228টি শূন্যপদে নিয়োগ করা হবে। যদিও উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "সহকারী চালক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷ এটা নিয়মমাফিক নিয়োগ ৷ এই দুর্ঘটনার সঙ্গে এই নিয়োগের কোন সম্পর্ক নেই ৷"