দুর্গাপুর, 22 অক্টোবর: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে বিজেপির দুঁদে প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়ে দিয়েছেন কীর্তি আজাদ ৷ তবে দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডের মধ্যে 33টি ওয়ার্ডেই পিছিয়ে ছিলেন তিনি ৷ অন্যদিকে, কাঁকসা ব্লকেও ভালো ফল করতে পারেননি তৃণমূল প্রার্থী ৷ নির্বাচনী ফলাফলের দায় এসে পড়ে দলের শ্রমিক সংগঠনের উপর ৷ তবে কি দুর্গাপুরের শ্রমিক সংগঠনে (INTTUC) বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছে শাসকদল ? বর্তমানে এই প্রশ্নই ঘোরাফেরা করছে শিল্প-শহর রাজনৈতিক প্রাঙ্গণে ৷ কালী পুজোর পরেই এই রদবদল হবে বলেও জোর জল্পনা শুরু হয়েছে শাসকদলেরই অন্দরে৷
গত 27 সেপ্টেম্বর পূর্ব বর্ধমান থেকে সড়কপথে দুর্গাপুর ঘেঁষা বাঁকুড়ার সীতারামপুর এলাকায় বন্যা কবলিত মানুষদেরকে ত্রাণ দিতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেদিন রাতে দুর্গাপুরের সিটি সেন্টারে সার্কিট হাউসে ওঠেন তিনি । পরদিন সকালে বীরভূমের বোলপুরে রওনা দেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে আসানসোল ও দুর্গাপুরের দলের শ্রমিক সংগঠনের কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা । সূত্রের খবর, সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি ৷ জানা গিয়েছে, INTTUC-এর জেলা সভাপতি অভিজিৎ ঘটকের সঙ্গে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে আলোচনার নির্দেশও দেন তিনি ৷
দলের সুপ্রিমোর এই উদ্বেগের পরই দুর্গাপুরের শ্রমিক সংগঠনে রদবদল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে শ্রমিক সংগঠনের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ৷ তালিকায় সংগঠনের এক প্রবীণ নেতা রয়েছেন বলে খবর ৷ দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকাদারদের সঙ্গে 'গোপন আঁতাত' করে সাধারণ ঠিকাকর্মীদের বঞ্চিত করেন বলে অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে । ঠিকাকর্মীদের বেতন বৃদ্ধির পরও, তাঁদের বেতন বাড়ানো হচ্ছে না, ইস্পাত কারখানার ভিতরে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে এই প্রবীণ নেতার বিরুদ্ধে ৷
এক সময় বলা হয়েছিল, কারখানা থেকে 4 কিলোমিটারের মধ্যে বসবাসকারী বেকার যুবক-যুবতীদের কারখানায় কাজ দেওয়া হবে ৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি ৷ তাই দুর্গাপুর ইস্পাত কারখানা সংলগ্ন 12 নম্বর ওয়ার্ড ছাড়া প্রায় সমস্ত ওয়ার্ডেই গত লোকসভা নির্বাচনে শোচনীয় ফল করে তৃণমূল বলে খবর ৷ সেকারণে এবার শ্রমিক সংগঠনের ভূমিকা নিয়ে নড়েচড়ে বসেছেন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো ৷ সূত্রের খবর, দুর্গা পুজোর পরেই দুর্গাপুরের বিভিন্ন কারখানায় INTTUC-এর ইউনিট কমিটিগুলিকে ভেঙে নতুন করে তা গঠনের জন্য নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং অভিজিৎ ঘটককে নির্দেশ দিয়েছেন মমতা ।
পরবর্তী বিধানসভা নির্বাচন 2026 সালে । 2021 সালের বিধানসভা নির্বাচনে দুর্গাপুরের দু'টি আসনের মধ্যে একটি আসনে মন্ত্রী প্রদীপ মজুমদার জিতলেও, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রটি হাতছাড়া হয়েছে শাসকদলের ৷ তবে আগামী নির্বাচনে যেন পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী ৷ আর সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী শ্রমিক সংগঠনে এই পরিবর্তন আনতে চাইছেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের ৷