ETV Bharat / state

ফেব্রুয়ারিতেও রয়েছে মহাকুম্ভের স্নানের তিথি, শিয়ালদা থেকে ছাড়ছে স্পেশাল ট্রেন - KUMBH MELA SPECIAL TRAINS

মঙ্গলে একমাস সম্পূর্ণ মহাকুম্ভ মেলার ৷ আগামী 26 তারিখ পর্যন্ত মহাকুম্ভে গুরুত্বপূর্ণ স্নানের তিথি রয়েছে ৷ তাই আরও বিশেষ ট্রেন চলবে ৷

KUMBH MELA SPECIAL TRAINS
এক্সপ্রেস ট্রেন (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2025, 10:48 AM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: চলতি মাসের বেশ কয়েক দিন রয়েছে মহাকুম্ভ স্নানের জন্য গুরুত্বপূর্ণ তিথি। যাতে পুণ্য়ার্থীদের প্রয়াগরাজে যেতে কোনও সমস্যা না-হয়, তাই এই মাসেও পূর্ব রেলের শিয়ালদা শাখা থেকে থাকছে ঢালাও ব্যবস্থা। চালানো হচ্ছে আরও মহাকুম্ভ মেলা স্পেশাল ট্রেন। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের শিয়ালদা বিভাগের থেকে।

আজ, মঙ্গলবার 30তম দিনে পা-দিল মহাকুম্ভ মেলা 2025 ৷ এই মাসের 26 তারিখ পর্যন্ত এলাহাবাদের প্রয়াগরাজে চলবে মহাকুম্ভ মেলা। ভক্তদের যাতায়াতের জন্য পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে প্রথম থেকেই ঢালাও ব্যবস্থা করা হয়েছে। চালানো হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন। এই মাসেও চালানো হবে আরও কিছু স্পেশাল ট্রেন। গতকাল, সোমবার এমনটাই ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।

মহাকুম্ভ মেলার জন্য রেলের পক্ষ থেকে একাধিক বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে। 13 হাজার 450টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এই মোট সংখ্যার মধ্যে 10 হাজার 28টি রেগুলার ট্রেন এবং 3 হাজার 400টি স্পেশাল ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, গত রবিবার অর্থাৎ 9 ফেব্রুয়ারি মোট 330টি ট্রেন চালানো হয়েছে। মোট 12.5 লক্ষেরও বেশি যাত্রী ট্রেনে চড়েছে ৷ পাশাপাশি, সোমবার দুপুর 3টে পর্যন্ত মোট ট্রেন চালানো হয়েছে 191। তাতে 8.18 লক্ষের বেশি সংখ্যক যাত্রী ট্রেনে চড়েছে।

  • মহাকুম্ভের জন্য পূর্ব রেল মোট 47 জোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে। এই মোট সংখ্যার মধ্যে 11 জোড়া ট্রেন মালদা টাউন থেকে প্রয়াগরাজের জন্য ছাড়বে। 27 জোড়া ট্রেন হাওড়া ও তুণ্ডলার মধ্যে পরিষেবা দেবে। 4 জোড়া ট্রেন হাওড়া ও ভিন্দের মধ্যে পরিষেবা দেবে। 5 জোড়া ট্রেন ভাগলপুর ও কানপুর সেন্ট্রালের মধ্যে পরিষেবা দেবে।
  • প্রয়াগরাজ সিটির 8টি স্টেশন থেকে যাত্রীরা ট্রেন ধরে বিভিন্ন দিকে যেতে পারবেন। 8টি স্টেশন হল- প্রয়াগরাজ জংশন, নৈনি জংশন, প্রয়াগরাজ চিওকি, সুবেদারগঞ্জ, প্রয়াগ জংশন, পফমাও জংশন, প্রয়াগরাজ রামবাগ ও ঝুসি। এছাড়াও বিশেষ দিনগুলিতে যাত্রী ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন থেকে পাওয়া যাবে পর্যাপ্ত ট্রেন।

প্রয়াগরাজের 8টি স্টেশনেই যাতে বিপুল যাত্রী সংখ্যা সামাল দিতে বিশেষ ট্রেনের নিয়মানুবর্তিতা বজায় থাকে, সেদিকে কঠোর নজর রয়েছে প্রশাসন থেকে রেলের। বারে বারেই পরিস্থিতির পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। এই আয়োজনকে 24 ঘণ্টা সচল রাখার জন্য তদারকি চলছে ৷

কলকাতা, 11 ফেব্রুয়ারি: চলতি মাসের বেশ কয়েক দিন রয়েছে মহাকুম্ভ স্নানের জন্য গুরুত্বপূর্ণ তিথি। যাতে পুণ্য়ার্থীদের প্রয়াগরাজে যেতে কোনও সমস্যা না-হয়, তাই এই মাসেও পূর্ব রেলের শিয়ালদা শাখা থেকে থাকছে ঢালাও ব্যবস্থা। চালানো হচ্ছে আরও মহাকুম্ভ মেলা স্পেশাল ট্রেন। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের শিয়ালদা বিভাগের থেকে।

আজ, মঙ্গলবার 30তম দিনে পা-দিল মহাকুম্ভ মেলা 2025 ৷ এই মাসের 26 তারিখ পর্যন্ত এলাহাবাদের প্রয়াগরাজে চলবে মহাকুম্ভ মেলা। ভক্তদের যাতায়াতের জন্য পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে প্রথম থেকেই ঢালাও ব্যবস্থা করা হয়েছে। চালানো হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন। এই মাসেও চালানো হবে আরও কিছু স্পেশাল ট্রেন। গতকাল, সোমবার এমনটাই ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।

মহাকুম্ভ মেলার জন্য রেলের পক্ষ থেকে একাধিক বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে। 13 হাজার 450টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এই মোট সংখ্যার মধ্যে 10 হাজার 28টি রেগুলার ট্রেন এবং 3 হাজার 400টি স্পেশাল ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, গত রবিবার অর্থাৎ 9 ফেব্রুয়ারি মোট 330টি ট্রেন চালানো হয়েছে। মোট 12.5 লক্ষেরও বেশি যাত্রী ট্রেনে চড়েছে ৷ পাশাপাশি, সোমবার দুপুর 3টে পর্যন্ত মোট ট্রেন চালানো হয়েছে 191। তাতে 8.18 লক্ষের বেশি সংখ্যক যাত্রী ট্রেনে চড়েছে।

  • মহাকুম্ভের জন্য পূর্ব রেল মোট 47 জোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে। এই মোট সংখ্যার মধ্যে 11 জোড়া ট্রেন মালদা টাউন থেকে প্রয়াগরাজের জন্য ছাড়বে। 27 জোড়া ট্রেন হাওড়া ও তুণ্ডলার মধ্যে পরিষেবা দেবে। 4 জোড়া ট্রেন হাওড়া ও ভিন্দের মধ্যে পরিষেবা দেবে। 5 জোড়া ট্রেন ভাগলপুর ও কানপুর সেন্ট্রালের মধ্যে পরিষেবা দেবে।
  • প্রয়াগরাজ সিটির 8টি স্টেশন থেকে যাত্রীরা ট্রেন ধরে বিভিন্ন দিকে যেতে পারবেন। 8টি স্টেশন হল- প্রয়াগরাজ জংশন, নৈনি জংশন, প্রয়াগরাজ চিওকি, সুবেদারগঞ্জ, প্রয়াগ জংশন, পফমাও জংশন, প্রয়াগরাজ রামবাগ ও ঝুসি। এছাড়াও বিশেষ দিনগুলিতে যাত্রী ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন থেকে পাওয়া যাবে পর্যাপ্ত ট্রেন।

প্রয়াগরাজের 8টি স্টেশনেই যাতে বিপুল যাত্রী সংখ্যা সামাল দিতে বিশেষ ট্রেনের নিয়মানুবর্তিতা বজায় থাকে, সেদিকে কঠোর নজর রয়েছে প্রশাসন থেকে রেলের। বারে বারেই পরিস্থিতির পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। এই আয়োজনকে 24 ঘণ্টা সচল রাখার জন্য তদারকি চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.